বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF
কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে বিজয় কিবোর্ড সবচাইতে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত
একটি কিবোর্ড। বাংলাদেশে যত ধরনের সরকারী বেসরকারী অফিস ও আদালত রয়েছে প্রায় সব
অফিসেই কম্পিউটারে বাংলা টাইপিং এর ক্ষেত্রে বিজয় কীবোর্ড ব্যবহার করা হয়ে
থাকে। বিজয় কিবোর্ডের জনপ্রিয়তার কারণ হচ্ছে বিজয় কিবোর্ড দিয়ে যেকোন ধরনের
যুক্তবর্ণ নিখুতভাবে টাইপ করা যায়।
অন্যান্য কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করা সম্ভব হলেও যুক্তবর্ণ টাইপ করার ক্ষেত্রে
অনেক সমস্যা হয়। তাছাড়া বিজয় কিবোর্ড সফটওয়ার ব্যবহার করে একসাথে Unicode এ
অনলাইনে টাইপ করার সুবিধা থাকায় কম্পিউটার টাইপিস্টরা বিজয় কিবোর্ডকে প্রথম পছন্দ
হিসেবে বেছে নেয়।
বর্তমানে বেশীরভাগ সরকারী বেসরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে
কম্পিউটারে জানার বিষয়টি উল্লেখ থাকে। এ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ লোকজন
কম্পিউটার মোটামুটি জানে কিন্তু টাইপ না জানার কারনে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন
করতে পারে না। তাছাড়া কিছু অধঃস্তন চাকরি রয়েছে (যেমন-অফিস সহকারী ও
কাম-কম্পিউটার অপারেটর) যেগুলোতে টাইপ ভালোভাবে জানা না থাকলে নিয়োগ পরীক্ষায়
অংশগ্রহন করা সম্ভব হয় না।
আজকের পোস্টের শুরু দিকে আমরা বিজয় কিবোর্ডে টাইপ শেখার কিছু নিয়ম নিয়ে আলোচনা
করব। তারপর বাংলা লেখার অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার পদ্ধতিগুলো দেখব।
সবশেষে বিজয় কিবোর্ডের Layout এর মাধ্যমে অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার
একটি PDF ফাইল শেয়ার করব।
আরো পড়ুন—
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?
অধিকাংশ লোক অনলাইনে
বিজয় কিবোর্ড
এর সহজ টাইপিং পদ্ধতি খুঁজে থাকে। প্রকৃতপক্ষে সহজভাবে টাইপিং শেখার কোন নিয়ম বা
পদ্ধতি নেই। বিশেষকরে বিজয় সফটওয়ার দিয়ে টাইপিং শিখতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য্য
ধরে দীর্ঘদিন অনুশীলন করতে হবে। এ ক্ষেত্রে কেউ আপনাকে কোন ধরনের শর্টকার্ট নিয়ম
শিখিয়ে দিলেও আপনি সেই নিয়ম অনুসরণ করে পরিপূর্ণভাবে টাইপ শিখতে পারবেন না।
কোন কম্পিউটার এক্সপার্ট আপনাকে কম্পিউটারের প্রোগ্রাম ভালো করে শিখিয়ে দিতে
পারলেও আপনার অনুশীলন ছাড়া অন্য কেই টিপস দিয়ে টাইপিং শিখিয়ে দিতে পারবে না। আমি
নিজেও আপনাকে এই পোস্টের সাহায্যে টাইপ শিখাতে পারব না। আমি আপনাকে শুধুমাত্র
টাইপ প্রেকটিস করার সহজ কৌশলগুলো বলে দেব। কিন্তু আপনার ধের্য্য আর অনুশীলন ছাড়া
আমি আপনাকে টাইপ শিখাতে পারব না। তবে আশাকরি এই কৌশলগুলো আপনাকে দ্রুত টাইপ
শিখাতে অনেক হেল্প করবে।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ শেখা শুরু করবেন?
আপনি ইংরেজী টাইপ করা না জেনে প্রথমেই বাংলা টাইপ শিখতে যাবেন না। তাহলে কোনভাবে
আপনি বাংলা টাইপ শিখতে পারবেন না। বাংলা টাইপ শিখার পূর্বের অবশ্যই আপনি ভালোভাবে
ইংরেজী টাইপ আয়ত্ম করে নিবেন। যখন ইংরেজী টাইপ পুরোপুরি আয়ত্ম করে নিবেন তখন
বাংলা টাইপ করা আপনার জন্য সহজ হবে।
ইংরেজী টাইপ শেখা শুরু করার পূর্বে কিছু বিষয় জেনে নিতে হবে। কারণ টাইপের বেসিক
থিয়রি না বুঝে টাইপ করতে শুরু করলে কোন লাভ হবে। নিয়ম না মেনে টাইপ করলে সারা
জীবন টাইপ করেই যাবেন কিন্তু টাইপের গতি বৃদ্ধি পাবে না।

উপরের চিত্র হতে আপনার হাতের সবগুলো আঙ্গুল এর নাম ভালোভাবে শিখে নিন। এ বিষয়
টাইপের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও টাইপ করার সময় প্রয়োজন পড়বে।

উপরের চিত্রটি ভালোভাবে দেখুন। এখানে আপনার হতে কোন আঙ্গুল কম্পিউটার কিবোর্ডের
কোথায় বসাতে হবে সেটি নির্দেশ করছে। নিচের চিত্রটি দেখলে আপনারা আরেকটু
পরিষ্কারভাবে বুঝতে পারবেন।

উপরের চিত্রে যেভাবে কিবোর্ডে হাতের আঙ্গুল বসানো হয়েছে ঠিক সেইভাবে আপনার হাতে
প্রতিটি আঙ্গুল কিবোর্ডে বসাতে হবে। প্রথমে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল Space Bar,
তর্জনী আঙ্গুল J অক্ষরে, মধ্যমা K অক্ষরে, অনামিকা L অক্ষরে এবং কনিষ্টা P অক্ষরে
বসাতে হবে। আপনার ডান হাত দ্বারা কিবোর্ডের ডানপাশের অন্যান্য বাটনগুলো স্পর্শ
করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)। তারপর বাম হাতের বৃদ্ধা আঙ্গুল
Space Bar, তর্জনী আঙ্গুল F অক্ষরে, মধ্যমা D অক্ষরে, অনামিকা S অক্ষরে এবং
কনিষ্টা A অক্ষরে বসাতে হবে। ডান হতের মত বাম হাত দিয়েও কিবোর্ডের বামপাশে থাকা
অন্যান্য বাটনগুলো স্পর্শ করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)।
এভাবে কমপক্ষে ৭-১০ দিন প্রেকটিস করতে থাকুন। একটি জিনিস মনেরাখবেন টাইপ করার
ক্ষেত্রে হাত কিবোর্ড হতে না উঠিয়ে টাইপ করার চেষ্টা করবেন। শুরুর দিকে এ কাজটি
অনেক কঠিন মনেহলেও ধিরে ধিরে একদম পানিরমত সহজ হয়ে যাবে।
যখন আপনি ইংরেজি টাইপে দক্ষ হয়ে উঠবেন এবং কম্পিউটার কিবোর্ডের কোন বাটন কোথায়
আছে ভালোভাবে জেনে যাবেন তখন বাংলা টাইপ শুরু করবেন। বাংলা টাইপ শেখার ক্ষেত্রে
কিবোর্ডে বাংলা লেখা আছে এমন কিবোর্ড ব্যবহার করবেন। কিভাবে বিজয় কিবোর্ড দিয়ে
বাংলা টাইপ করতে হয় সে বিষয়ে বিস্তারিত নিচের টেবিলে এবং PDF ফাইলে পেয়ে যাবেন।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা টাইপিং শুরু করবেন?
