বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF

কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে বিজয় কিবোর্ড সবচাইতে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি কিবোর্ড। বাংলাদেশে যত ধরনের সরকারী বেসরকারী অফিস ও আদালত রয়েছে প্রায় সব অফিসেই কম্পিউটারে বাংলা টাইপিং এর ক্ষেত্রে বিজয় কীবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। বিজয় কিবোর্ডের জনপ্রিয়তার কারণ হচ্ছে বিজয় কিবোর্ড দিয়ে যেকোন ধরনের যুক্তবর্ণ নিখুতভাবে টাইপ করা যায়।

অন্যান্য কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করা সম্ভব হলেও যুক্তবর্ণ টাইপ করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তাছাড়া বিজয় কিবোর্ড সফটওয়ার ব্যবহার করে একসাথে Unicode এ অনলাইনে টাইপ করার সুবিধা থাকায় কম্পিউটার টাইপিস্টরা বিজয় কিবোর্ডকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।

বর্তমানে বেশীরভাগ সরকারী বেসরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে কম্পিউটারে জানার বিষয়টি উল্লেখ থাকে। এ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ লোকজন কম্পিউটার মোটামুটি জানে কিন্তু টাইপ না জানার কারনে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করতে পারে না। তাছাড়া কিছু অধঃস্তন চাকরি রয়েছে (যেমন-অফিস সহকারী ও কাম-কম্পিউটার অপারেটর) যেগুলোতে টাইপ ভালোভাবে জানা না থাকলে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করা সম্ভব হয় না।

আজকের পোস্টের শুরু দিকে আমরা বিজয় কিবোর্ডে টাইপ শেখার কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তারপর বাংলা লেখার অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার পদ্ধতিগুলো দেখব। সবশেষে বিজয় কিবোর্ডের Layout এর মাধ্যমে অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার একটি PDF ফাইল শেয়ার করব।

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?

অধিকাংশ লোক অনলাইনে বিজয় কিবোর্ড এর সহজ টাইপিং পদ্ধতি খুঁজে থাকে। প্রকৃতপক্ষে সহজভাবে টাইপিং শেখার কোন নিয়ম বা পদ্ধতি নেই। বিশেষকরে বিজয় সফটওয়ার দিয়ে টাইপিং শিখতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য্য ধরে দীর্ঘদিন অনুশীলন করতে হবে। এ ক্ষেত্রে কেউ আপনাকে কোন ধরনের শর্টকার্ট নিয়ম শিখিয়ে দিলেও আপনি সেই নিয়ম অনুসরণ করে পরিপূর্ণভাবে টাইপ শিখতে পারবেন না।

কোন কম্পিউটার এক্সপার্ট আপনাকে কম্পিউটারের প্রোগ্রাম ভালো করে শিখিয়ে দিতে পারলেও আপনার অনুশীলন ছাড়া অন্য কেই টিপস দিয়ে টাইপিং শিখিয়ে দিতে পারবে না। আমি নিজেও আপনাকে এই পোস্টের সাহায্যে টাইপ শিখাতে পারব না। আমি আপনাকে শুধুমাত্র টাইপ প্রেকটিস করার সহজ কৌশলগুলো বলে দেব। কিন্তু আপনার ধের্য্য আর অনুশীলন ছাড়া আমি আপনাকে টাইপ শিখাতে পারব না। তবে আশাকরি এই কৌশলগুলো আপনাকে দ্রুত টাইপ শিখাতে অনেক হেল্প করবে।

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ শেখা শুরু করবেন?

আপনি ইংরেজী টাইপ করা না জেনে প্রথমেই বাংলা টাইপ শিখতে যাবেন না। তাহলে কোনভাবে আপনি বাংলা টাইপ শিখতে পারবেন না। বাংলা টাইপ শিখার পূর্বের অবশ্যই আপনি ভালোভাবে ইংরেজী টাইপ আয়ত্ম করে নিবেন। যখন ইংরেজী টাইপ পুরোপুরি আয়ত্ম করে নিবেন তখন বাংলা টাইপ করা আপনার জন্য সহজ হবে। 

ইংরেজী টাইপ শেখা শুরু করার পূর্বে কিছু বিষয় জেনে নিতে হবে। কারণ টাইপের বেসিক থিয়রি না বুঝে টাইপ করতে শুরু করলে কোন লাভ হবে। নিয়ম না মেনে টাইপ করলে সারা জীবন টাইপ করেই যাবেন কিন্তু টাইপের গতি বৃদ্ধি পাবে না। 

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?

উপরের চিত্র হতে আপনার হাতের সবগুলো আঙ্গুল এর নাম ভালোভাবে শিখে নিন। এ বিষয় টাইপের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও টাইপ করার সময় প্রয়োজন পড়বে।

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?

উপরের চিত্রটি ভালোভাবে দেখুন। এখানে আপনার হতে কোন আঙ্গুল কম্পিউটার কিবোর্ডের কোথায় বসাতে হবে সেটি নির্দেশ করছে। নিচের চিত্রটি দেখলে আপনারা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন।

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?

