কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে বিজয় কিবোর্ড সবচাইতে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত
একটি কিবোর্ড। বাংলাদেশে যত ধরনের সরকারী বেসরকারী অফিস ও আদালত রয়েছে প্রায় সব
অফিসেই কম্পিউটারে বাংলা টাইপিং এর ক্ষেত্রে বিজয় কীবোর্ড ব্যবহার করা হয়ে
থাকে। বিজয় কিবোর্ডের জনপ্রিয়তার কারণ হচ্ছে বিজয় কিবোর্ড দিয়ে যেকোন ধরনের
যুক্তবর্ণ নিখুতভাবে টাইপ করা যায়।
অন্যান্য কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করা সম্ভব হলেও যুক্তবর্ণ টাইপ করার ক্ষেত্রে
অনেক সমস্যা হয়। তাছাড়া বিজয় কিবোর্ড সফটওয়ার ব্যবহার করে একসাথে Unicode এ
অনলাইনে টাইপ করার সুবিধা থাকায় কম্পিউটার টাইপিস্টরা বিজয় কিবোর্ডকে প্রথম পছন্দ
হিসেবে বেছে নেয়।

বর্তমানে বেশীরভাগ সরকারী বেসরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে
কম্পিউটারে জানার বিষয়টি উল্লেখ থাকে। এ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ লোকজন
কম্পিউটার মোটামুটি জানে কিন্তু টাইপ না জানার কারনে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন
করতে পারে না। তাছাড়া কিছু অধঃস্তন চাকরি রয়েছে (যেমন-অফিস সহকারী ও
কাম-কম্পিউটার অপারেটর) যেগুলোতে টাইপ ভালোভাবে জানা না থাকলে নিয়োগ পরীক্ষায়
অংশগ্রহন করা সম্ভব হয় না।
[post_ads]
আজকের পোস্টের শুরু দিকে আমরা বিজয় কিবোর্ডে টাইপ শেখার কিছু নিয়ম নিয়ে আলোচনা
করব। তারপর বাংলা লেখার অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার পদ্ধতিগুলো দেখব।
সবশেষে বিজয় কিবোর্ডের Layout এর মাধ্যমে অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার
একটি PDF ফাইল শেয়ার করব।
আরো পড়ুন—
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?
অধিকাংশ লোক অনলাইনে
বিজয় কিবোর্ড
এর সহজ টাইপিং পদ্ধতি খুঁজে থাকে। প্রকৃতপক্ষে সহজভাবে টাইপিং শেখার কোন নিয়ম বা
পদ্ধতি নেই। বিশেষকরে বিজয় সফটওয়ার দিয়ে টাইপিং শিখতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য্য
ধরে দীর্ঘদিন অনুশীলন করতে হবে। এ ক্ষেত্রে কেউ আপনাকে কোন ধরনের শর্টকার্ট নিয়ম
শিখিয়ে দিলেও আপনি সেই নিয়ম অনুসরণ করে পরিপূর্ণভাবে টাইপ শিখতে পারবেন না।
কোন কম্পিউটার এক্সপার্ট আপনাকে কম্পিউটারের প্রোগ্রাম ভালো করে শিখিয়ে দিতে
পারলেও আপনার অনুশীলন ছাড়া অন্য কেই টিপস দিয়ে টাইপিং শিখিয়ে দিতে পারবে না। আমি
নিজেও আপনাকে এই পোস্টের সাহায্যে টাইপ শিখাতে পারব না। আমি আপনাকে শুধুমাত্র
টাইপ প্রেকটিস করার সহজ কৌশলগুলো বলে দেব। কিন্তু আপনার ধের্য্য আর অনুশীলন ছাড়া
আমি আপনাকে টাইপ শিখাতে পারব না। তবে আশাকরি এই কৌশলগুলো আপনাকে দ্রুত টাইপ
শিখাতে অনেক হেল্প করবে।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ শেখা শুরু করবেন?
আপনি ইংরেজী টাইপ করা না জেনে প্রথমেই বাংলা টাইপ শিখতে যাবেন না। তাহলে কোনভাবে
আপনি বাংলা টাইপ শিখতে পারবেন না। বাংলা টাইপ শিখার পূর্বের অবশ্যই আপনি ভালোভাবে
ইংরেজী টাইপ আয়ত্ম করে নিবেন। যখন ইংরেজী টাইপ পুরোপুরি আয়ত্ম করে নিবেন তখন
বাংলা টাইপ করা আপনার জন্য সহজ হবে।
ইংরেজী টাইপ শেখা শুরু করার পূর্বে কিছু বিষয় জেনে নিতে হবে। কারণ টাইপের বেসিক
থিয়রি না বুঝে টাইপ করতে শুরু করলে কোন লাভ হবে। নিয়ম না মেনে টাইপ করলে সারা
জীবন টাইপ করেই যাবেন কিন্তু টাইপের গতি বৃদ্ধি পাবে না।

উপরের চিত্র হতে আপনার হাতের সবগুলো আঙ্গুল এর নাম ভালোভাবে শিখে নিন। এ বিষয়
টাইপের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও টাইপ করার সময় প্রয়োজন পড়বে।

উপরের চিত্রটি ভালোভাবে দেখুন। এখানে আপনার হতে কোন আঙ্গুল কম্পিউটার কিবোর্ডের
কোথায় বসাতে হবে সেটি নির্দেশ করছে। নিচের চিত্রটি দেখলে আপনারা আরেকটু
পরিষ্কারভাবে বুঝতে পারবেন।

উপরের চিত্রে যেভাবে কিবোর্ডে হাতের আঙ্গুল বসানো হয়েছে ঠিক সেইভাবে আপনার হাতে
প্রতিটি আঙ্গুল কিবোর্ডে বসাতে হবে। প্রথমে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল Space Bar,
তর্জনী আঙ্গুল J অক্ষরে, মধ্যমা K অক্ষরে, অনামিকা L অক্ষরে এবং কনিষ্টা P অক্ষরে
বসাতে হবে। আপনার ডান হাত দ্বারা কিবোর্ডের ডানপাশের অন্যান্য বাটনগুলো স্পর্শ
করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)। তারপর বাম হাতের বৃদ্ধা আঙ্গুল
Space Bar, তর্জনী আঙ্গুল F অক্ষরে, মধ্যমা D অক্ষরে, অনামিকা S অক্ষরে এবং
কনিষ্টা A অক্ষরে বসাতে হবে। ডান হতের মত বাম হাত দিয়েও কিবোর্ডের বামপাশে থাকা
অন্যান্য বাটনগুলো স্পর্শ করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)।
এভাবে কমপক্ষে ৭-১০ দিন প্রেকটিস করতে থাকুন। একটি জিনিস মনেরাখবেন টাইপ করার
ক্ষেত্রে হাত কিবোর্ড হতে না উঠিয়ে টাইপ করার চেষ্টা করবেন। শুরুর দিকে এ কাজটি
অনেক কঠিন মনেহলেও ধিরে ধিরে একদম পানিরমত সহজ হয়ে যাবে।
যখন আপনি ইংরেজি টাইপে দক্ষ হয়ে উঠবেন এবং কম্পিউটার কিবোর্ডের কোন বাটন কোথায়
আছে ভালোভাবে জেনে যাবেন তখন বাংলা টাইপ শুরু করবেন। বাংলা টাইপ শেখার ক্ষেত্রে
কিবোর্ডে বাংলা লেখা আছে এমন কিবোর্ড ব্যবহার করবেন। কিভাবে বিজয় কিবোর্ড দিয়ে
বাংলা টাইপ করতে হয় সে বিষয়ে বিস্তারিত নিচের টেবিলে এবং PDF ফাইলে পেয়ে যাবেন।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা টাইপিং শুরু করবেন?
