পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
অবশেষে অপেক্ষার অবসান! বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য সুখবর – "পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫" আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের এই সুবর্ণ সুযোগটি লুফে নিতে এখনই প্রস্তুতি শুরু করুন।
এই পোস্টে আমরা "পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫" সম্পর্কিত সম্ভাব্য সকল তথ্য – যেমন, বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে, আবেদনের যোগ্যতা কী থাকতে পারে, আবেদন প্রক্রিয়া কেমন হবে, শারীরিক ও লিখিত পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিবেন – ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আপনি যদি বাংলাদেশ পুলিশে যোগদানের স্বপ্ন দেখেন এবং ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চান, তবে এই পোস্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আপনার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিন।
পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
এই পোস্টে আমরা সদ্য প্রকাশিত পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-এর খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরব। আপনি যদি এই পুলিশ বাহিনীতে যোগদানের স্বপ্ন দেখে থাকেন, তবে আবেদনের শেষ তারিখের পূর্বেই বিজ্ঞপ্তির সকল শর্তাবলী ও প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া অপরিহার্য। চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।
১. জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ:
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে।
২. প্রার্থীর যোগ্যতা:
২.১ বয়স:
বয়স সীমা | বয়স সীমা নির্ধারণের তারিখ |
---|---|
১৮ হতে ২০ বছর | যে সকল প্রার্থীর বয়স ১৮ মার্চ ২০২৫ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদন করার যোগ্য মর্মে বিবেচিত হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। |
২.২ শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান);
২.৩ জাতীয়তা:
বাংলাদেশের স্থায়ী নাগরিক;
২.৪ বৈবাহিক অবস্থা:
অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়);
২.৫ শারীরিক মাপ:
বিষয় সমূহ | পুরুষ প্রার্থী | নারী প্রার্থী |
---|---|---|
উচ্চতা | মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি; শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। | মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীদের কেষত্রে ৫ ফুট ২ ইঞ্চি; শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। |
বুকের মাপ | মেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। | - |
ওজন | বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে | বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে |
দৃষ্টিশক্তি | ৬/৬ |
৩. অনলাইনে আবেদন নিয়মাবলি:
৩.১ প্রথম ধাপ:
ক. http://police.teletalk.com.bd-এ লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে;
খ. আবেদনের সময় ০৩ মার্চ ২০২৫ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৮ মার্চ ২০২৫ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত;
গ. আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। উক্ত User ID-তে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে;
ঘ. Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে;
ঙ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
চ. প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে;
৩.২ দ্বিতীয় ধাপ:
প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি SMS Send করতে হবে;
প্রথম SMS: TRC <space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC ABCDEF
Reply: Applicant's Name, Forty taka (40/-) will be charged as service charge for the application of TRC Recruitment Exam February 2025. Your PIN is........ (10 digit). To pay service charge type TRC <space> Yes <space> PIN and send to 16222.
দ্বিতীয় SMS: TRC <space> Yes <space> PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC YES 1234567890
Reply: Congrats! Applicant's Name. Your payment has been successfully completed for the application of TRC Recruitment Exam February 2025. User ID is (xxxxxxxxxxxx) and Password is (xxxxXXXX).
৩.৩ হেল্পলাইন:
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করা যাবে;
User ID জানা থাকলে TRC <space> Help <space> User <space> User ID & Send to 16222
Example: TRC Help User ABCDEF & Send to 16222
PIN Number জানা থাকলে TRC <space> Help <space> PIN <space> PIN No. & Send to 16222
Example: TRC Help PIN 1234567890 & Send to 16222
আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ এ কল করে প্রথমে ৮, অতঃপর ১ এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে।
৪. নির্বাচন পদ্ধতি
৪.১ প্রিলিমিনারি স্ক্রিনিং:
অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং - এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test ( PET ) - এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও SMS পড়াসহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের SMS- এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশকরত সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান / কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test ডাউনলোড করে ০২ কপি প্রিন্ট করতে হবে;
৪.২ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test:
প্রিলিমিনারি স্ক্রিনিং - এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ , সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test ( দৌড়, পুশ-আপ, লং-জাম্প, হাই-জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং )-এ অংশগ্রহণ করতে হবে। YouTube- এ Bangladesh Police- এর Official Channel, Bangladesh Police-এর Verified Facebook Page এবং Bangladesh Police Website http://www.police.gov.bd -এ Physical Endurance Test ( PET ) সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবে;
৪.৩ লিখিত পরীক্ষা:
শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test- এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test- এর ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণকরত: লিখিত পরীক্ষার ফি বাবদ ১২০/- (একশত বিশ টাকা ) জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test- এ উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে ১২০/- (একশত বিশ টাকা ) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২টি SMS Send করতে হবে;
প্রথম SMS: TRC < space > User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC ABCDEF
Reply: Applicant's Name, One hundred twenty taka ( 120 / - ) will be charged as examination fee for the Written Test of TRC Recruitment Exam February 2025. Your PIN is. ( 10 digit ) . To pay the fee type TRC < space > Yes < space > PIN and send to 16222.