উপরের চিত্রে যেভাবে কিবোর্ডে হাতের আঙ্গুল বসানো হয়েছে ঠিক সেইভাবে আপনার হাতে প্রতিটি আঙ্গুল কিবোর্ডে বসাতে হবে। প্রথমে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল Space Bar, তর্জনী আঙ্গুল J অক্ষরে, মধ্যমা K অক্ষরে, অনামিকা L অক্ষরে এবং কনিষ্টা P অক্ষরে বসাতে হবে। আপনার ডান হাত দ্বারা কিবোর্ডের ডানপাশের অন্যান্য বাটনগুলো স্পর্শ করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)। তারপর বাম হাতের বৃদ্ধা আঙ্গুল Space Bar, তর্জনী আঙ্গুল F অক্ষরে, মধ্যমা D অক্ষরে, অনামিকা S অক্ষরে এবং কনিষ্টা A অক্ষরে বসাতে হবে। ডান হতের মত বাম হাত দিয়েও কিবোর্ডের বামপাশে থাকা অন্যান্য বাটনগুলো স্পর্শ করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)।

এভাবে কমপক্ষে ৭-১০ দিন প্রেকটিস করতে থাকুন। একটি জিনিস মনেরাখবেন টাইপ করার ক্ষেত্রে হাত কিবোর্ড হতে না উঠিয়ে টাইপ করার চেষ্টা করবেন। শুরুর দিকে এ কাজটি অনেক কঠিন মনেহলেও ধিরে ধিরে একদম পানিরমত সহজ হয়ে যাবে।

যখন আপনি ইংরেজি টাইপে দক্ষ হয়ে উঠবেন এবং কম্পিউটার কিবোর্ডের কোন বাটন কোথায় আছে ভালোভাবে জেনে যাবেন তখন বাংলা টাইপ শুরু করবেন। বাংলা টাইপ শেখার ক্ষেত্রে কিবোর্ডে বাংলা লেখা আছে এমন কিবোর্ড ব্যবহার করবেন। কিভাবে বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করতে হয় সে বিষয়ে বিস্তারিত নিচের টেবিলে এবং PDF ফাইলে পেয়ে যাবেন।

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা টাইপিং শুরু করবেন?

সাধারণত বাজারে বিভিন্ন ধরনের বাংলা কিবোর্ড পাওয়া যায়। আপনি বাজার থেকে কেনার সময় অবশ্যই বিজয় Layout এর একটি কিবোর্ড কিনে নিবেন। নিচের চিত্রে বিজয় কিবোর্ড এর Layout দেখুন। 

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা লেখা শুরু করবেন?

আপনার যদি কম্পিউটার না থাকে তারপরও আপনি চাইলে শুধুমাত্র একটি কিবোর্ড দিয়ে কম্পিউটার টাইপিং শুরু করতে পারেন। তারপর মোটামুটি শিখা হয়েগেলে যেকোন কম্পিউটারে বসে প্রেকটিস করে নিজের অভীজ্ঞতা নিজেই যাচাই করে নিতে পারবেন।

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা লেখা শুরু করবেন?

কম্পিউটারের সামনে বসে টাইপ করার ক্ষেত্রে বাকা হয়ে না বসে সোজা হয়ে বসে কম্পিউটারের স্ক্রিনের দিকে থাকিয়ে টাইপ করার চেষ্টা করবেন। শুরুর দিকে কম্পিউটার স্ক্রিনে থাকিয়ে টাইপ করা কঠিন মনে হতে পারে। তবে দীর্ঘদিন ধরে প্রেকটিস করতে থাকলে আপনি নিজেও একজন অভীজ্ঞ টাইপিস্ট হয়ে উঠবেন।


বিজয় কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ টাইপ করার নিয়ম

অ = Shift+F আ = G+F ই = G+D ঈ = G+(Shift+D) উ = G+S
ঊ = G+(Shift+S) ঋ = G+A এ = G+C ঐ = G+(Shift+C) ও = X
ঔ = G+(Shift+X)

বিজয় কীবোর্ড দিয়ে বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপ করার নিয়ম

ক = J খ = Shift+J গ = O ঘ = Shift+O ঙ = Q
চ = Y ছ = Shift+Y জ = U ঝ = Shift+U ঞ = Shift+I
ট = T ঠ = Shift+T ড = E ঢ = Shift+E ণ = Shift+B
ত = K থ = Shift+K দ = L ধ = Shift+L ন = B
প = R ফ = Shift+R ব = H ভ = Shift+H ম = M
য = W র = V ল = Shift+V শ = Shift+M ষ = Shift+N
স = N হ = I ড় = P ঢ় = Shift+P য় = Shift+W
ৎ = Shift+/ ং = Shift+Q ঃ = / ঁ = Shift+7

বিজয় কিবোর্ড দিয়ে বাংলা কার চিহ্ন টাইপ করার নিয়ম

া = F ি = D ী = Shift+D ুূ = Shift+S ৃ = A
ে = C ৈ = Shift+C ৗ= Shift+X রেফ = Shift+A ্ = G (হসন্ত)
্য = Shift+Z ্র = Z (র-ফলা) । = Shift+G (দাড়ি)

বিজয় কিবোর্ড দিয়ে বাংলা যুক্তবর্ণ টাইপ করার নিয়ম

দ্ম (দ+ম)= L+G+M ট্ট (ট+ট) = T+T
ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) ক্ষ্ম (ক্ষ+ম) = J+G+(Shift+N)+G+M
হ্ম (হ+ম) = I+G+M জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I)
ত্র (ত+র-ফলা)= k+Z হৃ (হ+ ঋ) = I+
ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y ব্ব (ব+ব) = H+G+H
ক্র (ক+র-ফলা) = J+Z দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)
ক্ম (ক+ম) = J+G+M দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L)
গ্ম (গ+ম) = O+G+M ঙ্ক (ঙ+ক) = Q+G+J
ত্থ (ত+থ) = K+G+(Shift+K) ত্ম (ত+ম) = K+G+M
ত্র (ত+র-ফলা)= k+Z হৃ (হ+ ঋ) = I+
ক্র (ক+র-ফলা) = J+Z দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L)
ক্স (ক+স) = J+G+N ক্ম (ক+ম) = J+G+M
গ্ধ (গ+ধ) = O+G+(Shift+L) গ্ম (গ+ম) = O+G+M
ঙ্খ (ঙ+খ) = Q +G+(Shift+J) ন্থ (ন+থ) = B+G+(Shift+K)
ন্ধ (ন+ধ) = B+(Shift+L) ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L)
শ্ম (শ+ম) = (Shift+M)+G+M ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J
ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B) ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M
স্ক্র = N+G+J+Z হ্ন (হ+ন) = I+G+B
ন্ঠ = (Shift+B)+G+(Shift+T) শু (শ+ু) = (Shift+M)+S
ক্ত (ক+ত) = J+G+k দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)
ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U ঙ্গ (ঙ+গ) = Q+G+O
শু (শ+ু) = (Shift+M)+S ঙ্ক (ঙ+ক) = Q+G+J
ত্ত (ত+ত) = K+G+K ন্ম (ন+ম) = B+G+M
ক্স (ক+স) = J+G+N ম্ন (ম+ন) = M+G+B
ঙ্গ (ঙ+গ) = Q+G+O ষ্প (ষ+প) = (Shift+N)+G+R
ঙ্খ (ঙ+খ) = Q+G+(Shift+J) স্থ (স+থ) = N+G+(Shift+K)
ত্ত্ব (ত+ত+ব) = K+G+K+G+H স্ফ (স+ফ) = N+G+(Shift+R)