সাধারণত বাজারে বিভিন্ন ধরনের বাংলা কিবোর্ড পাওয়া যায়। আপনি বাজার থেকে কেনার
সময় অবশ্যই বিজয় Layout এর একটি কিবোর্ড কিনে নিবেন। নিচের চিত্রে বিজয় কিবোর্ড
এর Layout দেখুন।

আপনার যদি কম্পিউটার না থাকে তারপরও আপনি চাইলে শুধুমাত্র একটি কিবোর্ড দিয়ে
কম্পিউটার টাইপিং শুরু করতে পারেন। তারপর মোটামুটি শিখা হয়েগেলে যেকোন কম্পিউটারে
বসে প্রেকটিস করে নিজের অভীজ্ঞতা নিজেই যাচাই করে নিতে পারবেন।

কম্পিউটারের সামনে বসে টাইপ করার ক্ষেত্রে বাকা হয়ে না বসে সোজা হয়ে বসে
কম্পিউটারের স্ক্রিনের দিকে থাকিয়ে টাইপ করার চেষ্টা করবেন। শুরুর দিকে কম্পিউটার
স্ক্রিনে থাকিয়ে টাইপ করা কঠিন মনে হতে পারে। তবে দীর্ঘদিন ধরে প্রেকটিস করতে
থাকলে আপনি নিজেও একজন অভীজ্ঞ টাইপিস্ট হয়ে উঠবেন।
অ = Shift+F | আ = G+F | ই = G+D | ঈ = G+(Shift+D) | উ = G+S |
ঊ = G+(Shift+S) | ঋ = G+A | এ = G+C | ঐ = G+(Shift+C) | ও = X |
ঔ = G+(Shift+X) |
ক = J | খ = Shift+J | গ = O | ঘ = Shift+O | ঙ = Q |
চ = Y | ছ = Shift+Y | জ = U | ঝ = Shift+U | ঞ = Shift+I |
ট = T | ঠ = Shift+T | ড = E | ঢ = Shift+E | ণ = Shift+B |
ত = K | থ = Shift+K | দ = L | ধ = Shift+L | ন = B |
প = R | ফ = Shift+R | ব = H | ভ = Shift+H | ম = M |
য = W | র = V | ল = Shift+V | শ = Shift+M | ষ = Shift+N |
স = N | হ = I | ড় = P | ঢ় = Shift+P | য় = Shift+W |
ৎ = Shift+/ | ং = Shift+Q | ঃ = / | ঁ = Shift+7 |
া = F | ি = D | ী = Shift+D | ুূ = Shift+S | ৃ = A |
ে = C | ৈ = Shift+C | ৗ= Shift+X | রেফ = Shift+A | ্ = G (হসন্ত) |
্য = Shift+Z | ্র = Z (র-ফলা) | । = Shift+G (দাড়ি) |
দ্ম (দ+ম)= L+G+M | ট্ট (ট+ট) = T+T |
ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) | ক্ষ্ম (ক্ষ+ম) = J+G+(Shift+N)+G+M |
হ্ম (হ+ম) = I+G+M | জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I) |
ত্র (ত+র-ফলা)= k+Z | হৃ (হ+ ঋ) = I+ |
ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y | ব্ব (ব+ব) = H+G+H |
ক্র (ক+র-ফলা) = J+Z | দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H) |
ক্ম (ক+ম) = J+G+M | দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) |
গ্ম (গ+ম) = O+G+M | ঙ্ক (ঙ+ক) = Q+G+J |
ত্থ (ত+থ) = K+G+(Shift+K) | ত্ম (ত+ম) = K+G+M |
ত্র (ত+র-ফলা)= k+Z | হৃ (হ+ ঋ) = I+ |
ক্র (ক+র-ফলা) = J+Z | দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) |
ক্স (ক+স) = J+G+N | ক্ম (ক+ম) = J+G+M |
গ্ধ (গ+ধ) = O+G+(Shift+L) | গ্ম (গ+ম) = O+G+M |
ঙ্খ (ঙ+খ) = Q +G+(Shift+J) | ন্থ (ন+থ) = B+G+(Shift+K) |
ন্ধ (ন+ধ) = B+(Shift+L) | ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L) |
শ্ম (শ+ম) = (Shift+M)+G+M | ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J |
ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B) | ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M |
স্ক্র = N+G+J+Z | হ্ন (হ+ন) = I+G+B |
ন্ঠ = (Shift+B)+G+(Shift+T) | শু (শ+ু) = (Shift+M)+S |
ক্ত (ক+ত) = J+G+k | দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H) |
ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U | ঙ্গ (ঙ+গ) = Q+G+O |
শু (শ+ু) = (Shift+M)+S | ঙ্ক (ঙ+ক) = Q+G+J |
ত্ত (ত+ত) = K+G+K | ন্ম (ন+ম) = B+G+M |
ক্স (ক+স) = J+G+N | ম্ন (ম+ন) = M+G+B |