দ্বিতীয় SMS: TRC < space > Yes < space > PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC YES 1234567890
Reply: Congrats! Applicant's Name , Your payment has been successfully completed for Written Test of TRC Recruitment Exam February 2025. User ID is ( xxxxxxxxxx ) and Password is ( xxxXXXXX ).
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করত: লিখিত পরীক্ষার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে ০১ কপি প্রিন্ট করতে হবে;
৪.৪ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
৪.৫ প্রাথমিক নির্বাচন:
প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি (মেধা; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য) অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে;
৪.৬ স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন:
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । এ ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল , রাজারবাগ , ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদিসহ Pathological Investigation-এ অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল , রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ০১ (এক) বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন ফরমে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না এবং
৪.৭ চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ:
প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।
৫. প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ:
প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET) -এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্স (যে জেলার স্থায়ী বাসিন্দা) -এ নিম্নবর্ণিত কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হবে:
৫.১ Admit Card for Physical Endurance Test: Admit Card for Physical Endurance Test-এর ডাউনলোডকৃত প্রিন্টেড কপি (২ কপি);
৫.২ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি;
৫.৩ চারিত্রিক সনদপত্র: সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি;
৫.৪ নাগরিকত্ব সনদপত্র: জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) -এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি;
৫.৫ অভিভাবকের সম্মতিপত্র: আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র (পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী);
৫.৬ জাতীয় পরিচয়পত্র: প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি);
৫.৭ ছবি: সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
৫.৮ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক: মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি;
৫.৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণকস্বরূপ তাদের রাজা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি;
৫.১০ শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে: সুবর্ণ নাগরিক কার্ড (মূলকপি);
৫.১১ তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে: জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং
৫.১২ চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।
৬. প্রশিক্ষণ:
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে ৪/৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
৭. প্রশিক্ষণকালীন সুযোগ - সুবিধা:
৭.১ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে প্রশিক্ষণকালীন বিনা মূল্যে পোশাক সামগ্রীসহ থাকা - খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে এবং
৭.২ প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে।
৮. নিয়োগ ও চাকরির সুবিধাদি:
৮.১ সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭ তম গ্রেড ৯,০০০-২১,৮০০ /- এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন - ভাতাদিসহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে;
৮.২ নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা/ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা / ইউনিটে কনস্টেবলের শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে;
৮.৩ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে জেলা / ইউনিটে যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা / ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা / ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে;