বিজয় কিবোর্ড এর সম্ভাব্য সকল যুক্তবর্ণ টাইপ করার নিয়ম

ক + ট (J+G+T) = ক্ট -> ডক্টর ক + ষ (J+G+Shift+N) = ক্ষ -> পরীক্ষা
ক + ষ + ণ (J+G+Shift+N+G+Shift B) = ক্ষ্ণ -> তীক্ষ্ণ ক +ষ +ম (J+G+Shift+N+G+M) = ক্ষ্ম -> সূক্ষ্ম
ক + ষ + ব (J+G+Shift+N+G+B) = ক্ষ্ব -> সাক্ষ্বর ক + ট + র (J+G+T+G+V ) = ক্ট্র -> অক্ট্রয়
ক + ত (J+G+K) = ক্ত -> ডাক্তার ক + র (J+G+V) = ক্র -> চক্র
ক + ল (J+G+Shift+V) =ক্ল -> ক্লান্ত ক + স (J+G+N) = ক্স -> বাক্স
খ + র (Shift+J+G+V)= খ্র খ + য (Shift+J+G+W) = খ্য
খ + র (Shift+J+G+V)= খ্র গ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য
গ + র (O+G+V) = গ্র -> গ্রহণ গ + ধ (O+G+Shift+L) =গ্ধ -> মুগ্ধ
গ + ন + য (O+G+B+G+W) =গ্ন্য -> যুগ্ন্য গ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য
ঘ + ন (Shift+O+G+B) = ঘ্ন ঘ + য (Shift+O+G+W)= ঘ্য
ঘ + র (Shift+O+G+V)= ঘ্র ঙ + খ (Q+G+Shift+J) = ঙ্খ -> শঙ্খ
ঙ + ক = (Q+G+J) = ঙ্ক ঙ + ক + ত (Q+G+J+G+K) = ঙ্ক্ত
ঙ + ক + য (Q+G+J+G+W ) = ঙ্ক্য ঙ + গ (Q+G+O) = ঙ্গ
ঙ + গ + ঙ (Q+G+O+G+W) = ঙ্গ্য ঙ + ম ( Q+G+M) = ঙ্ম
চ + ছ + য (Y+G+Shift+Y+G+W) = চ্ছ্য চ + ছ + র (Y+G+Shift+Y+G+V ) = চ্ছ্র
চ + ব (Y+G+H)= চ্ব চ + চ (Y+G+Y) = চ্চ
চ + ছ (Y+G+Shift+Y) = চ্ছ চ + ছ + ব (Y+G+Shift+Y+G+H)= চ্ছ্ব
জ + ঞ (U+G+I) = জ্ঞ -> জ্ঞান জ + ব (U+G+H) = জ্ব ->জ্বর
জ + জ + ব (U+G+U+G+H) = জ্জ্ব -> উজ্জ্বল জ + ঝ (U+G+Shift+U)= জ্ঝ
জ + ঘ + য (U+G+Shift+O+G+W)= জ্ঘ্য ঞ + চ (I+G+Y) = ঞ্চ -> কাঞ্চন
ঞ + ছ (Shift+I+G+Y)= ঞ্ছ ঞ + জ (Shift+I+G+U) =ঞ্জ -> ইঞ্জিল
ঞ + চ ( Shift+I+G+Y) =ঞ্চ ট + ট (T+G+T) = ট্ট -> চট্টগ্রাম
ট + ম (T+G+M) = ট্ম -> কুট্মল ট + ব (T+G+H) = ট্ব -> খট্বা
ড + ব (E+G+H)= ড্ব ড + য (E+G+W)= ড্য
ড + র (E+G+V)= ড্র ঢ + য (E+G+W) = ঢ্য
ঢ + য (Shift+E+G+W)= ঢ্য ঢ + র (Shift+E+G+W) = ঢ্র
ণ + ঠ (Shift+B+G+Shift+T) = ণ্ঠ -> কণ্ঠ ণ + য় (B+G+W) = ণ্য
ণ + ণ (B+G+B) = ণ্ণ ণ + ড + র (Shift+B+G+E+G+V)= ন্ড্র
ত + ন (K+G+B) = ত্ন ত + ত + য (K+G+K+G+W) = ত্ত্য
ত + র + য (K+G+V+G+W)= ত্র্য ->ত্র্যন ত + ব (K+G+H)= ত্ব
ত + থ (K+G+Shift+K) = ত্থ থ + ব (Shift+K+G+H) = থ্ব
থ + য (Shift+K+G+W) = থ্য -> কথ্য থ + র (Shift+K+G+V) = থ্র -> থ্রি
দ + ব (L+G+H) = দ্ব দ (Shift+S) = দূ -> দূত
দ + দ + ব (L+G+L+G+H) = দ্দ্ব দ + ধ (L+G+Shift+L) =দ্ধ -> বিদ্ধা
দ + ভ ( L+G+Shift+H) = দ্ভ -> অদ্ভুত দ + ম (L+G+M) = দ্ম
ধ + ন (Shift+L+G+B) = ধ্ন ধ + য (Shift+L+G+W) = ধ্য
ধ + র (Shift+L+G+V) = ধ্র ন + ট (B+G+T) = ন্ট
ন + ট + য (B+G+T+G+W) = ন্ট্য ন + ড + র (B+G+E+G+V) = ন্ড্র
ন + ড (B+G+E)= ন্ড ন + ত + ব (N+G+K+G+H) = ন্ত্ব
ন + ত + র + য (B+G+K+G+V+G+W) = ন্ত্র ন + থ (B+G+I) = ন্থ
ন + দ ( B+G+L) = ন্দ ন + দ + র (B+G+L+G+V) = ন্দ্র
ন + ধ + য (B+G+Shift+L+G+W) = ন্ধ্য প + ট (R+G+T) = প্ট
প + র (R+G+V) = প্র প + য (R+G+W ) = প্য
ফ + ল (Shift+R+G+Shift+V) = ফ্ল ফ + ব (Shift+R+G+H) = ফ্ব
ফ + র (Shift+R+G+V) = ফ্র ব + ধ (H+G+Shift+L) = ব্ধ
ব + দ (H+G+L)= ব্দ ব + ধ (H+G+Shift+L)= ব্ধ
ব + ব (H+G+H) = ব্ব ব + ল (H+G+Shift+V) = ব্ল
ভ + র (Shift+H+G+V) = ভ্র -> ভ্রমন ভ + ব (Shift+H+G+H) = ভ্ব
ম + প + র (M+G+R+G+V) = ম্প্র ম + ভ (M+G+Shift+H) = ম্ভ
ম + ল (M+G+Shift+V) = ম্ল য + র (W+G+V) = য্র
র + ক (V+G+J) = র্ক র + ত + র (V+G+K+G+R) = র্ত্র
র + ম (V+G+M) = র্ম র + জ + য (V+G+U+G+W) = র্জ্য
র + ত + র (V+G+K+G+V) = র্ত্র র + ধ + ব (V+G+Shift+L+G+H) = র্ধ্ব
র + শ + ব (V+G+Shift+M+G+H) = র্শ্ব ল + ল (Shift+V+G+Shift+V) = ল্ল
ল + ব (Shift+V+G+H) = ল্ব ল + য (Shift+V+G+W) = ল্য
শ + ন (Shift+M+G+B) = শ্ন শ + র (Shift+M+G+V) = শ্র
শ + ম (Shift+M+G+M) = শ্ম ষ + ট(Shift+N+G+T) = ষ্ট
ষ + ঠ (Shift+N+G+Shift+T) = ষ্ঠ -> শ্রেষ্ঠ ষ + ণ (Shift+N+G+Shift+B) = ষ্ণ -> কৃষ্ণ
স + ট + র (N+G+T+G+V) = স্ট্র স + ত + র (N+G+K+G+V) = স্ত্র
স + ত + ব (N+G+K+G+H) = স্ত্ব স + থ (N+G+Shift+K) = স্থ -> স্থান
স + থ + য (N+G+Shift+K+G+W) = স্থ্য ->স্বাস্থ্য স + ব (N+G+H) = স্ব
হ + ম (I+G+M) = হ্ম হ + ন (I+G+B) = হ্ন
হ+ র (I+Z) = হ্র