সাধারণত বাজারে বিভিন্ন ধরনের বাংলা কিবোর্ড পাওয়া যায়। আপনি বাজার থেকে কেনার
সময় অবশ্যই বিজয় Layout এর একটি কিবোর্ড কিনে নিবেন। নিচের চিত্রে বিজয় কিবোর্ড
এর Layout দেখুন।

আপনার যদি কম্পিউটার না থাকে তারপরও আপনি চাইলে শুধুমাত্র একটি কিবোর্ড দিয়ে
কম্পিউটার টাইপিং শুরু করতে পারেন। তারপর মোটামুটি শিখা হয়েগেলে যেকোন কম্পিউটারে
বসে প্রেকটিস করে নিজের অভীজ্ঞতা নিজেই যাচাই করে নিতে পারবেন।

কম্পিউটারের সামনে বসে টাইপ করার ক্ষেত্রে বাকা হয়ে না বসে সোজা হয়ে বসে
কম্পিউটারের স্ক্রিনের দিকে থাকিয়ে টাইপ করার চেষ্টা করবেন। শুরুর দিকে কম্পিউটার
স্ক্রিনে থাকিয়ে টাইপ করা কঠিন মনে হতে পারে। তবে দীর্ঘদিন ধরে প্রেকটিস করতে
থাকলে আপনি নিজেও একজন অভীজ্ঞ টাইপিস্ট হয়ে উঠবেন।
[post_ads_2]
অ = Shift+F | আ = G+F | ই = G+D | ঈ = G+(Shift+D) | উ = G+S |
ঊ = G+(Shift+S) | ঋ = G+A | এ = G+C | ঐ = G+(Shift+C) | ও = X |
ঔ = G+(Shift+X) |
ক = J | খ = Shift+J | গ = O | ঘ = Shift+O | ঙ = Q |
চ = Y | ছ = Shift+Y | জ = U | ঝ = Shift+U | ঞ = Shift+I |
ট = T | ঠ = Shift+T | ড = E | ঢ = Shift+E | ণ = Shift+B |
ত = K | থ = Shift+K | দ = L | ধ = Shift+L | ন = B |
প = R | ফ = Shift+R | ব = H | ভ = Shift+H | ম = M |
য = W | র = V | ল = Shift+V | শ = Shift+M | ষ = Shift+N |
স = N | হ = I | ড় = P | ঢ় = Shift+P | য় = Shift+W |
ৎ = Shift+/ | ং = Shift+Q | ঃ = / | ঁ = Shift+7 |
া = F | ি = D | ী = Shift+D | ুূ = Shift+S | ৃ = A |
ে = C | ৈ = Shift+C | ৗ= Shift+X | রেফ = Shift+A | ্ = G (হসন্ত) |
্য = Shift+Z | ্র = Z (র-ফলা) | । = Shift+G (দাড়ি) |
দ্ম (দ+ম)= L+G+M | ট্ট (ট+ট) = T+T |
ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) | ক্ষ্ম (ক্ষ+ম) = J+G+(Shift+N)+G+M |
হ্ম (হ+ম) = I+G+M | জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I) |
ত্র (ত+র-ফলা)= k+Z | হৃ (হ+ ঋ) = I+ |
ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y | ব্ব (ব+ব) = H+G+H |
ক্র (ক+র-ফলা) = J+Z | দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H) |
ক্ম (ক+ম) = J+G+M | দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) |
গ্ম (গ+ম) = O+G+M | ঙ্ক (ঙ+ক) = Q+G+J |
ত্থ (ত+থ) = K+G+(Shift+K) | ত্ম (ত+ম) = K+G+M |
ত্র (ত+র-ফলা)= k+Z | হৃ (হ+ ঋ) = I+ |
ক্র (ক+র-ফলা) = J+Z | দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) |
ক্স (ক+স) = J+G+N | ক্ম (ক+ম) = J+G+M |
গ্ধ (গ+ধ) = O+G+(Shift+L) | গ্ম (গ+ম) = O+G+M |
ঙ্খ (ঙ+খ) = Q +G+(Shift+J) | ন্থ (ন+থ) = B+G+(Shift+K) |
ন্ধ (ন+ধ) = B+(Shift+L) | ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L) |
শ্ম (শ+ম) = (Shift+M)+G+M | ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J |
ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B) | ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M |
স্ক্র = N+G+J+Z | হ্ন (হ+ন) = I+G+B |
ন্ঠ = (Shift+B)+G+(Shift+T) | শু (শ+ু) = (Shift+M)+S |
ক্ত (ক+ত) = J+G+k | দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H) |
ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U | ঙ্গ (ঙ+গ) = Q+G+O |