ঙ্গ (ঙ+গ) = Q+G+O | ষ্প (ষ+প) = (Shift+N)+G+R |
ঙ্খ (ঙ+খ) = Q+G+(Shift+J) | স্থ (স+থ) = N+G+(Shift+K) |
ত্ত্ব (ত+ত+ব) = K+G+K+G+H | স্ফ (স+ফ) = N+G+(Shift+R) |
ক + ট (J+G+T) = ক্ট -> ডক্টর | ক + ষ (J+G+Shift+N) = ক্ষ -> পরীক্ষা |
ক + ষ + ণ (J+G+Shift+N+G+Shift B) = ক্ষ্ণ -> তীক্ষ্ণ | ক +ষ +ম (J+G+Shift+N+G+M) = ক্ষ্ম -> সূক্ষ্ম |
ক + ষ + ব (J+G+Shift+N+G+B) = ক্ষ্ব -> সাক্ষ্বর | ক + ট + র (J+G+T+G+V ) = ক্ট্র -> অক্ট্রয় |
ক + ত (J+G+K) = ক্ত -> ডাক্তার | ক + র (J+G+V) = ক্র -> চক্র |
ক + ল (J+G+Shift+V) =ক্ল -> ক্লান্ত | ক + স (J+G+N) = ক্স -> বাক্স |
খ + র (Shift+J+G+V)= খ্র | খ + য (Shift+J+G+W) = খ্য |
খ + র (Shift+J+G+V)= খ্র | গ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য |
গ + র (O+G+V) = গ্র -> গ্রহণ | গ + ধ (O+G+Shift+L) =গ্ধ -> মুগ্ধ |
গ + ন + য (O+G+B+G+W) =গ্ন্য -> যুগ্ন্য | গ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য |
ঘ + ন (Shift+O+G+B) = ঘ্ন | ঘ + য (Shift+O+G+W)= ঘ্য |
ঘ + র (Shift+O+G+V)= ঘ্র | ঙ + খ (Q+G+Shift+J) = ঙ্খ -> শঙ্খ |
ঙ + ক = (Q+G+J) = ঙ্ক | ঙ + ক + ত (Q+G+J+G+K) = ঙ্ক্ত |
ঙ + ক + য (Q+G+J+G+W ) = ঙ্ক্য | ঙ + গ (Q+G+O) = ঙ্গ |
ঙ + গ + ঙ (Q+G+O+G+W) = ঙ্গ্য | ঙ + ম ( Q+G+M) = ঙ্ম |
চ + ছ + য (Y+G+Shift+Y+G+W) = চ্ছ্য | চ + ছ + র (Y+G+Shift+Y+G+V ) = চ্ছ্র |
চ + ব (Y+G+H)= চ্ব | চ + চ (Y+G+Y) = চ্চ |
চ + ছ (Y+G+Shift+Y) = চ্ছ | চ + ছ + ব (Y+G+Shift+Y+G+H)= চ্ছ্ব |
জ + ঞ (U+G+I) = জ্ঞ -> জ্ঞান | জ + ব (U+G+H) = জ্ব ->জ্বর |
জ + জ + ব (U+G+U+G+H) = জ্জ্ব -> উজ্জ্বল | জ + ঝ (U+G+Shift+U)= জ্ঝ |
জ + ঘ + য (U+G+Shift+O+G+W)= জ্ঘ্য | ঞ + চ (I+G+Y) = ঞ্চ -> কাঞ্চন |
ঞ + ছ (Shift+I+G+Y)= ঞ্ছ | ঞ + জ (Shift+I+G+U) =ঞ্জ -> ইঞ্জিল |
ঞ + চ ( Shift+I+G+Y) =ঞ্চ | ট + ট (T+G+T) = ট্ট -> চট্টগ্রাম |
ট + ম (T+G+M) = ট্ম -> কুট্মল | ট + ব (T+G+H) = ট্ব -> খট্বা |
ড + ব (E+G+H)= ড্ব | ড + য (E+G+W)= ড্য |
ড + র (E+G+V)= ড্র | ঢ + য (E+G+W) = ঢ্য |
ঢ + য (Shift+E+G+W)= ঢ্য | ঢ + র (Shift+E+G+W) = ঢ্র |
ণ + ঠ (Shift+B+G+Shift+T) = ণ্ঠ -> কণ্ঠ | ণ + য় (B+G+W) = ণ্য |
ণ + ণ (B+G+B) = ণ্ণ | ণ + ড + র (Shift+B+G+E+G+V)= ন্ড্র |
ত + ন (K+G+B) = ত্ন | ত + ত + য (K+G+K+G+W) = ত্ত্য |
ত + র + য (K+G+V+G+W)= ত্র্য ->ত্র্যন | ত + ব (K+G+H)= ত্ব |
ত + থ (K+G+Shift+K) = ত্থ | থ + ব (Shift+K+G+H) = থ্ব |
থ + য (Shift+K+G+W) = থ্য -> কথ্য | থ + র (Shift+K+G+V) = থ্র -> থ্রি |
দ + ব (L+G+H) = দ্ব | দ (Shift+S) = দূ -> দূত |
দ + দ + ব (L+G+L+G+H) = দ্দ্ব | দ + ধ (L+G+Shift+L) =দ্ধ -> বিদ্ধা |
দ + ভ ( L+G+Shift+H) = দ্ভ -> অদ্ভুত | দ + ম (L+G+M) = দ্ম |
ধ + ন (Shift+L+G+B) = ধ্ন | ধ + য (Shift+L+G+W) = ধ্য |
ধ + র (Shift+L+G+V) = ধ্র | ন + ট (B+G+T) = ন্ট |
ন + ট + য (B+G+T+G+W) = ন্ট্য | ন + ড + র (B+G+E+G+V) = ন্ড্র |
ন + ড (B+G+E)= ন্ড | ন + ত + ব (N+G+K+G+H) = ন্ত্ব |
ন + ত + র + য (B+G+K+G+V+G+W) = ন্ত্র | ন + থ (B+G+I) = ন্থ |
ন + দ ( B+G+L) = ন্দ | ন + দ + র (B+G+L+G+V) = ন্দ্র |
ন + ধ + য (B+G+Shift+L+G+W) = ন্ধ্য | প + ট (R+G+T) = প্ট |
প + র (R+G+V) = প্র | প + য (R+G+W ) = প্য |