বাংলা স্বরবর্ণ টাইপ করার নিয়ম

বাংলা ভাষায় মোট ১১টি স্বরবর্ণ আছে। বাংলা টাইপ শেখার ক্ষেত্রে প্রথমে স্বরবর্ণ দিয়ে বাংলা টাইপ শেখা শুরু করবেন। বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে স্বরবর্ণ টাইপ করতে হয় তা নিচে দেওয়া হল। অ ছাড়া বাকি সব স্বরবর্ণ নেয়ার জন্য শুরুতে G চাপতে হয়।

বাংলা স্বরবর্ণ টাইপ করার নিয়ম
Shift+F
G+F
G+D
G+(Shift+D)
G+S
G+(Shift+S)
G+A
G+C
G+(Shift+C)
X
G+(Shift+X)

বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপ করার নিয়ম

বাংলা স্বরবর্ণ শেখা ভালোভাবে শেষ হয়ে গেলে তখন আপনি কীবোর্ড দিয়ে বাংলা ব্যঞ্জন বর্ণ শেখা শুরু করবেন। যখন আপনি বাংলা স্বরবর্ণ ভালোভাবে আয়ত্ম করে নিতে পারবেন তখন ব্যঞ্জনবর্ণ শেখা আপনার জন্য সহজ হবে। নিচে দেখুন-

বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপ করার নিয়ম
J
Shift+J
O
Shift+O
Q
Y
Shift+Y
U
Shift+U
Shift+I
T
Shift+T
E
Shift+E
Shift+B
K
Shift+K
L
Shift+L
B
R
Shift+R
H
Shift+H
M
W
V
Shift+V
Shift+M
Shift+N
N
I
P
Shift+P
Shift+W
Shift+/
Shift+Q
/
Shift+7

বিরাম চিহ্ন টাইপ করার নিয়ম

কার চিহ্ন বা বিরাম চিহ্ন ছাড়া বাংলা টাইপ করা যায় না। যে কোন বাংলা বাক্য লিখতে হলে আপনাকে অবশ্যই কার চিহ্ন বা বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। আপনি যখন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শেখা শেষ হবে তখন কার চিহ্ন টাইপ করা শুরু করবেন। নিচে দেখুন-