শু (শ+ু) = (Shift+M)+S | ঙ্ক (ঙ+ক) = Q+G+J |
ত্ত (ত+ত) = K+G+K | ন্ম (ন+ম) = B+G+M |
ক্স (ক+স) = J+G+N | ম্ন (ম+ন) = M+G+B |
ঙ্গ (ঙ+গ) = Q+G+O | ষ্প (ষ+প) = (Shift+N)+G+R |
ঙ্খ (ঙ+খ) = Q+G+(Shift+J) | স্থ (স+থ) = N+G+(Shift+K) |
ত্ত্ব (ত+ত+ব) = K+G+K+G+H | স্ফ (স+ফ) = N+G+(Shift+R) |
ক + ট (J+G+T) = ক্ট -> ডক্টর | ক + ষ (J+G+Shift+N) = ক্ষ -> পরীক্ষা |
ক + ষ + ণ (J+G+Shift+N+G+Shift B) = ক্ষ্ণ -> তীক্ষ্ণ | ক +ষ +ম (J+G+Shift+N+G+M) = ক্ষ্ম -> সূক্ষ্ম |
ক + ষ + ব (J+G+Shift+N+G+B) = ক্ষ্ব -> সাক্ষ্বর | ক + ট + র (J+G+T+G+V ) = ক্ট্র -> অক্ট্রয় |
ক + ত (J+G+K) = ক্ত -> ডাক্তার | ক + র (J+G+V) = ক্র -> চক্র |
ক + ল (J+G+Shift+V) =ক্ল -> ক্লান্ত | ক + স (J+G+N) = ক্স -> বাক্স |
খ + র (Shift+J+G+V)= খ্র | খ + য (Shift+J+G+W) = খ্য |
খ + র (Shift+J+G+V)= খ্র | গ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য |
গ + র (O+G+V) = গ্র -> গ্রহণ | গ + ধ (O+G+Shift+L) =গ্ধ -> মুগ্ধ |
গ + ন + য (O+G+B+G+W) =গ্ন্য -> যুগ্ন্য | গ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য |
ঘ + ন (Shift+O+G+B) = ঘ্ন | ঘ + য (Shift+O+G+W)= ঘ্য |
ঘ + র (Shift+O+G+V)= ঘ্র | ঙ + খ (Q+G+Shift+J) = ঙ্খ -> শঙ্খ |
ঙ + ক = (Q+G+J) = ঙ্ক | ঙ + ক + ত (Q+G+J+G+K) = ঙ্ক্ত |
ঙ + ক + য (Q+G+J+G+W ) = ঙ্ক্য | ঙ + গ (Q+G+O) = ঙ্গ |
ঙ + গ + ঙ (Q+G+O+G+W) = ঙ্গ্য | ঙ + ম ( Q+G+M) = ঙ্ম |
চ + ছ + য (Y+G+Shift+Y+G+W) = চ্ছ্য | চ + ছ + র (Y+G+Shift+Y+G+V ) = চ্ছ্র |
চ + ব (Y+G+H)= চ্ব | চ + চ (Y+G+Y) = চ্চ |
চ + ছ (Y+G+Shift+Y) = চ্ছ | চ + ছ + ব (Y+G+Shift+Y+G+H)= চ্ছ্ব |
জ + ঞ (U+G+I) = জ্ঞ -> জ্ঞান | জ + ব (U+G+H) = জ্ব ->জ্বর |
জ + জ + ব (U+G+U+G+H) = জ্জ্ব -> উজ্জ্বল | জ + ঝ (U+G+Shift+U)= জ্ঝ |
জ + ঘ + য (U+G+Shift+O+G+W)= জ্ঘ্য | ঞ + চ (I+G+Y) = ঞ্চ -> কাঞ্চন |
ঞ + ছ (Shift+I+G+Y)= ঞ্ছ | ঞ + জ (Shift+I+G+U) =ঞ্জ -> ইঞ্জিল |
ঞ + চ ( Shift+I+G+Y) =ঞ্চ | ট + ট (T+G+T) = ট্ট -> চট্টগ্রাম |
ট + ম (T+G+M) = ট্ম -> কুট্মল | ট + ব (T+G+H) = ট্ব -> খট্বা |
ড + ব (E+G+H)= ড্ব | ড + য (E+G+W)= ড্য |
ড + র (E+G+V)= ড্র | ঢ + য (E+G+W) = ঢ্য |
ঢ + য (Shift+E+G+W)= ঢ্য | ঢ + র (Shift+E+G+W) = ঢ্র |
ণ + ঠ (Shift+B+G+Shift+T) = ণ্ঠ -> কণ্ঠ | ণ + য় (B+G+W) = ণ্য |
ণ + ণ (B+G+B) = ণ্ণ | ণ + ড + র (Shift+B+G+E+G+V)= ন্ড্র |
ত + ন (K+G+B) = ত্ন | ত + ত + য (K+G+K+G+W) = ত্ত্য |
ত + র + য (K+G+V+G+W)= ত্র্য ->ত্র্যন | ত + ব (K+G+H)= ত্ব |
ত + থ (K+G+Shift+K) = ত্থ | থ + ব (Shift+K+G+H) = থ্ব |
থ + য (Shift+K+G+W) = থ্য -> কথ্য | থ + র (Shift+K+G+V) = থ্র -> থ্রি |
দ + ব (L+G+H) = দ্ব | দ (Shift+S) = দূ -> দূত |
দ + দ + ব (L+G+L+G+H) = দ্দ্ব | দ + ধ (L+G+Shift+L) =দ্ধ -> বিদ্ধা |
দ + ভ ( L+G+Shift+H) = দ্ভ -> অদ্ভুত | দ + ম (L+G+M) = দ্ম |
ধ + ন (Shift+L+G+B) = ধ্ন | ধ + য (Shift+L+G+W) = ধ্য |
ধ + র (Shift+L+G+V) = ধ্র | ন + ট (B+G+T) = ন্ট |
ন + ট + য (B+G+T+G+W) = ন্ট্য | ন + ড + র (B+G+E+G+V) = ন্ড্র |
ন + ড (B+G+E)= ন্ড | ন + ত + ব (N+G+K+G+H) = ন্ত্ব |
ন + ত + র + য (B+G+K+G+V+G+W) = ন্ত্র | ন + থ (B+G+I) = ন্থ |