ফ + ল (Shift+R+G+Shift+V) = ফ্ল | ফ + ব (Shift+R+G+H) = ফ্ব |
ফ + র (Shift+R+G+V) = ফ্র | ব + ধ (H+G+Shift+L) = ব্ধ |
ব + দ (H+G+L)= ব্দ | ব + ধ (H+G+Shift+L)= ব্ধ |
ব + ব (H+G+H) = ব্ব | ব + ল (H+G+Shift+V) = ব্ল |
ভ + র (Shift+H+G+V) = ভ্র -> ভ্রমন | ভ + ব (Shift+H+G+H) = ভ্ব |
ম + প + র (M+G+R+G+V) = ম্প্র | ম + ভ (M+G+Shift+H) = ম্ভ |
ম + ল (M+G+Shift+V) = ম্ল | য + র (W+G+V) = য্র |
র + ক (V+G+J) = র্ক | র + ত + র (V+G+K+G+R) = র্ত্র |
র + ম (V+G+M) = র্ম | র + জ + য (V+G+U+G+W) = র্জ্য |
র + ত + র (V+G+K+G+V) = র্ত্র | র + ধ + ব (V+G+Shift+L+G+H) = র্ধ্ব |
র + শ + ব (V+G+Shift+M+G+H) = র্শ্ব | ল + ল (Shift+V+G+Shift+V) = ল্ল |
ল + ব (Shift+V+G+H) = ল্ব | ল + য (Shift+V+G+W) = ল্য |
শ + ন (Shift+M+G+B) = শ্ন | শ + র (Shift+M+G+V) = শ্র |
শ + ম (Shift+M+G+M) = শ্ম | ষ + ট(Shift+N+G+T) = ষ্ট |
ষ + ঠ (Shift+N+G+Shift+T) = ষ্ঠ -> শ্রেষ্ঠ | ষ + ণ (Shift+N+G+Shift+B) = ষ্ণ -> কৃষ্ণ |
স + ট + র (N+G+T+G+V) = স্ট্র | স + ত + র (N+G+K+G+V) = স্ত্র |
স + ত + ব (N+G+K+G+H) = স্ত্ব | স + থ (N+G+Shift+K) = স্থ -> স্থান |
স + থ + য (N+G+Shift+K+G+W) = স্থ্য ->স্বাস্থ্য | স + ব (N+G+H) = স্ব |
হ + ম (I+G+M) = হ্ম | হ + ন (I+G+B) = হ্ন |
হ+ র (I+Z) = হ্র |
বাংলা স্বরবর্ণ টাইপ করার নিয়ম
বাংলা ভাষায় মোট ১১টি স্বরবর্ণ আছে। বাংলা টাইপ শেখার ক্ষেত্রে প্রথমে স্বরবর্ণ
দিয়ে বাংলা টাইপ শেখা শুরু করবেন। বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে স্বরবর্ণ টাইপ করতে
হয় তা নিচে দেওয়া হল। অ ছাড়া বাকি সব স্বরবর্ণ নেয়ার জন্য শুরুতে G চাপতে হয়।
বাংলা স্বরবর্ণ | টাইপ করার নিয়ম |
---|---|
অ | Shift+F |
আ | G+F |
ই | G+D |
ঈ | G+(Shift+D) |
উ | G+S |
ঊ | G+(Shift+S) |
ঋ | G+A |
এ | G+C |
ঐ | G+(Shift+C) |
ও | X |
ঔ | G+(Shift+X) |
বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপ করার নিয়ম
বাংলা স্বরবর্ণ শেখা ভালোভাবে শেষ হয়ে গেলে তখন আপনি কীবোর্ড দিয়ে বাংলা
ব্যঞ্জন বর্ণ শেখা শুরু করবেন। যখন আপনি বাংলা স্বরবর্ণ ভালোভাবে আয়ত্ম করে
নিতে পারবেন তখন ব্যঞ্জনবর্ণ শেখা আপনার জন্য সহজ হবে। নিচে দেখুন-
বাংলা ব্যঞ্জনবর্ণ | টাইপ করার নিয়ম |
---|---|
ক | J |
খ | Shift+J |
গ | O |
ঘ | Shift+O |
ঙ | Q |
চ | Y |
ছ | Shift+Y |
জ | U |
ঝ | Shift+U |
ঞ | Shift+I |
ট | T |
ঠ | Shift+T |
ড | E |
ঢ | Shift+E |
ণ | Shift+B |
ত | K |
থ | Shift+K |
দ | L |
ধ | Shift+L |
ন | B |
প | R |
ফ | Shift+R |
ব | H |
ভ | Shift+H |
ম | M |
য | W |
র | V |
ল | Shift+V |
শ | Shift+M |
ষ | Shift+N |
স | N |
হ | I |
ড় | P |
ঢ় | Shift+P |
য় | Shift+W |
ৎ | Shift+/ |
ং | Shift+Q |
ঃ | / |
ঁ | Shift+7 |
বিরাম চিহ্ন টাইপ করার নিয়ম
কার চিহ্ন বা বিরাম চিহ্ন ছাড়া বাংলা টাইপ করা যায় না। যে কোন বাংলা বাক্য
লিখতে হলে আপনাকে অবশ্যই কার চিহ্ন বা বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। আপনি যখন
স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শেখা শেষ হবে তখন কার চিহ্ন টাইপ করা শুরু করবেন।
নিচে দেখুন-
বাংলা কার চিহ্ন | টাইপ করার নিয়ম |
---|---|
া | F |
ে | C |
ি | D |
ী | Shift+D |
ু | S |
ূ | Shift+S |
ৃ | A |
ৈ | Shift+C |
ৗ | Shift+X |
রেফ | Shift+A |
্ | G (হসন্ত) |
্য | Shift+Z |
্র | Z (র-ফলা) |