৮.৪ নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে;
৮.৫ নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনা মূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে এবং
৮.৬ নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।
৯. সাধারণ নির্দেশনাবলি:
৯.১ কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন;
৯.২ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুতি/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
৯.৩ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পিতা/মাতা এর অনুকূলে ইস্যুকৃত প্রমাণকসমূহ যাচাইঅন্তে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুতি/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটার প্রার্থী কর্তৃক দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল প্রমাণিত হলে তা পুনরায় যাচাইয়ের কোনো সুযোগ থাকবে না;
৯.৪ চাকরিতে প্রবেশকালীন চাহিত কাগজপত্রাদি (সনদপত্র/প্রত্যয়নপত্র ইত্যাদি) ব্যতীত শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণের কোনো সুযোগ নেই;
৯.৫ ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত/নিয়োগকৃত/প্রশিক্ষণরত/চাকরিরত অর্থাৎ যে কোনো পর্যায়ে দাখিলকৃত তথ্য মিথ্যা/ভুল অথবা প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য/বহিষ্কার/চাকরিচ্যুতি/বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
৯.৬ কোনো প্রার্থী পুলিশ বাহিনী/অন্য কোনো নিয়মিত বাহিনী/যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত/চাকরিচ্যুত/বরখাস্ত হয়ে থাকলে তাকে আবেদনের অযোগ্য মর্মে বিবেচনা করা হবে;
৯.৭ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থীর নিয়োগ/আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং
৯.৮ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
১০. শারীরিক মাপসহ সকল পরীক্ষার সময়সূচী:

পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি Download
এখানে বলে রাখা ভালো যে, আপনার মনে যদি কোন ধরনের সংকোচ থাকে তাহলে আমাদের অনুরোধ থাকবে আপনি কষ্ট করে আরেকবার বাংলাদেশ পুলিশের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আরেকবার পড়ে নিবেন। তাহলে আপনি নিয়োগ প্রক্রিয়ার নিয়ম সম্পর্কে আরো স্পষ্ট হতে পারবেন।
শেষ কথা
বাংলাদেশ পুলিশে যোগদান করে দেশের সেবা করার এটি একটি অনন্য সুযোগ। যেহেতু "পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫" প্রকাশিত হয়েছে, তাই আর দেরি না করে আজই বিজ্ঞপ্তির সকল শর্তাবলী ভালোভাবে পড়ে নিন এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। শারীরিক ও লিখিত পরীক্ষার জন্য এখন থেকেই জোর প্রস্তুতি শুরু করুন।
মনে রাখবেন, আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়া এবং প্রতিটি তথ্য সঠিকভাবে পূরণ করা অত্যন্ত জরুরি। কোনো ভুল তথ্যের কারণে আপনার আবেদন বাতিল হতে পারে। সকল যোগ্য প্রার্থীর জন্য রইল শুভকামনা। আপনার স্বপ্ন পূরণ হোক! এই পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।
স্যার আজ ৫/০১/২০২১।.পুলিশ কনস্টেবল সার্কুলার কি দিয়েছে?
15/02/2003 আমার জন্ম তারিখ।আমি কী এপ্লাই করতে পারব🙄🙄🙄
Vai data. Abar change exactly kobe nagat dite pare seta judi aktu bolten.
১৫-০২-২০০৩ আমার জন্ম তারিখ।আমি কী এপ্লাই করতে পারবো
নিয়োগের তারিখে আপনার বয়স 18-20 বছর হলে আবেদন করতে পারবেন।
এবারের আবেদন কি অনলাইনে হবে
অনলাইনে হওয়ার সম্ভাবনা বেশি।
স্যার আমি এইচএসসি পাশ আমি কোন পদের জন্য Apply করতে পারব
Nic
Plz
ভাইয়া আমি আপনার কাছে একটাই প্রাথনা জানাই আমি যে আমার স্বপ্ন টা পুরণ করতে পারি।আমি একজন চা শ্রমিক এ-র সন্তান। আমাকে নিয়ে আমার মায়ের অনেক স্বপ্ন।আমার মায়ের সেই স্বপ্নটা যেন পূরন করতে পারি।
ভাইয়া সঠিক তথ্যটি দিন আমাকে😑
এই মাসে কনস্টেবল পদে সার্কুলার প্রকাশিত হবে কি?
সম্ভাবনা কতটু?
কোভিড-১৯ এর কারনে বিলম্ব হচ্ছে। অপেক্ষা করুন, প্রকাশ হওয়ার সাথে সাথে জানানো হবে।
রশিদ ভাই আমার SSCজিপিএ ২.৪৪ভাই আমি কি কোনো ভাবে এপ্লাই করতে পারব ।।।
প্লিজ ভাই জানান
এই এপ্রিলে আমার 18 বয়স পূরণ হবে। আমি কি এপ্লাই করতে পারব?
এই এপ্রিলে আমার 18 বছর পূরণ হবে আমি কি এপ্লাই করতে পারব
হ্যালো স্যার, আমি এইবার 2020 এ এইচ.এস.সি পরীক্ষার অটোপাশ করেছি,আমার বাবা একজন পুলিশ কনস্টেবল। আমি কি এখন 2021সালে কনস্টেবল পদ ছাড়া অন্য কোনো পদে যাওয়ার সু্যোগ রয়েছে?