বাংলা কার চিহ্ন টাইপ করার নিয়ম
F
C
ি D
Shift+D
S
Shift+S
A
Shift+C
Shift+X
রেফ Shift+A
G (হসন্ত)
্য Shift+Z
্র Z (র-ফলা)
Shift+G (দাড়ি)

যুক্তবর্ণ টাইপ করার নিয়ম

বাংলা ভাষায় অসংখ্য যুক্তবর্ণ রয়েছে। সাধারণত বাংলা টাইপ করার সময় সচরাচর যে সকল যুক্তাক্ষর প্রয়োজন হয় তার প্রায় সবগুলো যুক্ত অক্ষর এখানে শেয়ার করে দেওয়া হল। আশাকরি এই য়ুক্তাক্ষরগুলো শিখলে আর কোন যুক্তবর্ণের প্রয়োজন হবে না।

বাংলা যুক্তবর্ণ টাইপ করার নিয়ম
দ্ম (দ+ম) L+G+M
ক্ষ (ক+ষ) J+G+(Shift+N)
হ্ম (হ+ম) I+G+M
ত্র (ত+র-ফলা) k+Z
ঞ্চ (ঞ + চ) (Shift+I)+G+Y
ক্র (ক+র-ফলা) J+Z
ক্ম (ক+ম) J+G+M
গ্ম (গ+ম) O+G+M
ত্থ (ত+থ) K+G+(Shift+K)
ত্র (ত+র-ফলা) k+Z
ক্র (ক+র-ফলা) J+Z
ক্স (ক+স) J+G+N
গ্ধ (গ+ধ) O+G+(Shift+L)
ঙ্খ (ঙ+খ) Q +G+(Shift+J)
ন্ধ (ন+ধ) B+(Shift+L)
শ্ম (শ+ম) (Shift+M)+G+M
ষ্ণ (ষ+ণ) (Shift+N)+G+(Shift+B)
স্ক্র N+G+J+Z
ট্ট (ট+ট) T+T
ক্ষ্ম (ক্ষ+ম) J+G+(Shift+N)+G+M
জ্ঞ (জ+ঞ) U+G+(Shift+I)
হৃ (হ+ ঋ) I+
ব্ব (ব+ব) H+G+H
দ্ভ (দ+ভ) L+G+(Shift+H)
দ্ধ (দ+ধ) L+G+(Shift+L)
ঙ্ক (ঙ+ক) Q+G+J
ত্ম (ত+ম) K+G+M
হৃ (হ+ ঋ) I+
দ্ধ (দ+ধ) L+G+(Shift+L)
ক্ম (ক+ম) J+G+M
গ্ম (গ+ম) O+G+M
ন্থ (ন+থ) B+G+(Shift+K)
ব্ধ (ব+ধ) H+G+(Shift+L)
ষ্ক (ষ+ক) (Shift+N)+G+J
ষ্ম (ষ+ম) (Shift+N)+G+M
হ্ন (হ+ন) I+G+B
ন্ঠ (Shift+B)+G+(Shift+T)
ক্ত (ক+ত) J+G+k
ঞ্জ (ঞ + জ) (Shift+I)+G+U
শু (শ+ু) (Shift+M)+S
ত্ত (ত+ত) K+G+K
ক্স (ক+স) J+G+N
ঙ্গ (ঙ+গ) Q+G+O
ঙ্খ (ঙ+খ) Q+G+(Shift+J)
ত্ত্ব (ত+ত+ব) K+G+K+G+H
শু (শ+ু) (Shift+M)+S
দ্ভ (দ+ভ) L+G+(Shift+H)
ঙ্গ (ঙ+গ) Q+G+O
ঙ্ক (ঙ+ক) Q+G+J
ন্ম (ন+ম) B+G+M
ম্ন (ম+ন) M+G+B
ষ্প (ষ+প) (Shift+N)+G+R
স্থ (স+থ) N+G+(Shift+K)
স্ফ (স+ফ) N+G+(Shift+R)

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF Download

পোস্টের শুরুর দিকে বলেছিলাম যে, পোস্টের শেষের অংশে আমরা বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম এর PDF ফাইল শেয়ার করব। আমাদের PDF ফাইলটি SuttonyMJ ফন্টে তৈরি করা হয়েছে। আপনি চাইলে এটি PDF ফাইল এর পাশাপাশি MS Word ফরমেটের ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন।

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম এর PDF Download করতে হলে এই পোস্টের কমেন্ট বক্সে আপনার ইমেইল এড্রেস দেন। তাহলে আমরা আপনাকে বিজয় কিবোর্ড এর PDF কপি পাঠিয়ে দিব।

শেষ কথা

বিজয় কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কার ও বিরাম চিহ্ন সহ প্রায় সকল ধরনের বাংলা যুক্তবর্ণ টাইপ করার নিয়ম সঠিক ও নির্ভূলভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশাকরি আপনি এই শীট থেকে বাংলা টাইপ শেখার ক্ষেত্রে উপকৃত হতে পেরেছেন। এই শীটের মধ্যে কোন ধরনের ভূলত্রুটি থাকলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা পুনরায় সংশোধন করে দিব।