। | Shift+G (দাড়ি) |
যুক্তবর্ণ টাইপ করার নিয়ম
বাংলা ভাষায় অসংখ্য যুক্তবর্ণ রয়েছে। সাধারণত বাংলা টাইপ করার সময় সচরাচর যে
সকল যুক্তাক্ষর প্রয়োজন হয় তার প্রায় সবগুলো যুক্ত অক্ষর এখানে শেয়ার করে দেওয়া
হল। আশাকরি এই য়ুক্তাক্ষরগুলো শিখলে আর কোন যুক্তবর্ণের প্রয়োজন হবে না।
বাংলা যুক্তবর্ণ | টাইপ করার নিয়ম |
---|---|
দ্ম (দ+ম) | L+G+M |
ক্ষ (ক+ষ) | J+G+(Shift+N) |
হ্ম (হ+ম) | I+G+M |
ত্র (ত+র-ফলা) | k+Z |
ঞ্চ (ঞ + চ) | (Shift+I)+G+Y |
ক্র (ক+র-ফলা) | J+Z |
ক্ম (ক+ম) | J+G+M |
গ্ম (গ+ম) | O+G+M |
ত্থ (ত+থ) | K+G+(Shift+K) |
ত্র (ত+র-ফলা) | k+Z |
ক্র (ক+র-ফলা) | J+Z |
ক্স (ক+স) | J+G+N |
গ্ধ (গ+ধ) | O+G+(Shift+L) |
ঙ্খ (ঙ+খ) | Q +G+(Shift+J) |
ন্ধ (ন+ধ) | B+(Shift+L) |
শ্ম (শ+ম) | (Shift+M)+G+M |
ষ্ণ (ষ+ণ) | (Shift+N)+G+(Shift+B) |
স্ক্র | N+G+J+Z |
ট্ট (ট+ট) | T+T |
ক্ষ্ম (ক্ষ+ম) | J+G+(Shift+N)+G+M |
জ্ঞ (জ+ঞ) | U+G+(Shift+I) |
হৃ (হ+ ঋ) | I+ |
ব্ব (ব+ব) | H+G+H |
দ্ভ (দ+ভ) | L+G+(Shift+H) |
দ্ধ (দ+ধ) | L+G+(Shift+L) |
ঙ্ক (ঙ+ক) | Q+G+J |
ত্ম (ত+ম) | K+G+M |
হৃ (হ+ ঋ) | I+ |
দ্ধ (দ+ধ) | L+G+(Shift+L) |
ক্ম (ক+ম) | J+G+M |
গ্ম (গ+ম) | O+G+M |
ন্থ (ন+থ) | B+G+(Shift+K) |
ব্ধ (ব+ধ) | H+G+(Shift+L) |
ষ্ক (ষ+ক) | (Shift+N)+G+J |
ষ্ম (ষ+ম) | (Shift+N)+G+M |
হ্ন (হ+ন) | I+G+B |
ন্ঠ | (Shift+B)+G+(Shift+T) |
ক্ত (ক+ত) | J+G+k |
ঞ্জ (ঞ + জ) | (Shift+I)+G+U |
শু (শ+ু) | (Shift+M)+S |
ত্ত (ত+ত) | K+G+K |
ক্স (ক+স) | J+G+N |
ঙ্গ (ঙ+গ) | Q+G+O |
ঙ্খ (ঙ+খ) | Q+G+(Shift+J) |
ত্ত্ব (ত+ত+ব) | K+G+K+G+H |
শু (শ+ু) | (Shift+M)+S |
দ্ভ (দ+ভ) | L+G+(Shift+H) |
ঙ্গ (ঙ+গ) | Q+G+O |
ঙ্ক (ঙ+ক) | Q+G+J |
ন্ম (ন+ম) | B+G+M |
ম্ন (ম+ন) | M+G+B |
ষ্প (ষ+প) | (Shift+N)+G+R |
স্থ (স+থ) | N+G+(Shift+K) |
স্ফ (স+ফ) | N+G+(Shift+R) |
বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF Download
পোস্টের শুরুর দিকে বলেছিলাম যে, পোস্টের শেষের অংশে আমরা বিজয় কিবোর্ড দিয়ে
বাংলা লেখার নিয়ম এর PDF ফাইল শেয়ার করব। আমাদের PDF ফাইলটি SuttonyMJ ফন্টে
তৈরি করা হয়েছে। আপনি চাইলে এটি PDF ফাইল এর পাশাপাশি MS Word ফরমেটের ফাইলটি
ডাউনলোড করে নিতে পারেন।
বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম এর PDF Download করতে হলে আমাদের পোস্ট ফেইসবুক
এ শেয়ার করতে হবে। ফেইসবুক শেয়ার করলেই লক করা অপশনটি অটোমেটিক সরে যাবে এবং
ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। আসলে আমরা চাই আপনার একটি শেয়ার এর মাধ্যমে অন্যরা
যাতে আমাদের পোস্টটি পড়ে উপকৃত হতে পারে।
FAQs
-
ক্ষ কিভাবে লেখে?
ক্ষ লেখার জন্য প্রথমে বিজয় কী-বোর্ড বাংলা করে নিতে হবে। তারপর ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) টাইপ করলে ক্ষ অক্ষর লেখা হয়ে যাবে। আসলে এই অক্ষরটি (ক+ক) নয়। প্রকৃতপক্ষে এটা হচ্ছে ক+ষ। -
হ্ম কিভাবে লিখতে হয়?
এই হ্ম অক্ষরটি দেখতে অনেকটা জঠিল লাগে। সেই জন্য অনেকে মনেকরে এটির মধ্যে অনেকগুলো অক্ষর আছে। প্রকৃতপক্ষে এটা হচ্ছে (হ+ম)। এই অক্ষর হ্ম (হ+ম) = I+G+M লিখলে সহজে হয়ে যায়। -
জ্ঞ কিভাবে লিখতে হয়?
জ্ঞ লেখার জন্য আপনাকে (জ+ঞ) টাইপ করতে হবে। এ ক্ষেতে গতানুগতিকভাবে আমরা যেভাবে অক্ষর টাইপ করি সেই ভাবে জ লিখে সংযুক্ত ঞ লিখলে জ্ঞ অক্ষর টাইপ হয়ে যাবে। -
ন্ত্র কিভাবে লেখে?