ন + দ ( B+G+L) = ন্দ | ন + দ + র (B+G+L+G+V) = ন্দ্র |
ন + ধ + য (B+G+Shift+L+G+W) = ন্ধ্য | প + ট (R+G+T) = প্ট |
প + র (R+G+V) = প্র | প + য (R+G+W ) = প্য |
ফ + ল (Shift+R+G+Shift+V) = ফ্ল | ফ + ব (Shift+R+G+H) = ফ্ব |
ফ + র (Shift+R+G+V) = ফ্র | ব + ধ (H+G+Shift+L) = ব্ধ |
ব + দ (H+G+L)= ব্দ | ব + ধ (H+G+Shift+L)= ব্ধ |
ব + ব (H+G+H) = ব্ব | ব + ল (H+G+Shift+V) = ব্ল |
ভ + র (Shift+H+G+V) = ভ্র -> ভ্রমন | ভ + ব (Shift+H+G+H) = ভ্ব |
ম + প + র (M+G+R+G+V) = ম্প্র | ম + ভ (M+G+Shift+H) = ম্ভ |
ম + ল (M+G+Shift+V) = ম্ল | য + র (W+G+V) = য্র |
র + ক (V+G+J) = র্ক | র + ত + র (V+G+K+G+R) = র্ত্র |
র + ম (V+G+M) = র্ম | র + জ + য (V+G+U+G+W) = র্জ্য |
র + ত + র (V+G+K+G+V) = র্ত্র | র + ধ + ব (V+G+Shift+L+G+H) = র্ধ্ব |
র + শ + ব (V+G+Shift+M+G+H) = র্শ্ব | ল + ল (Shift+V+G+Shift+V) = ল্ল |
ল + ব (Shift+V+G+H) = ল্ব | ল + য (Shift+V+G+W) = ল্য |
শ + ন (Shift+M+G+B) = শ্ন | শ + র (Shift+M+G+V) = শ্র |
শ + ম (Shift+M+G+M) = শ্ম | ষ + ট(Shift+N+G+T) = ষ্ট |
ষ + ঠ (Shift+N+G+Shift+T) = ষ্ঠ -> শ্রেষ্ঠ | ষ + ণ (Shift+N+G+Shift+B) = ষ্ণ -> কৃষ্ণ |
স + ট + র (N+G+T+G+V) = স্ট্র | স + ত + র (N+G+K+G+V) = স্ত্র |
স + ত + ব (N+G+K+G+H) = স্ত্ব | স + থ (N+G+Shift+K) = স্থ -> স্থান |
স + থ + য (N+G+Shift+K+G+W) = স্থ্য ->স্বাস্থ্য | স + ব (N+G+H) = স্ব |
হ + ম (I+G+M) = হ্ম | হ + ন (I+G+B) = হ্ন |
হ+ র (I+Z) = হ্র |
বাংলা স্বরবর্ণ টাইপ করার নিয়ম
বাংলা ভাষায় মোট ১১টি স্বরবর্ণ আছে। বাংলা টাইপ শেখার ক্ষেত্রে প্রথমে স্বরবর্ণ
দিয়ে বাংলা টাইপ শেখা শুরু করবেন। বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে স্বরবর্ণ টাইপ করতে
হয় তা নিচে দেওয়া হল। অ ছাড়া বাকি সব স্বরবর্ণ নেয়ার জন্য শুরুতে G চাপতে হয়।
বাংলা স্বরবর্ণ | টাইপ করার নিয়ম |
---|---|
অ | Shift+F |
আ | G+F |
ই | G+D |
ঈ | G+(Shift+D) |
উ | G+S |
ঊ | G+(Shift+S) |
ঋ | G+A |
এ | G+C |
ঐ | G+(Shift+C) |
ও | X |
ঔ | G+(Shift+X) |
বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপ করার নিয়ম
বাংলা স্বরবর্ণ শেখা ভালোভাবে শেষ হয়ে গেলে তখন আপনি কীবোর্ড দিয়ে বাংলা
ব্যঞ্জন বর্ণ শেখা শুরু করবেন। যখন আপনি বাংলা স্বরবর্ণ ভালোভাবে আয়ত্ম করে
নিতে পারবেন তখন ব্যঞ্জনবর্ণ শেখা আপনার জন্য সহজ হবে। নিচে দেখুন-
বাংলা ব্যঞ্জনবর্ণ | টাইপ করার নিয়ম |
---|---|
ক | J |
খ | Shift+J |
গ | O |
ঘ | Shift+O |
ঙ | Q |
চ | Y |
ছ | Shift+Y |
জ | U |
ঝ | Shift+U |
ঞ | Shift+I |
ট | T |
ঠ | Shift+T |
ড | E |
ঢ | Shift+E |
ণ | Shift+B |
ত | K |
থ | Shift+K |
দ | L |
ধ | Shift+L |
ন | B |
প | R |
ফ | Shift+R |
ব | H |
ভ | Shift+H |
ম | M |
য | W |
র | V |
ল | Shift+V |
শ | Shift+M |
ষ | Shift+N |
স | N |
হ | I |
ড় | P |
ঢ় | Shift+P |
য় | Shift+W |
ৎ | Shift+/ |
ং | Shift+Q |
ঃ | / |
ঁ | Shift+7 |
বিরাম চিহ্ন টাইপ করার নিয়ম
কার চিহ্ন বা বিরাম চিহ্ন ছাড়া বাংলা টাইপ করা যায় না। যে কোন বাংলা বাক্য
লিখতে হলে আপনাকে অবশ্যই কার চিহ্ন বা বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। আপনি যখন
স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শেখা শেষ হবে তখন কার চিহ্ন টাইপ করা শুরু করবেন।