Frequently Asked Questions

ক্ষ কিভাবে লেখে?
ক্ষ লেখার জন্য প্রথমে বিজয় কী-বোর্ড বাংলা করে নিতে হবে। তারপর ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) টাইপ করলে ক্ষ অক্ষর লেখা হয়ে যাবে। আসলে এই অক্ষরটি (ক+ক) নয়। প্রকৃতপক্ষে এটা হচ্ছে ক+ষ।
হ্ম কিভাবে লিখতে হয়?
এই হ্ম অক্ষরটি দেখতে অনেকটা জঠিল লাগে। সেই জন্য অনেকে মনেকরে এটির মধ্যে অনেকগুলো অক্ষর আছে। প্রকৃতপক্ষে এটা হচ্ছে (হ+ম)। এই অক্ষর হ্ম (হ+ম) = I+G+M লিখলে সহজে হয়ে যায়।
জ্ঞ কিভাবে লিখতে হয়?
জ্ঞ লেখার জন্য আপনাকে (জ+ঞ) টাইপ করতে হবে। এ ক্ষেতে গতানুগতিকভাবে আমরা যেভাবে অক্ষর টাইপ করি সেই ভাবে জ লিখে সংযুক্ত ঞ লিখলে জ্ঞ অক্ষর টাইপ হয়ে যাবে।
ন্ত্র কিভাবে লেখে?
প্রথমে জানতে হবে এটির মধ্যে কোন কোন অক্ষর আছে। তাহলে আপনি সহজে লেখতে পারবেন। এটি ভাঙ্গলে দাড়ায় ন+ত+্র। এখ নিশ্চয় আপনি খুব সহজে "ন্ত্র" যুক্ত বর্ণটি টাইপ করতে পারবেন।
ণ্ঠ যুক্তবর্ণ কিভাবে টাইপ করতে হয়?
এই যুক্তবর্ণটির মধ্যে ণ+ঠ রয়েছে। কাজেই (Shift+N)+G+Shift+T টাই করলেই ণ্ঠ যুক্তবর্ণ টাইপ হবে। আসলে যেকোন যুক্তবর্ণের মধ্যে কোন কোন অক্ষর আছে তা জানলে যুক্তবর্ণ টাইপ করা সহজ হয়।
‘ঞ্চ’ কীভাবে লিখতে হয়?
এই যুক্ত বর্ণের মধ্যে (ঞ+চ) রয়েছে। কাজেই ‘ঞ্চ’ লেখার জন্য ঞ এর জন্য “Shift + I” এবং চ এর জন্য “Y” চাপতে হবে। অর্থাৎ Shift + I + Y চাপলে ‘ঞ্চ’ টাইপ হবে।
‘ঞ্ছ’ লেখার নিয়ম কী?
এই যুক্ত বর্ণের মধ্যে (ঞ+ছ) রয়েছে। কাজেই ‘ঞ্ছ’ লেখার জন্য ঞ এর জন্য “Shift + I” এবং ছ এর জন্য “Shift + Y” চাপতে হবে। অর্থাৎ (Shift + I) + (Shift + Y) চাপলে ‘ঞ্ছ’ টাইপ হবে।
‘ষ্ণ’ টাইপ করতে কী কী চাপতে হয়?
এই যুক্ত বর্ণের মধ্যে (ষ+ণ) রয়েছে। কাজেই ‘ষ্ণ’ লেখার জন্য ষ এর জন্য “Shift + N” এবং ণ এর জন্য “Shift + B” চাপতে হবে। অর্থাৎ (Shift + N) + (Shift + B) চাপলে ‘ষ্ণ’ টাইপ হবে।
‘হ্ণ’ টাইপ করার নিয়ম কী?
‘হ্ণ’ লেখার ক্ষেত্রে হ এর জন্য “i” এবং ণ এর জন্য “Shift + B” চাপতে হয়। অর্থাৎ I + Shift + B চাপলেই ‘হ্ণ’ লেখা যাবে।
‘ঙ্ক’ কীভাবে লিখবো?
‘ঙ্ক’ টাইপ করতে ঙ এর জন্য “Q” এবং ক এর জন্য “J” চাপতে হবে। ফলে Q + J চাপলে ‘ঙ্ক’ লেখা সম্ভব।
‘দ্ধ’ টাইপ করার উপায় কী?
এই যুক্ত বর্ণের মধ্যে দ এবং ধ অক্ষর দুটি রয়েছে। কাজেই ‘দ্ধ’ লেখার জন্য প্রথমে দ এর জন্য “L” এবং পরে ধ এর জন্য “Shift + L” চাপতে হয়। অর্থাৎ L + Shift + L চাপলে ‘দ্ধ’ লেখা যাবে।
Next Post Previous Post
1006 Comments
  • Unknown
    Unknown December 23, 2021 at 12:27 AM

    শেয়ার করার পরও ডাউনলোড অপশন আসতেছে না।
    obayedullah9430@gmail.com

  • Unknown
    Unknown December 26, 2021 at 1:05 AM

    আমি পি,ডি,এফ চাই আমার ইমেইলঃ saiful.hossain46@gmail.com

  • Unknown
    Unknown December 26, 2021 at 1:12 AM

    saiful.hossain46@gmail.com

  • Unknown
    Unknown December 26, 2021 at 1:14 AM

    Please pdf file : saiful.hossain46@gmail.com

  • কাইয়ুম
    কাইয়ুম December 27, 2021 at 6:29 PM

    শেয়ার করার পর ও লিংক পেলাম না আমি। আমার ওয়ার্ড ফাইলটা লাগবে

  • Online marketing for All Category
    Online marketing for All Category December 31, 2021 at 10:40 AM

    amanullah554963@gmail.com pdf file ta email koren please

  • Unknown
    Unknown January 7, 2022 at 7:26 PM

    share korar poreo vai pdf download link pai nai
    mdhabibchowdhury330@gmail.com

  • Parvez Mossharoof
    Parvez Mossharoof January 7, 2022 at 9:59 PM

    bro email a pdf file ta den bangla tyepe ar (canoviasoftware@gmail.com)

  • Parvez Mossharoof
    Parvez Mossharoof January 7, 2022 at 10:00 PM

    send Pdf(canoviasostware@gmail.com) this email

  • Unknown
    Unknown January 11, 2022 at 10:13 AM

    vai sharer er por o link kaj korena.. kindly amake mail e send korte parben.
    Thank you...
    gloriusit2022@gmail.com

  • Unknown
    Unknown January 12, 2022 at 3:43 PM

    jahmedbd420@gmail.com
    Pdf mail please

  • Unknown
    Unknown January 13, 2022 at 4:48 PM

    PDF & DOC file sand kore diben pls.

    jubayer.Shovon417@gmail.com

  • Unknown
    Unknown January 17, 2022 at 7:39 PM

    tanjidhosen12@gmail.com PDF file ta kindly sent koran.