প্রথমে জানতে হবে এটির মধ্যে কোন কোন অক্ষর আছে। তাহলে আপনি সহজে লেখতে পারবেন। এটি ভাঙ্গলে দাড়ায় ন+ত+্র। এখ নিশ্চয় আপনি খুব সহজে "ন্ত্র" যুক্ত বর্ণটি টাইপ করতে পারবেন। -
ণ্ঠ যুক্তবর্ণ কিভাবে টাইপ করতে হয়?
এই যুক্তবর্ণটির মধ্যে ণ+ঠ রয়েছে। কাজেই (Shift+N)+G+Shift+T টাই করলেই ণ্ঠ যুক্তবর্ণ টাইপ হবে। আসলে যেকোন যুক্তবর্ণের মধ্যে কোন কোন অক্ষর আছে তা জানলে যুক্তবর্ণ টাইপ করা সহজ হয়
শেষ কথা
বিজয় কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কার ও বিরাম চিহ্ন সহ প্রায় সকল
ধরনের বাংলা যুক্তবর্ণ টাইপ করার নিয়ম সঠিক ও নির্ভূলভাবে শেয়ার করার চেষ্টা
করেছি। আশাকরি আপনি এই শীট থেকে বাংলা টাইপ শেখার ক্ষেত্রে উপকৃত হতে পেরেছেন। এই
শীটের মধ্যে কোন ধরনের ভূলত্রুটি থাকলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
তাহলে আমরা পুনরায় সংশোধন করে দিব।
ভাইয়া আমি ফেসবুকে শেয়ার করছি কিন্তু কোন লিংক পাইনি
আপনি কি অনুগ্রহ করে আমার rakibulislambp@gmail.com এই ই-মেইলে পাঠিয়ে দিতে পারবেন
আপনার মেইল চেক করেন, পাঠিয়ে দেওয়া হয়েছে।
pdf ফাইল টা কি ভাবে পাবো আমি ?
PDF ফাইল টা আমার দরকার
আমার জিমেল আইডি md.sizan1270@gmail.com
ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে
শেয়ার করলাম কিন্তু পিডিএফ ফাইলতো পাই নাই
আপনার ইমেইল এড্রেস দেন, আমরা পিডিএফ ফাইল পাঠিয়ে দেব
pls pdf file send me gmail
mdrieasatdali@gmail.com
PLEASE SEND ME THE PDF MARTINAMARTINTURKEY@GMAIL.COM
শেয়ার করলাম আনলক হচ্ছে না কেন
শেয়ার করলাম কিন্তু কিছুই তো হলো না ।
Email: khanazizul000@gmail.com
tanjilsaif321@gmail.com
Sir PDF file daoa jabe
ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে...
dhimanchandradas0@gmail.com
PDF File Ta Mail koren Please
tarafdersiam@gmail.com
morshedkhan5353@gmail
আপনার মেইলে পিডিএফ ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে।
আমি শেয়ার করলাম কিন্তু আনলক হলো না
আপনার ইমেইল এড্রেস দেন, পিডিএফ ফাইল পাঠিয়ে দিচ্ছি
mintusikder35@gmail.com
diyazsohelkhan@gmail.com please
sozaiatbhuiyan555@gmai.com
পিডিএফ ফাইল টা অনুরোধ পূর্বক আমার মেইলে দেন mdjipan911@gmail.com
Sir Please Send Me PDF File.
mahbubulalam1996@gmail.com
ভাই আমাকে পিডিএফ ফাইলটা একটু সেন্ড করেন
ভাই মেইল করলে উপকৃত হতাম। প্লিজ সেন্ড মি. classicnew82@gmail.com
fb ta share krlam but link pai nai
লিংক না পেলে আপনার ইমেইল এড্রেস দেন। আমরা ইমেইলে পাঠিয়ে দেব।
please send me the pdf copy
my e-mail is
mubarak342.du@gmail.com
indox plzz
abufahad9870@gmail.com
ভাই পিডিএফ ফাইল কোথায় পাবো?
আপনার মেইল এড্রেস দেন, আমরা পিডিএফ ফাইল পাঠিয়ে দিচ্ছি
Plz
mastertelecome9@gmail.com
rahmatctg24@gmail.com
pls send me pdf
শেয়ার করার পরে ও ফাইল টি ডাউন লোড করতে পারি নি, almahmud1993@gmail.com দয়া করে এই এড্রেস এ মেইল করলে খুশি হব।
আমি ইংলিশ টাইপ পারি, কিন্তু বাংলা ওয়াড গুলি মনে রাখতে পারি না, যদি কোন টিপস থাকে শেয়ার করুন অনুগ্রহ করে৷
pdf ta dile upokrito hotam
ভাই পিডিএফ ডাউনলোড অপশন আসছে না তো ???
saikotsgc1@gmail.com
এই ইমেইল এ পিডিএফ টি দেন প্লিজ
ভাই অনুগ্রহ করে পিডিএফ ফাইলটি সেন্ড করবেন--muktomahfuz3@gmail.com
পিডিএফ ফাইলটি দিলে খুবই উপকৃত হতাম
2321farhad@gmail.com
plz give me a pdf file my email: mdabdurrakib587@gmail.com
আপনার ইমেইল এড্রেস ভূল আছে বিধায় ফাইল সেন্ড হয়নি।
plz give me a pdf file my email: mdabdurrakib587@gmail.com
শেয়ার করলাম কিন্তু আসলো না,,,,,,,,, Please send me h.saddamkhan2020@gmail.com
আমি সম্পূর্ণ একজন নতুন শিক্ষার্থী । অনুগ্রহ করে আমার ই মেইল এ আপনার লেখাটা পাঠালে খুব উপকৃত হবো ।
anupksarkar68@gmail.com
পিডিএফ ফাইলটি মেইল করুন প্লিজ।
ibrahim.bcf5@gmail.com
আমি শেয়ার করলাম কিন্তু লিঙ্ক ওপেন হয় না। এখন কী করব।
আপনার ইমেইল এড্রেস দেন, আমরা পাঠিয়ে দেব।
আমার মনে হয় অভ্র কীবোর্ড ব্যবহার করাটা অনেক বেশি সহজ।
কিন্তু এই আর্টিকেল টি খুবই মূল্যবান ।
আপনি যে কোন ধরনের কীবোর্ড দিয়ে টাইপ করা শিখুন না কেন, আমাদের দেশের যে কোন অফিসিয়াল কাজের ক্ষেত্রে বিজয় কীবোর্ড বাধ্যতামূলক। কাজেই অন্যটি শিখলেও বিজয় কীবোর্ড দিয়ে টাইপ করা শিখতেই হবে।
ধন্যবাদ...