নিচে দেখুন-
বাংলা কার চিহ্ন | টাইপ করার নিয়ম |
---|---|
া | F |
ে | C |
ি | D |
ী | Shift+D |
ু | S |
ূ | Shift+S |
ৃ | A |
ৈ | Shift+C |
ৗ | Shift+X |
রেফ | Shift+A |
্ | G (হসন্ত) |
্য | Shift+Z |
্র | Z (র-ফলা) |
। | Shift+G (দাড়ি) |
যুক্তবর্ণ টাইপ করার নিয়ম
বাংলা ভাষায় অসংখ্য যুক্তবর্ণ রয়েছে। সাধারণত বাংলা টাইপ করার সময় সচরাচর যে
সকল যুক্তাক্ষর প্রয়োজন হয় তার প্রায় সবগুলো যুক্ত অক্ষর এখানে শেয়ার করে দেওয়া
হল। আশাকরি এই য়ুক্তাক্ষরগুলো শিখলে আর কোন যুক্তবর্ণের প্রয়োজন হবে না।
বাংলা যুক্তবর্ণ | টাইপ করার নিয়ম |
---|---|
দ্ম (দ+ম) | L+G+M |
ক্ষ (ক+ষ) | J+G+(Shift+N) |
হ্ম (হ+ম) | I+G+M |
ত্র (ত+র-ফলা) | k+Z |
ঞ্চ (ঞ + চ) | (Shift+I)+G+Y |
ক্র (ক+র-ফলা) | J+Z |
ক্ম (ক+ম) | J+G+M |
গ্ম (গ+ম) | O+G+M |
ত্থ (ত+থ) | K+G+(Shift+K) |
ত্র (ত+র-ফলা) | k+Z |
ক্র (ক+র-ফলা) | J+Z |
ক্স (ক+স) | J+G+N |
গ্ধ (গ+ধ) | O+G+(Shift+L) |
ঙ্খ (ঙ+খ) | Q +G+(Shift+J) |
ন্ধ (ন+ধ) | B+(Shift+L) |
শ্ম (শ+ম) | (Shift+M)+G+M |
ষ্ণ (ষ+ণ) | (Shift+N)+G+(Shift+B) |
স্ক্র | N+G+J+Z |
ট্ট (ট+ট) | T+T |
ক্ষ্ম (ক্ষ+ম) | J+G+(Shift+N)+G+M |
জ্ঞ (জ+ঞ) | U+G+(Shift+I) |
হৃ (হ+ ঋ) | I+ |
ব্ব (ব+ব) | H+G+H |
দ্ভ (দ+ভ) | L+G+(Shift+H) |
দ্ধ (দ+ধ) | L+G+(Shift+L) |
ঙ্ক (ঙ+ক) | Q+G+J |
ত্ম (ত+ম) | K+G+M |
হৃ (হ+ ঋ) | I+ |
দ্ধ (দ+ধ) | L+G+(Shift+L) |
ক্ম (ক+ম) | J+G+M |
গ্ম (গ+ম) | O+G+M |
ন্থ (ন+থ) | B+G+(Shift+K) |
ব্ধ (ব+ধ) | H+G+(Shift+L) |
ষ্ক (ষ+ক) | (Shift+N)+G+J |
ষ্ম (ষ+ম) | (Shift+N)+G+M |
হ্ন (হ+ন) | I+G+B |
ন্ঠ | (Shift+B)+G+(Shift+T) |
ক্ত (ক+ত) | J+G+k |
ঞ্জ (ঞ + জ) | (Shift+I)+G+U |
শু (শ+ু) | (Shift+M)+S |
ত্ত (ত+ত) | K+G+K |
ক্স (ক+স) | J+G+N |
ঙ্গ (ঙ+গ) | Q+G+O |
ঙ্খ (ঙ+খ) | Q+G+(Shift+J) |
ত্ত্ব (ত+ত+ব) | K+G+K+G+H |
শু (শ+ু) | (Shift+M)+S |
দ্ভ (দ+ভ) | L+G+(Shift+H) |
ঙ্গ (ঙ+গ) | Q+G+O |
ঙ্ক (ঙ+ক) | Q+G+J |
ন্ম (ন+ম) | B+G+M |
ম্ন (ম+ন) | M+G+B |
ষ্প (ষ+প) | (Shift+N)+G+R |
স্থ (স+থ) | N+G+(Shift+K) |
স্ফ (স+ফ) | N+G+(Shift+R) |
বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF Download
পোস্টের শুরুর দিকে বলেছিলাম যে, পোস্টের শেষের অংশে আমরা বিজয় কিবোর্ড দিয়ে
বাংলা লেখার নিয়ম এর PDF ফাইল শেয়ার করব। আমাদের PDF ফাইলটি SuttonyMJ ফন্টে
তৈরি করা হয়েছে। আপনি চাইলে এটি PDF ফাইল এর পাশাপাশি MS Word ফরমেটের ফাইলটি
ডাউনলোড করে নিতে পারেন।
বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম এর PDF Download করতে হলে আমাদের পোস্ট ফেইসবুক
এ শেয়ার করতে হবে। ফেইসবুক শেয়ার করলেই লক করা অপশনটি অটোমেটিক সরে যাবে এবং
ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। আসলে আমরা চাই আপনার একটি শেয়ার এর মাধ্যমে অন্যরা
যাতে আমাদের পোস্টটি পড়ে উপকৃত হতে পারে।
[lock]Download PDF[/lock]
FAQs
-
ক্ষ কিভাবে লেখে?
ক্ষ লেখার জন্য প্রথমে বিজয় কী-বোর্ড বাংলা করে নিতে হবে। তারপর ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) টাইপ করলে ক্ষ অক্ষর লেখা হয়ে যাবে। আসলে এই অক্ষরটি (ক+ক) নয়। প্রকৃতপক্ষে এটা হচ্ছে ক+ষ। -
হ্ম কিভাবে লিখতে হয়?