  • ms.dizan
    ms.dizan January 19, 2022 at 12:27 AM

    আসসালামু আলাইকুম সার
    আমি পোস্ট টা সেয়ার করসি...।আমি কি ভাবে ডাউনলোড করবো বুঝতে পারছি না।

  • Naimur Rahman
    Naimur Rahman January 19, 2022 at 7:56 PM

    ভাই email file টা দিয়েন

  • Naimur Rahman
    Naimur Rahman January 19, 2022 at 8:10 PM

    nrperfect2@gmail.com

    Pdf file deya kbe

  • Naimur Rahman
    Naimur Rahman January 19, 2022 at 8:14 PM

    nrperfect2@gmail.com

    Send me pdf file

  • Naimur Rahman
    Naimur Rahman January 19, 2022 at 8:20 PM

    pdf file send me

    nrperfect2@gmail.com

  • Naimur Rahman
    Naimur Rahman January 19, 2022 at 8:52 PM

    nrperfect2@gmai.com

    send me pdf file

  • Unknown
    Unknown January 20, 2022 at 2:34 PM

    pdf link ta lagbe

  • Unknown
    Unknown January 20, 2022 at 2:35 PM

    pdf link ta lagbe

  • হারুন অর রশিদ
    হারুন অর রশিদ January 20, 2022 at 9:51 PM

    দয়া করে আমার মেইলে একটু পঠাবেন ভাই।

  • হারুন অর রশিদ
    হারুন অর রশিদ January 20, 2022 at 9:54 PM

    please sent me harunraj007@gmail

  • Remon
    Remon January 28, 2022 at 2:11 AM

    remonaftab@gmail.com

    Please send this file at this email

  • Unknown
    Unknown January 29, 2022 at 11:29 AM

    Plz,
    Send me Pdf file....

  • Unknown
    Unknown January 31, 2022 at 12:24 PM

    কিভাবে পাব

  • Unknown
    Unknown January 31, 2022 at 2:47 PM

    sapnilboss@gmail.com

    এই মেইলে পিডিএফ দিবেন

  • Unknown
    Unknown January 31, 2022 at 5:15 PM

    Please sir my gmail*** sahidahmad928@gmail.com

  • Unknown
    Unknown February 3, 2022 at 8:07 AM

    স্যার আমাকে দেন,

  • Unknown
    Unknown February 3, 2022 at 8:07 AM

    স্যার আমাকে দেন,
    আমিও শিখি

  • Unknown
    Unknown February 5, 2022 at 11:33 AM

    noymur06021991@gmail.com

  • Eng. aminul Islam Mukta
    Eng. aminul Islam Mukta February 5, 2022 at 9:33 PM

    mukta.tex@gmail.com এ লিং দেন ভাই pDf file ta

  • Unknown
    Unknown February 6, 2022 at 2:30 PM

    shadinfarazi9661@gmail.com

    nurulislam9661@yahoo.com

    আমাকে Word ও PDF দুই রকমেরই দিয়েন ভাই
    দয়াকরে আর ফেইসবুকে আপনার লিংক সেয়ার করেছি..!

  • Unknown
    Unknown February 7, 2022 at 11:09 AM

    Sakibullijon@gmail.com

  • Joy
    Joy February 8, 2022 at 9:57 PM

    Facebook ye share korar poro Download Option ashche nay to... Plz Send me: farhankamal798@gmail.com

  • Anonymous
    Anonymous February 11, 2022 at 10:39 PM

    VAI EI EMAIL E PATHIYE DEN md62sa@gmail.com

  • Unknown
    Unknown February 16, 2022 at 10:38 AM

    Please sent me PDF file.

  • Jahid
    Jahid February 22, 2022 at 2:30 PM

    Vai /Sir, আমি ৩৯ তম সাব ইন্সপেক্টর ক্যাডেট ব্যাচের লিখিত পাসপূর্বক একজন কম্পিউটার ও ভাইভা পরীক্ষার্থী। আমি কম্পিউটারে আপনাদের পিডিএফ গুলো পেতে খুবই আগ্রহী। পরামর্শ ও পিডিএফ দিয়ে সহায়তা করার অনুরোধ রইলো

    • Rashid
      Rashid February 22, 2022 at 5:04 PM

      আপনার ইমেইল এড্রেস শেয়ার করেন। আমরা পিডিএফ ফাইল পাঠিয়ে দিচ্ছি।

      Congratulation and wellcome Bangladesh Police...

  • Md.Munna
    Md.Munna February 23, 2022 at 11:02 AM

    Bhai, i want pdf copy, can i have one copy pls.
    my email sudin4tx@gamil.com

  • Unknown
    Unknown February 28, 2022 at 3:10 PM

    যুক্তবর্ণ pdf ফাইলটা দিন প্লিজ

  • Unknown
    Unknown March 1, 2022 at 5:46 PM

    mdakashbhuiyan1287@gmail.com plz sir

  • Unknown
    Unknown March 5, 2022 at 11:08 AM

    আমি শেয়ার দিয়েছি, আমাকে মেইলে লিংক টা ‍দিন
    maflibrary111@gmail.com

  • Unknown
    Unknown March 6, 2022 at 8:42 PM

    vai share korlam but unlock to holo na

  • Rafiqul Islam Niloy
    Rafiqul Islam Niloy March 6, 2022 at 9:53 PM

    pdf ta dile onek upokrito hotam , mon theke ogrim doa roilo vai ,
    rafiqulislamniloy0@gmail.com