hakimsardar2001@gmail.com
Sir,
PDF ta Email korla upokar hoto.share korlam kaj hossa na.
shamiulislamruman@gmail.com
ফেসবুকে শেয়ার করার পরও ডাউনলোড লিংক পাইনি
আপনার মেইল এড্রেস দেন, পাঠিয়ে দেওয়া হবে।
ভাই আমার পিডিএফ ফাইল টা লাগবে
anwerhossain726@gmail.com
Please sent me pdf file
jahangiralambd844@gmail.com
যদি আমার ইমেইলে পাঠাতেন, উপকৃত হতাম।
Ami share korlam kintu paynay
Amar email tarikulislam1nn@gmail.com please send me
hrhany111@gmail.com pdf ta mail koren vai plz.
Please give me PDF file, email address :ibrahimri880@gmail.com
PDF please
আসসালামু আলাইকুম।
শেয়ার করা যায় না পোষ্টটি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
যদি Rofikulislamdurjoy@gmail.com এই ইমেইলে পিডিএফ দিলে কৃতজ্ঞ থাকিব।
আসসালামু আলাইকুম।
শেয়ার করা যায় না পোষ্টটি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
যদি Rofikulislamdurjoy@gmail.com এই ইমেইলে পিডিএফ দিলে কৃতজ্ঞ থাকিব।
ভাই ফেসবুকে শেয়ার করেছি কিন্তু ডাউনলোড করতে পারছি না
আমার জিমেইল aminulislamamin2002@gmail.com
শেয়ার করেছি কিন্তু ডাউনলোড লিংক তো পাই নাই।
আপনার মেইল এড্রেস দেন, আমরা পিডিএফ লিংক পাঠিয়ে দিব।
dgnudc@gmail.com
আসসালামু আলাইকুম আমি share করেছি কিন্তু PDF file download করতে পারছি না
আপনার মেইল এড্রেস দেন, আমরা পাঠিয়ে দিচ্ছি।
আসসালামু আলাইকুম স্যার আমি আমার ফেসবুকে শেয়ার করেছি কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছি না
আমি অনেজবার শেয়ার দিয়েছি কিন্তু আনলক হচ্চেনা না,,,,????
Plz pdf sent my gmail
sharifabdul295@gmail.com
ভাই ডাউনলোড লিংক তো দেন নি।ফাইলটা কিভাবে পেতে পারি
পিডিএফ ফাইলটি কিভাবে পেতে পারি
আপনার মেইল এড্রেস দেন, পাঠিয়ে দেওয়া হবে।
please send me this pdf
ভাইয়া আমাকে পিডিএফ দিন।
muhtasimdhrubo15@gmai.com
ভাই শেয়ার করলাম কিন্তু পিডফ ফাইল ডাউনলোড আসছে না ত
Send me this pdf file Mdaburaihan775@gmail.com
শেয়ার করেছি.....
mmdoor200@gmail.com
প্লিজ PDF File টা দেন......
Mihrahat9@gmai.Com
পিডিএফ ফাইল টা ইমেইল করলে খুব ভাল হত।
aminulislamripon75@gmail.com
Pls pdf file
Pls pdf file
mdshakilmia124@gmail.com
mdshakilmia124@gmail.com
Pls send me....
digitalbangladesh596@gmail.com
ভাই শেয়ার করেও ফাইল ডাউনলোড হচ্ছে না, অনুগ্রহপূর্বক এই মেইলে পাঠিয়ে দিন: mspoint2010@gmail.com
শিয়ার করছি কিন্তু পাচ্ছি না আমার E-mail: mdjonaid075@gmail.com PDF ফাইলটা দিলে উপকৃত হতাম.
ভাই লেখার নিয়ম তো আসলো না??????
কিভাবে পাবো pdf ফাইল টা???
sahedhasanratil191854@gmail.com
'কোট' কিভাবে করে?
Ans: ~
bariknur75@gmail.com
mail please
Bro inbox pdf mondalmadhab015@gmail.com
roynatan3@gmail.com
Please sand me Pdf file. roynatan3@gmail.com
dragonkingleader582@gmail.com
PDF Please
Pdf file ta proyojon
আসসালামু আলাইকুম, আমার একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে,েআমাকে আপনার সিটোর ওয়ার্ড ফাইল দিলে আমি আমার প্রশিক্ষণার্থীদের এটা প্রিন্ট করে দিতে পারতাম। আমার অনেক উপকার হতো।
আপনার ইমেইল এড্রেস দেন, পিডিএফ ফাইল পাঠিয়ে দেব।
please share the pdf file
anamul.du.63@gmail.com
স্যার ডাউনলোডহচ্ছেনা
shofisohom10@gmail
ভাই শেয়ার করছি তো পিডিএফ কই?
mmdhuda@gmail.com
ai address a pathiya den Vai.
Zazakallhu khair for your very informative post.
• ফেইসবুকে শেয়ার করেছি কিন্তু কন্টেন্ট অনলক হচ্ছে না, শেয়ারকৃত লিংক থেকে গেলেও হচ্ছে না।
No problem, send your email address. I will send you pdf file. Thank you..
please pdf file ta diben .