এই হ্ম অক্ষরটি দেখতে অনেকটা জঠিল লাগে। সেই জন্য অনেকে মনেকরে এটির মধ্যে অনেকগুলো অক্ষর আছে। প্রকৃতপক্ষে এটা হচ্ছে (হ+ম)। এই অক্ষর হ্ম (হ+ম) = I+G+M লিখলে সহজে হয়ে যায়। -
জ্ঞ কিভাবে লিখতে হয়?
জ্ঞ লেখার জন্য আপনাকে (জ+ঞ) টাইপ করতে হবে। এ ক্ষেতে গতানুগতিকভাবে আমরা যেভাবে অক্ষর টাইপ করি সেই ভাবে জ লিখে সংযুক্ত ঞ লিখলে জ্ঞ অক্ষর টাইপ হয়ে যাবে। -
ন্ত্র কিভাবে লেখে?
প্রথমে জানতে হবে এটির মধ্যে কোন কোন অক্ষর আছে। তাহলে আপনি সহজে লেখতে পারবেন। এটি ভাঙ্গলে দাড়ায় ন+ত+্র। এখ নিশ্চয় আপনি খুব সহজে "ন্ত্র" যুক্ত বর্ণটি টাইপ করতে পারবেন। -
ণ্ঠ যুক্তবর্ণ কিভাবে টাইপ করতে হয়?
এই যুক্তবর্ণটির মধ্যে ণ+ঠ রয়েছে। কাজেই (Shift+N)+G+Shift+T টাই করলেই ণ্ঠ যুক্তবর্ণ টাইপ হবে। আসলে যেকোন যুক্তবর্ণের মধ্যে কোন কোন অক্ষর আছে তা জানলে যুক্তবর্ণ টাইপ করা সহজ হয়
শেষ কথা
বিজয় কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কার ও বিরাম চিহ্ন সহ প্রায় সকল
ধরনের বাংলা যুক্তবর্ণ টাইপ করার নিয়ম সঠিক ও নির্ভূলভাবে শেয়ার করার চেষ্টা
করেছি। আশাকরি আপনি এই শীট থেকে বাংলা টাইপ শেখার ক্ষেত্রে উপকৃত হতে পেরেছেন। এই
শীটের মধ্যে কোন ধরনের ভূলত্রুটি থাকলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
তাহলে আমরা পুনরায় সংশোধন করে দিব।
[no_toc]
screen shoot diye felechi. share dei ni.
ReplyDeleteকোন সমস্যা নেই, যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই নিতে পারেন।
Deletesabbirahmedbangla2016@gmail.com PDF File Ta Mail koren Please
DeleteCheck your mail inbox...
DeleteVai, pdf file amar lagba.
Deletemdrobi0086@gmail.com
iubathowai@gmail.com
Deleteয-ফলা এবং 'ক্ষ'কোনো ভাবেই লিখতে পারছি না
ReplyDeleteচার্টে যেভাবে নিয়ম দেওয়া আছে, ঠিক সেইভাবে চেষ্টা করুন। অবশ্যই পারবেন...
Deleteভাই শেয়ারকরেছি কিন্তু pdf download হচ্ছে লিনক টা তো পাচ্ছি না।।
Deleteআপনার ইমেইল এড্রেস দেন, পাঠিয়ে দিচ্ছি...
Deleteআমার ফেনবুকে শেয়ার করলাম কিন্তু ডাউনলোড এর লিংক পাচ্ছি না কেন?
ReplyDeleteফেসবুকে শেয়ার করার পর আপনার শেয়ার করার লিংকে ক্লিক করে পোস্টের ডাউনলোড সেকশনে আসলে লিংক পেয়ে যাবেন।
Deleteতারপরও না পেলে আপনার ইমেইল এড্রেস দেন, আমরা আপনাকে ইমেইলে পাঠিয়ে দেব।
স্যার পিডিএফ ফাইল টা ডাউনলোড করা যাচ্ছে না এ মোবাইলের মাধ্যমে।
ReplyDeleteসমস্য নাই, আপনার ইমেল এড্রেস দেন। আমরা আপনার ইমেইলে পাঠিয়ে দেব।
Deletesir pdf file download dite parcina, kivabe nite parbo janben plz
Deletejual12360@gmail.com এই ইমেল এডেসে পিডিএফ ফাইলটা দেন
ReplyDeletecheck your email inbox
Deleteশেয়ার করলাম কিন্তু হচ্ছে না
ReplyDeleteলিংক না পেলে আপনার ইমেইল এড্রেস দেন, আমরা ইমেইলে পাঠিয়ে দেব
Deletenayimislam334@gmail.com
DeleteCheck you mail inbox
Deleteshakilbd42@gmail.com
ReplyDeletePdf File ta mail koran plz :)
আপনার ইমেইল এড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Deleteফেসবুকে সেয়ার করলাম কিন্তু ডাউনলোড অবশন পাচ্ছি না....সেয়ার লিংক থেকে ও আসে না
ReplyDeleteলক করার অপশনে নিয়ম দেওয়া আছে। নিয়ম ফলো করে শেয়ার করলে লিংক পেয়ে যাবেন।
Deleteussomun321@gmail.com
ReplyDeleteপিডিএপ ফাইলটা মেইল করুন প্লিজ
ReplyDeletetechguruhelpcenter1@gmail.com
Check your mail inbox
Deleteussomun321@gmail.com
ReplyDeleteCheck your mail inbox
Deleteahmed157150@gmail
ReplyDeleteCheck your mail inbox
Deleteshangumamun@gmail.com
ReplyDeleteplz send me pdf
Check your mail inbox
Deletegrateful to you.
ReplyDeleteThank you...
Deleteshare dilam kintu astecena email adress tai padhale onk help hotomdsajidhasan532@gmail.com
ReplyDeleteCheck you email inbox
Deleteআপনার ইমেইল এড্রেস ভূল। সঠিক এড্রেস দেন, আবার পাঠিয়ে দেব। ধন্যবাদ...
Deletevai download to korte partaci na
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন, পাঠিয়ে দিচ্ছি।
Deleteplease send me sharifce212@gmail.com
ReplyDeletecheck you mail inbox
Deleteplease send my email swomitro55
ReplyDelete@gmail.com
please send my email swomitro55@gmail.com
ReplyDeleteআপনার ইমেল চেক করুন...