আপনার বয়স যদি 18-20 বছর হয়ে থাকে এবং উপরের সকল শর্ত ঠিক থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সে জন্য নিয়মগুলো পুনরায় পড়ে দেখতে পারেন।
বয়স যদি ১৮ এর কম হয় তাহলে কি আবেদন করা যাবে
আসসালামু আলাইকুম স্যার, আমি মুক্তিযুদ্ধার সন্তান।
আমার উচ্চতা ৫.৭" এর বেশি।
এইস এস সি পাস করেছি।। স্যা আমার পাইলস এর হালকা সমস্যা আছে।। আমার কোনো সমস্যা হবে
স্যার মৌলভীবাজার জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কবে দেওয়া হবে,
স্যার মৌলভীবাজার জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কবে দেওয়া হবে,
মুক্তি যুদ্ধা নাতিদের বয়স আগে তো ১৮ থেকে ২০ বছর ছিল....এবার কি ১৮ থেকে ২৩ করা হবে,,,সত্যে খবরটা জানাবেন
মুক্তি যুদ্ধা নাতিনের জন্য ১৮ থেকে ২৩ বছর,,, এইটা কি সত্যে কথা
জানুয়ারিতে কী কনষ্টেবল নিয়োগ দেবে
Vai carkolar dite dite nijer boyos simai ses holo carkolar pelam na vai amr boyos 20/03/2001 ami ki carkolar dile ki uthate parbo ar onek asai cilam 😭😭😭 takte takte boyos simatai kokun par hoiye gelo bujlami na sop kicu niyok dilo vai pulis contobel ar tai dilo na 😭😭😭😭
ভাই,,আমরা তো কোবিড ১৯ এর কারনে পরিক্ষা দিতে পারছিনা,,এখন কি করতে পারি
কিছু করার নাই। কারণ মহামারির উপর করো কোন হাত নেই। অপেক্ষা করুন...
২০২১ সালে পুলিশ কনস্টেবল নিয়োগ কবে দেওয়া হবে....?
কনস্টেবল থেকে কি কি পদোন্নতি পাওয়া যাবে
কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে এএসআই, এসআই, ইন্সপেক্টর এবং এএসপি পর্যন্ত হতে পারবেন।
উল্লেখ যে,
এসআই- ১০ম গ্রেড (সাবেক ২য় শ্রেণীর কর্মকর্তা)
ইন্সপেক্টর- ৯ম গ্রেড (সাবেক ১ম শ্রেণীর কর্মকর্তা)
এএসপি- ৮ম গ্রেড ক্যাডার অফিসার (সাবেক ১ম শ্রেণীর কর্মকর্তা)
পুলিশ কনস্টেবল পদে সার্কুলার হয়েছে কি...........?
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কি
স্যার আমি এস এস সি তে 2.33 পায়ছি
বয়স 18/10/2000
আমি কি আবেদন করতে পারবো
আমার বয়স ১৮ নিচে যোগ্যতা এসএসসি পাস আমি কি পুলিশে আবেদন করতে পারবো
৫.৪ হবে না
৫.৪ হবে না
সাধারণ কোটায় হবে না। মুক্তিযোদ্ধ কোটায় আবেদন করতে পারবেন।
ভাই এই মহামারি সময়ের জন্য পুলিশের কোনো নিয়োগ হয়নি এক বছর। অনেকের বয়স ২০ এর বেশি হয়ে যাচ্ছে নিয়োগ আসবে আসবে করে।তাহলে সরকার কি বয়সের কোনো পরিবর্ত করবে এমন কোনো খবর কি আছে।
আপাতত বয়সের বাড়ানোর কোনো খবর আমাদের জানা নেই। এ রকম কোন আপডেট হলে আমরা পোস্টে জানিয়ে দেব।
এ এস আই পদে কি নিয়োগ দেয়?
এএসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া হয় না। এটা এটা বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত পদ।
Sir,amar birth of Date:20.11.2001 ami ki circular er date onujai Apply korte parbo....?? R plz kindly aktu bolben January month er modde circular dibe kina....??
Kobe asbe sei din j din ami police uniform ta gaye jorabo😯😇😇☺
আছা আমি আবেদন করবো কি করে। আর কখন সার্কুলার কখন দিবে?
সার্কুলার জারি হওয়ার সাথে সাথে তারিখ সহ বিস্তারিত নিয়ম জানিয়ে দেব।
আমার বয়স ১৭বছর৭মাস উচ্চতা ৫.৪ ইঞ্চি সাধারণ কোঠা
নিয়োগে উল্লেখিত তারিখে বয়স 18-20 বছর এবং উচ্চতা 5.6 ইঞ্চি হতে হবে।
সার আমি মোঃ তুষার আলী আমি ২০২০ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস এস সি পাশ করেছি আমার জন্ম তারিখ ২০/০৫/২০০০ সার আমি কি বাংলাদেশে পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবো।
নিয়োগের তারিখে আপনার বয়স 18-20 বছর হলে আবেদন করতে পারবেন।
Covid-19 er karone to 1 year kono niyog hiy ni.ei 1 year a oneker boyosh sesh hoyese.eder kotha bibechona kore ki boyosh er meyad barano hobe?? Janaben please
এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। সাধারণত বয়স বাড়ানো হয় না। তারপরও বাড়ানো হলে আমরা জানিয়ে দেব।
স্যার আমার বয়স ১৯ বছর ২ মাস মানে ২০ বছর চলমান সুতরাং আমি কনস্টেবল পদে আবেদনকরতে পারবো আর কবে পুলিশ নিয়োগ দিবে দয়াকরে করে জানিয়ে দিবেন ধন্যবাদ আমার উচ্চতা ৫"১০ ইঞ্চি স্যার
স্যার আমার বয়স ১৯ বছর ২ মাস মানে ২০ বছর চলমান সুতরাং আমি কনস্টেবল পদে আবেদনকরতে পারবো আর কবে পুলিশ নিয়োগ দিবে দয়াকরে করে জানিয়ে দিবেন ধন্যবাদ আমার উচ্চতা ৫"১০ ইঞ্চি স্যার
২০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোবিড-১৯ এর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নিয়োগ দেওয়া হবে।
মুক্তি যুদ্ধা নাতিদের জন্য এবার ১৮ থেকে ২৩ বছর করা হয়ছে নাকি
স্যার আমি ডিপ্লোমা পাস করেচি কম্পিউটার ভিবাগ
তেকে আমি কি(সাব-ইন্সপেক্টর )পদে আবেদন করতে পারব?