ভাইয়া দয়া করে লিংকটা মেইল করেন mijanurlk@gmail.com
বড় ভাই পিডিএফ ফাইল টা দিলে ভালা আনেক ভালো হত....
tarikulbd202@gmail.com
ভাই দুইবার শেয়ার করলাম তারপরও ডাউনলোড করতে পারছি না
ভাই দুইবার শেয়ার করেছি তারপরও ডাউনলোড করতে পারছি না
আপনার ইমেইল এড্রেস দেন, আমরা পাঠিয়ে দিব।
share diyechi but download dite parchinah
muhaiminulislam1712@gmail.com pbf ta sent korben plz
armanhasan15@gmail.com Please send me pdf file , I share in my fb but can not find any link to download
please i need this,
ahsanraja646@gmail.com
ভাই পোস্ট তো করলাম...emonstore150@gmail.com
Please give me the pdf file.
mijanchowdhurymunna@gmail.com
plz,,,,email e pdf version ta pataben
share dilam but download option ta ase nai.. Sir.. Plz email dile kub opokito hobo
Email-Mdjubel0@gmail
Please pdf file ta den mdjnnn@gmail.com
Plz send me pdf
omarfaruk22229@gmail.com
sadekur131@gmail.com number a pathiye den
Please sir
digitalmathbaria@gmail.com
mehedihasanrifat738@gmail.com a pdf file ta send koran
mehedihasanrifat738@gmail.com a pdf file ta send koran
Pdf file ta den plz...lavlu618@gmail
আপনার মেইল চেক করুন...
Please send me pdf file.
mdomar111.om@gmail.com
Please send me pdf file.
mdomar111.om@gmail.com
rashedhang09@gmail.com pdf link please
Please, send me karimull2015@gmail.com
PDF LAGBA
COMPUTERSUJON20@GMAIL.COM
ভাই শেয়ার করছি, কিন্তু আনলক হয়নি।
mdibrahim.khalil025@gmail.com
Plz Send PDF File...
mdomar111.om@gmail.com
sir please give me pdf.................abubakersiddikusama9435@gmail.com
pdf file ta Lagbe
raashedulislam808@gmail.com
Vai pdf file
raashedulislam808@gmail.com
snuralom6@gmail.com
এই মেইলে পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিন।
আমি লিংক শেয়ার করছি।
Please send me pdf file
Please send me PDF file
Send your email address...
pdf send plz
mjahidhasan809@gmail.com
pdf send plz
mjahidhasan809@gmail.com
ভাই এই নিয়ম টা কি আমাকে ইমেইল করা যাবে
Aryanmasud65@gmail.com Please Send me Keyboard Shortcut and Bangla Typing Pdf File
Aryanmasud65@gmail.com
Keyboard Shortcut and Bangla Typing
Please send me
sohaghossain71@gmail.com
ভাই শেয়ার করলাম কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোড হচ্ছে না
nizam2k47@gmail.com plz vai pdf file ta den amake
vhai apnar pdf file ta pore onak vloi laglo............but file ta jode aktu send korten rubelkhanstk9@gmail.com ai mail a
amar pdf link ta lagbe pls...ekhane je link ache seta ai post er link.
শেয়ার দিয়েও ডাউনলোড লিংক পাইনি Shafiul_mis@hotmail.com, আশাকরি পাঠাইবেন।
আপনি বল্লেন শেয়ার করলে ডাউনলোড করতে পরব ।শেয়র ত করলাম ডাউনলোড ত করতে পারছিনা ।এখন আপনি আমাকে ইমেল করে পাঠিয়ে দিন প্লিজ।তবে আমাকে এম এস ওয়ার্ড ফাইল দিলে ভাল হবে । এম এস ওয়ার্ড ফাইল দিবেন প্লিজ।আমার ইমেল আইডি 7mdmf7@gmail.comদিবেন কিন্তু প্লিজ।
শেয়ার ত করলাম ডাউনলোডত করতেপরছিনা .ইমেইল দিলাম তাওত পাঠান না.7mdmf7@gmail.com
পঠালে ভাল হত
শেয়ার করার পরেও ডাউনলোড অপশন পাই নাই। এটি আমার মেইল antorbhowmick.official79@gmail.com
please sent me PDF fill
Please send me a pdf copy my email
Jh1489573@gmail.com
Please send me a pdf file
Can u plz send me the pdf on this mail , omith211@gmail.com
Jahidonlinebd@gmail.com
ami share korce but painai download link
jahidonlinebd@gmail.com
আসসালামু আলাইকুম।🙏আমার মেইলে(islamtarequl785@gmail.com) pdf file পাটিয়ে দিন🙏।
vai sand pdf
sajibbbarua1971@gmqol.com
vai pbf ta dan
kmtusar855@gmail.com এই মেইলে যদি দিতেন...
আমি ডাউনলোড করতে পারি নাই। কিভাবে করবো?
আপনারা যেভাবে করতে বলেছেন সেভাবে করেছি কিন্তু হয় নাই।
জেলা: লিখবো দয়া করে জানাবেন।
rahamat2005@gmail.com জেলা: কিভাবে লিখবো দয়া করে জানাবেন।
ভাই আমি ডাউনলোড করতে পারছি না
share korlam download option koi vai?
Dawonload to ase na
Lo
Vai unlock hoy na kn
আসসালামুয়ালাইকুম, আমার যুক্তবর্ণ শীটটা লাগবে ওয়ার্ড ফাইল... ফেসবুকে শেয়ার করেছি কিন্তু ডাউনলোড করতে পারি নি।
nurahmed8883@gmail.com
আপনার মেইল এড্রেসে পিডিএফ ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিজয় ম্যাক সফ্টওয়ারটা কারও কাছে থাকলে দয়া করে সেয়ার করবেন shoron666@gmail.com
Pdf plz sadek092199@gmail.com
শেয়ার দিলাম তা কই আনলক তো হলনা
ami downlod korte parci na share koreci fb te
amar email: mdfahadhossain9731@gmail.com
ভাই শেয়ার করেছি কিন্তু আনলক হয় না!
zamanarif41@gmail.com
দয়া করে এই ঠিকানায় পাঠালে উপকৃত হব।
পাঠায় দিয়েন স্যার
ahosanhabib061@gmail.com
ফেসবুকে শেয়ার দেয়ার পরেও এক্টিভ হয় নি। আমার মেইলে পাঠিয়ে দিলে ভালো হয়। wajhatulwasti@gmail.com
Give me pdf File
please
joyanta1029@gmail.com
ijahid51@gmail.com pdf file ta aktu mail korle valo hoito. thanks.
share korlam but kichu hocche na