Deleteascha typing kore ki online tkeke taka income kora jabe
ReplyDeleteলেখালেখি করে অনলাইন থেকে আয় করার অনেক ধরনের উপায় রয়েছে। সুতরাং লেখালেখি করে আয় করতে হলে অবশ্যই টাইপিং শিখতেই হবে।
Deleteো কার লেখার নিয়ম কি? ো কার লিখতে পারছি না।ও কার
ReplyDeleteপ্রথমে এ-কার লিখবেন, তারপর অক্ষর, এর পর আ-কার লিখবেন। যেমন-কো লেখার ক্ষেত্রে, C+J+F
Deleteভাই আমাকে পিডিএফফাইল টা দিন। hasanrasheddesh@gmai.com
ReplyDeleteCheck your mail inbox
DeleteThank you...
ফেসবুকে শেয়ার করার পরও ডাউনলোড অপশন আসেনি, কিভাবে পেতে পারি জানাবেন কি?
ReplyDeleteইমেইল এড্রেস দেন, পাঠিয়ে দিচ্ছি।
Deleteshare korar por o download option aseni kivabe pabo..
ReplyDeleteSend your email address
Deletemdnirobislam790@gmail.com
ReplyDeleteCheck your mail inbox...
DeleteShare koresi, Download option to aseni?
ReplyDeletesalmarumi2300@gmail.com
Check your mail inbox...
Deletevai ami share korar por o download korte parsi na
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন, আমরা পাঠিয়ে দিচ্ছি।
Deleterimontelecom1997@gmail.com
Deleterimontelecom1997@gmail.com
ReplyDeleteCheck your mail inbox...
Deleteআমি ফেসবুক সিয়ার করেছি কিন্তু download করতে পারছিনা। please help me 🙏🙏😭
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন, আমরা পাঠিয়ে দেব।
Deleteধন্যবাদ...
আমি ফেসবুকে সেয়ার করেছি কিন্তু ডাউনলোড লিংক পাচ্ছি না৷ প্লিজ আমার ইমেইলে সেন্ড করেন৷ shahaburrahman123@gmail.com
ReplyDeleteshare korechi but download link pacchi na. shahaburrahman123@gmail.com please send PDF file to this email. Thanks
ReplyDeleteCheck your mail inbox...
DeletePlease send the pdf to the following address -farid20.ullah@gmail.com
ReplyDeleteআপনার ইমেইল চেক করুন, PDF ফাইল পাঠিয়ে দিয়েছি।
Deleteশেয়ার করার পরেও ডাউনলোড করতে পারছিনা।
ReplyDeleteEmail: maruf.hossain.g1@gmail.com
শেয়ার করার পরেও ডাউনলোড করতে পারছিনা।
ReplyDeleteEmail: maruf.hossain.g1@gmail.com
Check your mail inbox...
Deletesir aita download er link pacci na to
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন, পাঠিয়ে দিচ্ছি...
Deleteডাউনলোড এর লিঙ্ক কই?
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন, পাঠিয়ে দেওয়া হবে।
Deleteভাই পাঠাবেন কি ওয়ার্ড ফাইলটি
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন, আমরা PDF ফাইল পাঠিয়ে দেব।
Deletepdf file koja parce nha
ReplyDeletepdf file koja parce nha...
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন, পাঠিয়ে দেব।
Deleteধন্যবাদ...
PDF ফাইল দিন প্লিজ,, tonyhosain987@gmail.com
ReplyDeleteআপনার ইমেইল চেক করুন...
DeleteSir,Pls send pdf file.
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন, পাঠিয়ে দিচ্ছি...
Deletesir,
ReplyDeleteplease send PDF file.
shahidul@epicpl.com
আপনার ইমেইল চেক করেন, পিডিএফ ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে।
Deletepls send pdf file
ReplyDeleteemonh0807@gmail.com
Check your email inbox, we send a mail.
DeleteThank you...
কার্যালয় বানান লিখতে পারছি না
ReplyDeleteর্য = W+Shift A
DeletePls send the pdf file
ReplyDeletepurnenduhalder123.ph@gmail.com
check your mail inbox...
Deleteridoy likhbo kivabe?? pls
ReplyDeleteহৃ = I+A
Deleteসম্পুর্ন পিডিএফ টা আমাকে পাঠাইয়া দেন
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন, পাঠিয়ে দিচ্ছি
DeletePFF FILE DIN
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন, পাঠিয়ে দিচ্ছি...
DeletePlease Send Me pdf File "smsagorahmed2528@gmail.Com"
ReplyDeleteআপনার ইমেইল চেক করুন
DeletePlease send me the link, bangla typing pdf
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন, পাঠিয়ে দিচ্ছি...
DeletePdf ফাইল তার লিংক টা একটু পাঠায় দেন।
ReplyDeleteSend your email adress
DeletePlease send me the pdf file
ReplyDeletebmridoy23@gmail.com
আপনার ইমেইল এড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Deletepls vai send me pdf file
ReplyDeleteMy email: Mshadin365@gmail.com
আপনার ইমেইল চেক করুন
Deletecreativeit1731@gmail.com......পিডিএফ প্লিজ
ReplyDeleteআপনার ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে
DeletePls email a pdf file ta den pls
ReplyDeletemafinmafinn@gmail.com
Check you mail inbox...
Deletevai pdf file diben
ReplyDeleteashik2012bd@gmail.com
Check your mail inbox...
DeletePlease give me pdf link..
ReplyDeleteE-mail: abdussafi999@gmail.com
আপনার ইমেইল এড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে...
Deletepdf ta email koren.
ReplyDeletelitonsarkar01777@gmail.com
check your mail inbox
Deleteplease send this file : smd965634@gmail.com
ReplyDeletepdf ta akto dn.
ReplyDeletefahim4570@gmail.com
Check your mail inbox
Deleteshaifuddin039@gmail.com pdf ta send korben
ReplyDeleteআপনার মেইল এর ইনবক্স চেক করুন...