আমার উচ্চতা=৫.১১"আছে?
এখানে বিস্তারিত নিয়ম দেওয়া হয়েছে। পোস্টটি পড়ুন, তাহলে নিজেই বুঝতে পারবেন, আপনি আবেদন করতে পারবেন কি না?
জিপিএ 2.28 হলে কি হবে
আমার ১৩-৩-২০০১ আমি কি এবার আবেদন করতে পারবো
স্যার আমি এসএসসি তে ৪.৪০ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে উন্নিত হয়েছি আমার উচ্চতা ৫.১০ ইঞ্চি ওজন কত হতে হব,, এবং আমি কি আবেদন করতে পারবো
ওজন উচ্চতা অনুযায়ি স্বাভাবিক হতে হবে। অতিরিক্ত কম বেশি হলে সমস্যা হবে।
স্যার আমার জিপিএ 2.28 আমি কি আবেদন করতে পারব
মিনিমাম 2.5 হতে হবে।
স্যার করোনার জন্য তো অনেক ২০এর উপরে চলে গেছে সময় তাদের কথা চিন্তা করে কি একটু বয়সসীমা বাড়ানো হবে
বেচম্যান ধারুন হইছে। চালিয়ে যাও।
বেচম্যান শেষ পর্যন্ত তুমি আমারে খুজে পাইলায়...
Sir Amer Birthdate 12-05-2000 ami ki Apply korty parbo.. Please Sir Janaben. Thank You
সার কন্সেটেবল থেকে পমোশনে উপরে যাওয়া যায়
সার কন্সেটেবল থেকে পমোশনে উপরে যাওয়া যায়
কনস্টেবল থেকে প্রমোশন নিয়ে এএসপি পর্যন্ত হওয়া যায়।
স্যার সার্জেন্ট পদে নিয়োগ হবে নাকি দুই এক মাসের মধ্যে?
স্যার প্লিজ জানাবেন।
6 MAsh Ar Training Chola Kalin Thaka Khawar Koroch Kee Neja Kaa Bohon Kor Taa Hoba?
প্রশিক্ষণ চলাকালীন থাকা খাওয়া ফ্রি সুবিধা সহ মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হয়।
আসসামুআলাইকুম স্যর কনস্টেবল পদে কত জন নিয়োগ দিবে??
পুলিশ কনস্টেবল কবে নিয়গ দেবে
স্যার আমি এইবার HSC এর ২য় বর্ষের ছাত্র আমার বয়স ২০ বছর ১৫ দিন আমি কি আবেদন করতে পারবো??
এতো কিছু জানানোর জন্য,, অনেক অনেক ধন্যবাদ,,
স্যার,আমি ছোট বেলায় খেলা করতে গিয়ে আমার সামনের একটা দাঁত ভেঙ্গে নষ্ট হয়ে যায়।
এখন আমি কি পুলিশে আবেদন করতে পারি।
করতে পারবেন...
ভাই আমার জন্মতারিখ ১৫/০৯/২০০১....আমি কি আবেদন করতে পারব??
আর আমি hsc পাস করছি....
আমি কি আবেদন করতে পারব??
আবেদন করতে পারবেন...
Si poder jonno gp a koto howa lagbe
স্যার আমার দাদা ভাই পুলিশ ছিলো আমি কি উনার কোঠা দিয়ে চাকরি পাবো? প্লিজ জানাবেন
স্যার আমার দাদাভাই পুলিশ ছিলেন আমি কি উনার কোঠা দিয়ে চাকরি পাবো একটু জানাবেন প্লিজ
স্যার আমার দাদাভাই পুলিশ ছিলেন আমি কি উনার কোঠা দিয়ে চাকরি পাবো একটু জানাবেন প্লিজ
স্যার আমার দাদাভাই পুলিশ ছিলেন আমি কি উনার কোঠা দিয়ে চাকরি পাবো একটু জানাবেন প্লিজ
শুধুমাত্র পুলিশের সন্তানের ক্ষেত্রে ১০% কোঠা আছে। দাদার কোঠায় ভর্তি হওয়ার কোন সুযোগ নেই।
আসসালামু আলাইকুম,,, একটা বিষয় জানার খুব প্রয়োজন ছিল,,আমার জন্য তারিখ ২৯.১.২০০১ আমি পুলিশ কনস্টেবলে অবেদন করতে পারবো?? জানালে খুব উপকার হবে,,,আর আমার উচ্চতা ৫ ফিট ১০ আর এসএসির জিপিএ ৪.৩৩,,আর ওজন ৬৪ কেজি
চাকরির নিয়োগ হওয়ার আগে আপনার বয়স ২০ পূর্ণ হবে বিধায় আপনি আবেদন করার সুযোগ পাবেন না।
স্যার আমি ২০২০ সালে এস এস সি পরিক্ষা দিয়েছি আমাদের নিয়োগ কবে হবে আমি পুলিশের চাকরি করতে ইচ্ছুক
স্যার মুক্তিযুদ্ধার নাতিদের ক্ষেত্রে তো সবসময় ১৮-২০ বছর থাকে কিন্তু এইবার ১৮-২৩ হওয়ার কারনটা জানাবেন প্লিজ?
স্যার আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যায় ?
এসএসসিতে ২.৪৪ পেয়েছি হবে কি।
এসএসসিতে ২.৪৪পেয়েছি হবে কি
মিনিমাম 2.50 লাগবে
স্যার জানুয়ারি ও শেষ আর কবে পুলিশ কনস্টেবল সার্কুলার দিবে।।।।
স্যার নাতিদের ক্ষেত্রে তো বয়স আগের সার্কোলারে ১৮-২০ বছর ছিলো। কিন্তু এবার ব্যতিক্রম মানে ১৮-২৩ হওয়ার কারনটা বলবেন কি?
এটা সিউর না, তবে হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্যার,আমার বয়স ১৭ বছর
আমি এস.এস.সি পাশ
আমি কী পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারব
স্যার,আমার জন্ম ০১.০৩.২০০৪
আমি এ.এস.সি পাশ
আমি কী পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারব?
আবেদন করার জন্য মিনিমাম বয়স ১৮ বছর এবং সর্বোচ্ছ বয়স ২০ বছর হতে হবে। আপনি নিজেই হিসাব করে বের করতে পারবেন।
আসসালামু আলাইকুম স্যার আপনি যে নিউজটা দিলেন স্যার এটা কি সত্য নিউজ সত্যিই কি 10 তারিখে সার্কুলার টা দেয়ার কথা ছিল। আর যেহেতু 10 তারিখে সার্কুলারটি দেই নাই সেহেতু এই সার্কুলার ফেব্রুয়ারি মাসে দেবে স্যার আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম.....?
নিয়োগ দিবে কবে।
ami ki
আংকেল জানুয়ারি মাস ও তো চলে গেলো আদোও কি নিয়োগ বিজ্ঞপ্তি দিবে?
কত তারিখে প্রকাশ হবে নিয়োগ বিজ্ঞতি।
সার্কোলার কত তারিখে প্রকাশ হবে।
ভাইয়া আমি ৫ ফুট ৬ইঞ্চি থেকে একটু বেশি ৫ফুট ৬.৫০ইঞ্চি এর খাছাখাছি। তবে ৫ ফুট ৭ইঞ্চি থেকে কম।ভাইয়া শারিরীক পরিক্কায় কি বাদ পরে যাব?
অনেকে কাছ থেকে শুনলাম পুলিশ এর ফিল্ড এ নাকি হাইটের স্কেলটা একটু বারাই রাখে? ৫. ৬ হলেও নাকি বাদ করে দেই.
একটু প্লিজ জানাবেন ভাইয়া 🙏🙏
শুনা কথায় কান না দেওয়া বুদ্ধিমানের কাজ। আপনি যদি ৫ ফুট ৬ ইঞ্চি হন, তাহলে এর চাইতে বেশি উচ্চতা প্রয়োজন নেই।
কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার পর প্রোমশন পেয়ে কোন পদে যাওয়া যায় আর প্রথম অবস্থায় বেতন কত ?
কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে এএসপি পর্যন্ত হওয়া যায়। কনস্টেবল হচ্ছে ১৭তম গ্রেডের কর্মচারী।
আংকেল অনেক দিন তো হয়ে গেলো পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি কবে দিবে?
police niyoga koba deba sir 2021 sa??
স্যার দেখতে দেখতে জানুয়ারি পের হয়ে গেল। ফেব্রুয়ারি মাসে কি নিয়োগ দিবে।
কনস্টেবল থেকে কি এস আই হওয়া যায়?
এর চাইতেও বেশি হওয়া যায়।
Vai amr boyos 19 year 11 months coltece ami parbo ki aply korte
9.3.2003আমি কি পুলিশে আবেদন করতে পরব স্যার
স্যার নিয়োগ কবে দিব
২৭-০৬-২০০৩ আমি কি এপ্লাই করতে পারবো ভাইয়া
করতে পারবেন।
এস.আই নিয়োগ বিজ্ঞপ্তি কখন আসবে ভাই...???
SI পদে চাকরি শুরু করলে কোন পদ পর্যন্ত পদন্নোতি পাওয়া যাবে?? জানালে খুবই উপকার হত।
এসআই পদ থেকে পদোন্নতি পেয়ে এ্যাডিশনাল এসপি পর্যন্ত হওয়া যায়। কোন কোন ক্ষেত্রে চাকরির শেষান্তে এসপি পর্যন্ত পদোন্নতি পাওয়া সম্ভব হয়। তবে সবকিছু দক্ষতার উপর নির্ভর করবে।
ধন্যবাদ...
স্যার আমি কিছুই বুঝতে পারছিনা।February 12তারিখ আজকে। সার্কুলার কি দিবেন নাকি দিয়েদিয়েছে। বললে উপকার হবে।
কোভিড-১৯ এর কারনে নিয়োগ বন্ধ রয়েছে। নতুবা এ পর্যন্ত দুই বার নিয়োগ দেওয়া হতো।
সার্কুলার হওয়ার পর সর্বপ্রথম আমরা জানিয়ে দিব। একটু ধৈর্য্য ধারণ করুন।
আংকেল, কনস্টেবল নিয়োগ কি এই মাসে দিবে না
Bhai dekte dekte 18 mash gelo gah circular er nam o nai
আমার উচ্চতা ৫.৭।
ওজন ৫১কেজি। আমি কি চেষ্টা করতে পারব?
স্যার২০২১ সালে নিয়োগ কবে দেবে
viya constable pode niyog kokhon suro hobe plz bolen plz plz plz baiya agke 15 tarik .koitarikhe suru hobe plz bolen
স্যার আমিssc তে 4.28 পাইছি। আমার জম্ম 6-2-2004, আমার উচ্চতা 5ফুট২", ওজন 60 কেজি। আমি কি পুলিশে আবেদন করতে পারব। ওজনের জন্য কি সমস্যা হবে???
স্যার কবে সা্র্কুলার বের হবে
আমার বয়স ২৩ বছর ৩ মাস ২ দিন আমি কি পুলিশ কনেস্টবল পদে আবেদন করতে পারবো
ami abar ssc pass korechi amar point 3.83 ami ki constable a application korte parbo
ভাই আমি মুক্তিযোদ্ধা নাতনি আমার বয়স ২০ বছর ২ মাস HSC পাস করছি আমি কি পুলিশে আবেদন করতে পারবো
স্যার আর কত দিন পর নিয়োগ দিবে
আমি 5 ফিট ছয় ইঞ্চি এবং ওজন 48 কেজি আমি কি থাকবো
Carcular ki asbe Bhai.Kobe asbe??
রশিদ স্যার, কোনো ভাবেই কী আমি আবেদন করতে পারবো আমার বয়স ২২ হয়ে গেছে।।।।। স্যার আমার খুব ইচ্ছে যে আমি একজন দেশের নাগরিক হিসেবে সমাজ রাষ্ট্রের ও দেশের কল্যাণের জন্য াকাজ করবো।।।।
প্রিয় স্যার,
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দিবে কোন মাসে? 🙏
স্যার
স্যার
আমার উচ্চতা ৫.৫"। আমি কি কন্সটেবল পদে এপ্লাই করতে পারবো?
স্যার যারা এইচএসসি পাশ তারা কি কোন অগ্রাধিকার পাবে
২২-০২-২০২১ এখন কি apply করা যাবে?