Deletedurjoysaha39@gmail.com pdf plz
ReplyDeleteআপনার মেইল এড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে
Deletefutureoffice60@gmail.com ডাউনলোড লিংক দেওয়া যাবে কি
ReplyDeleteআপনার মেইলে পাঠানো হয়েছে...
Deleteraju.frank2016@gmail.com please send me pdf
ReplyDeleteমেইল চেক করুন, পাঠিয়ে দেওয়া হয়েছে।
Deletekabir_nahid@yahoo.com
ReplyDeleteপাঠিয়ে দেওয়া হয়েছে...
DeletePlease give me this is Email: jikrullah2013@gmail.com
ReplyDeleteআপনার ইমেইল চেক করুন।
Deleteধন্যবাদ...
ভাই দয়া করে আমার মেইলে পিডিএফ ফাইলটা দিবেন।
ReplyDeletezahanggir5030ru@gmail.com
পিডিএফ ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে।
Deleteভাই দয়া করে আমার মেইলে পিডিএফ ফাইলটা দিবেন।
ReplyDeleteramudatta@yahoo.com
পাঠানো হয়েছে...
Deleteভাই আমি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছিনা দয়া করে আমার ইমেইলে পাঠিয়ে দিলে উপকার হয়
ReplyDeleteভাই আমি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারিনি আপনি দয়া করে আমার মেইলে পাঠিয়ে দিলে অনেক উপকার হয় tazcomputer04@gmail.com
ReplyDeleteভাই দয়া করে আমার ইমেইলে পিডিএফ ফাইলটা পাঠালে উপকার হয় tazcomputer04@gmail.com
ReplyDeleteপিডিএফ ফাইল আপনার মেইল এড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Deleteআমি শেয়ার করলাম কিন্তু ফাইল পাইলামনা ভাই??
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন, পাঠিয়ে দিচ্ছি...
Deletekibria800@gmail.com
ReplyDeleteCheck your mail...
Deleteabdullahalparvez143@gmail.com
ReplyDeleteFacebook a share korchilam link unlock hoyni. mahmudr294@gmail.com mail kore diben please.
ReplyDeleteআপনার ইমেইল চেক করুন...
Deleterony081240@gmail
ReplyDeleteakashmahmud055@gmail.com
ReplyDeleteআমাকেও দয়া করে সেন্ড করেন পিডিএফ ফাইল
আপনার প্রদত্ত মেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে
DeletePDF ফাইল দেওয়া যাবে৷
ReplyDeleteআপনার ইমেইল এড্রেস দেন। তাহলে অবশ্যই পাঠিয়ে দেব।
Deleteআমাকে দয়া করে পিডিএফ ফাইলটা দিবেন,
ReplyDeleterahathossainbd53@gmail.com
পিডিএফ ফাইল পাঠানো হয়েছে...
Deleteভাই শেয়ার করলাম কিন্ত ডাউনলোড হয় নি।
ReplyDeleteprasanjitadhikary1@gmail.com আমার ইমেইলে দয়া করে পাঠান, আমি শেয়ার করেও কোন লিংক পাচ্ছিনা ডাউনলোডে।
ReplyDeleteআপনার মেইল চেক করেন...
Deleteডাউনলোড লিংক দেন
ReplyDeleteabir.raihan@inbox.lv
ReplyDeleteআপনার মেইল চেক করুন, পাঠিয়ে দেওয়া হয়েছে।
Deleteatbmi2001@gmail.com
ReplyDeleteআপনার মেইলে পাঠানো হয়েছে...
Deletepls, Send Me a pdf Copy in my E-mail.....
ReplyDeletegmtariquzzaman@gmail.com
Thanks
আপনার মেইলে পাঠানো হয়েছে, মেইল চেক করে দেখুন
Deleteamar ta download hocche na
ReplyDeleteEkru pdf ta pathiye diten
nadimmd682@gmail.com
amar tay ektu pathay diten
ReplyDeletenadimmd682@gmail.com
আপনার মেইল এড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে
Deletepdf ta patyhiye diben plz
ReplyDeleteahmedabir9182@gmail.com
pdf ta patyhiye diben plz
ReplyDeleteahmedabir9182@gmail.com
আপনার মেইল চেক করুন, পিডিএফ ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে।
DeletePDF File Ta Mail koren Please
ReplyDeletemhhasanmahmud691@gmail.com
iftekheroslam6@gmail.com
ReplyDeletepls share pdf file
shajid729@gmail.com
ReplyDeleteপাঠানো হয়েছে
Deleteপারছিনা।
ReplyDeletesolaimanmahamud@gmai.com
ডাউনলোড হচ্ছে না, দয়াকরে মেইল করুন
ReplyDeleteroy.bipul7@gmail.com
Pdf file Link
ReplyDeleteপাঠানো হয়েছে
ReplyDeleterasel.bru.ete@gmail.com
ReplyDeletephhridoy57@gmail.com
ReplyDeleteবিজয় বায়ান্ন কি বোর্ড এর ডাউনলোড লিংক শেয়ার করা যাবে প্লিজ
ReplyDeleteআপনার মেইল এড্রেস দেন, আমরা পাঠিয়ে দিব
Deleteredoyanislam0@gmail
ReplyDeleteVhai aslo na share korlam, amar Email: mdsaidulislam523@gmail.com
ReplyDeletechowdhury_net@yahoo.com
ReplyDeleteplz send me pdf file below email id. milon.hossain1283@gmail.com
ReplyDeleteপিডিএফ ফাইল আপনার মেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে
DeletePlease send me also.
ReplyDeleteemselimahmed@gmail.com
plz send me pdf file
ReplyDeletenazmul.hossain73@gmail.com
পিডিএফ ফাইল আপনার মেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Deleteplz sent me pdf file
ReplyDeletemdraihankobir66@gmail.com
Vai share korchi kintu unlock hoy na.
ReplyDeletemdzahidul6471@gmail.com
ReplyDeletePlease sir
iubathowai@gmail.com
বিজয় পিডিএফ ফাইফ আপনার মেইল এড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে
Deleteল্ল লিখবো কিভাবে বিজয় থেকে?
ReplyDelete