এখনো সার্কুলার হয়নি। সার্কুলার হলে আবেদন করার সুযোগ হবে।
আমি SSC তে 2.56 আমি কী আবেদন করতে পারবো
স্যার আমার পুষটো কোঠা আছে আমি পুলিশ কনেষঠবলে এপলাই করবো আমি এস এস সি পাশ করছি ২০১৯ শাল আমি পুষঠো কুঠার জন্য আমি কি ছার পসবো বয়সের জন্য কত বছর ছার পাবো
ভাইয়া আসলে আমি মুক্তিযোদ্ধার নাতি আমি ssc 2018 ব্যাচ এর আমার জন্ম তারিখ টা হচ্ছে ৮/১১/২০০০ মানে ২০ বছবের কিছু অভার হয়ে গেছে করোনার কারণে ২০২০ নিয়োগ তো স্থগিত হয়ে তাহলে আমাদের কি হবে বয়স কি কয়েক মাস বারিয়ে দিবে নাকি আগে যা ছিল তাই,আমি এক সূএে জানতে পেরেছি বয়স নাকি ছয় মাস বারানো হবে,তো এই ব্যাপারে যদি কিছু বলতেন ভাইয়া,,
Niyog kobe hobe
আমার বয়স ১৯ আমি কবে লাইনে দাড়ায়তে পারবো
ভাইয়া আমার আব্বু অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য পাশাপাশি বীরমুক্তিযোদ্ধা সে ক্ষেতে কি আমি কোন Spacial সুভিদা পাবো?
শুধুমাত্র কনস্টেবল পদে ৩০% কোঠা সুবিধা পাবেন।
ভাই ২০২১ সালে পুলিশ নিয়োগ কবে প্রকাশিত হবে?
আমি কিন্তু চাই পুলিশ চাকরি কিন্তু পাই না কি করবো আমি জানি না আপনারা বলেন
স্যার কনস্টেবল এর সার্কুলারের কোন সম্ভবনা আছে কি কিছু দিনের মধ্যে?
জানালে উপকৃত হতাম,
অপেক্ষা করতে করতে তো বয়স টা পার করে ফেললাম
এই করোনার কারনে পূরূ ১ বছন পুলিশের সার্কুলার দেয় নায় যার কারনে এখন বয়স ২১ চলে আর আপনারা উপর থেকে যদি বয়স সিমা ২০ বছর ফিক্সড করে থাকেন তাহলে আমাদের অবস্থা কি হবে একবার ভেবেছেন
স্যার আমাদের সার্কুলার কবে আসবে স্যার একটু জানাবেন স্যার প্লিজ স্যার
Sir my date of birth is 30th 12 months 2001 Can I apply?
স্যার এই বছরে ও কি পুলিশ কনস্টেবল সার্কুলার দিবে না।।।। বয়স তো শেষ হয়ে গেছে
স্যার ২০২১ সালের সার্কুলার এখনো দেয় নাই?
ভাই অামি তো এসএসসি পাশ,,বয়স ২৩,,,তাহলে অামি কিভাবে এপ্লাই করব।
age moktijoddha natider jonno boyos 18-23 diya cilo akhon 18-20 kano
ভাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি কম্পিলিট করে কি এসআই নিয়োগ পরিক্ষা দেওয়া যায়।
স্যার আমার উচ্চতা ৫.৫" আমি কি এস আই হতে পারবো।২০২১ এ কি এস আই সার্কুলারএউচ্চতা বাড়ানো হবে plz স্যার যদি বলতেন খুব ভালো হতো
স্যার আমার উচ্চতা ৫.৫" আমি কি এস আই হতে পারবো।২০২১ এ কি এস আই সার্কুলারএউচ্চতা বাড়ানো হবে plz স্যার যদি বলতেন খুব ভালো হতো
স্যার পায়ে 'চাট'থাকলে apply করলে আমি টিকব?
স্যার আমি 2018 সালে ডিগ্রী পাস করেছি কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের এক পয়েন্ট কম আসার কারণে আবার ফরম পূরণ করেছি আমি কি এইবার 2121 নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি পদে আবেদন করতে পারবো সেই সময় কি আছে বলবেন প্লিজ
sir আমার বুকের মাপ ৩৬/৩৭ আমি কি পারব
আমার উচ্চতা ৫.১১ ফুট
আসসালামু আলাইকুম স্যার ২০২১ সালের কনস্টবল এর সার্কুলার এ কি বয়স বাড়ানো হবে????
স্যার আমার বয়স ২২ বছর আমি কি এস আই পদে আবেদন করতে পারবো
এসআই পদের জন্য স্নাতক ও সমমানের পাস করলেই এপ্লাই করা যাবে?এখানে কী পয়েন্ট সংক্রান্ত শর্ত আছে?
Ami 5'-7" ami ki Constable hota parbo. SSS,4.93