  • Graphics Design
    Graphics Design March 11, 2022 at 1:30 PM

    riad.hassan52@gmail.com
    Vai pdf ta lagbe.. Please sent me

  • Graphics Design
    Graphics Design March 11, 2022 at 1:31 PM

    riad.hassan52@gmail.com
    Vai pdf ta lagbe.. Please sent me

  • Graphics Design
    Graphics Design March 11, 2022 at 1:31 PM

    riad.hassan52@gmail.com
    Vai pdf ta lagbe.. Please sent me

  • Unknown
    Unknown March 11, 2022 at 2:40 PM

    Bangla typing sheet ta amre jsakib029@gmail.com patay den please

  • Abhijit
    Abhijit March 19, 2022 at 10:22 PM

    শেয়ার কলাম কিন্তু ডাউনলোড অফশান তো পাইলাম না

  • Anamul Hoq
    Anamul Hoq March 22, 2022 at 3:07 PM

    ভাইয়া আমি ফেসবুকে শেয়ার করছি পোস।টটা। স্ক্রিনশট কিভাবে পাঠাবো? আমাকে পিডিএফ টা দিলে খুব ভালো হয়। eamil: anamulhoq5050@gmail.com

  • Unknown
    Unknown April 4, 2022 at 4:52 AM

    shamimhossain39039820@gmail.com এটাতে pdf টা পাঠান প্লিজ

  • Unknown
    Unknown April 5, 2022 at 2:00 PM

    pdf ফাইল পাইলাম না,,, শেয়ার করেওও,,

  • Unknown
    Unknown April 7, 2022 at 3:03 PM

    PDF তো পালাম না ভাই।

  • Unknown
    Unknown April 7, 2022 at 3:05 PM

    tofazzol6699@gmail.com

  • Unknown
    Unknown April 9, 2022 at 10:29 AM

    vai amake pdf file ta den
    mdshayhan5@gmail.com

  • Bd
    Bd April 16, 2022 at 8:48 AM

    অনুগ্রহ পূর্বক send করুন।
    rumonakhi86@gmail.com

  • Unknown
    Unknown April 16, 2022 at 12:35 PM

    mdremo9734@gmail.com

  • Unknown
    Unknown April 17, 2022 at 2:08 PM

    ভাই সেয়ার করসি কিন্তু আনলগ হই না

  • md abuhanif
    md abuhanif May 5, 2022 at 9:59 AM

    sir ami download korte parci na .....
    mdabuhanif7676@gmail.com

  • Anonymous
    Anonymous May 8, 2022 at 12:14 PM

    plz give me pdf file

    baborsnd@gmail.com

  • Anonymous
    Anonymous May 10, 2022 at 5:57 AM

    Please send me PDF file
    hafezabdulmotin853@gmail.com

  • Anonymous
    Anonymous May 10, 2022 at 1:20 PM

    Dear sir, please need pdf file Bijoy Bangla typing.
    hr19@hip.rflgroupbd.com

  • Anonymous
    Anonymous May 21, 2022 at 5:11 PM

    ভাই আপানাদের বিজয় বাংলা লেখার পিডিএফ টা অনেক সুন্দর ।যদি একটু মেইল করে দিতেন অনেক উপকারি হতো আমার জন্য। monowarhossinpappu@gmail.com

  • Anonymous
    Anonymous May 30, 2022 at 2:17 PM

    শেয়ার করছি কিন্তু লিংক ওপেন হচ্ছে না

  • Anonymous
    Anonymous June 1, 2022 at 9:30 PM

    স্যার প্রিজ পি ডি এফ ফাইল টা দিবেন।

  • Anonymous
    Anonymous June 4, 2022 at 7:41 PM

    Dear Sir,
    Very nice your Bangla PDF, is it possible to send my email.
    dfmatindulal@gmail.com

  • Anonymous
    Anonymous June 13, 2022 at 1:55 PM

    স্যার প্লিজ মেইল করুন, শেয়ার ডান। devpartho4390@gmail.com

  • Anonymous
    Anonymous June 13, 2022 at 2:04 PM

    vai,, please give me devpartho4390@gmail.com

  • Anonymous
    Anonymous June 27, 2022 at 7:56 PM

    hasanamit316@gmail.com

    Please amakee pdf ta den

  • Anonymous
    Anonymous June 29, 2022 at 5:39 AM

    Bhi shear dilam holona..... nayemislam5858@gmail.com

  • Anonymous
    Anonymous June 29, 2022 at 2:27 PM

    mehrab10uf@gmail.com
    send me here pdf

  • Anonymous
    Anonymous June 30, 2022 at 2:59 PM

    কিবোর্ড এর ‍সকল চিহ্নের নাম দিতে পারবেন?

  • Anonymous
    Anonymous July 22, 2022 at 1:26 PM

    শীট টা নিতে পারি।কিভাবে

  • Anonymous
    Anonymous July 31, 2022 at 12:02 AM

    Please share PDF file.
    md.sishir3@gmail.com

  • Sourav
    Sourav August 23, 2022 at 9:38 AM

    I can't download pdf file. Please send me in email.
    souravdutta053@gmail.com

  • Anonymous
    Anonymous August 25, 2022 at 9:29 PM

    md.sizan1270@gmail.com
    sir i need this file .....

  • Shabuz Rayhan
    Shabuz Rayhan August 25, 2022 at 10:22 PM

    অনেক সুন্দর হয়েছে আপনার পোস্টটি। এখান থেকে আমি অনেক বাংলা টাইপিং লেখার বিষয়গুলো জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এই রকম একটি পোস্ট পাবলিশ করার জন্য।

  • দুলাল মিয়া
    দুলাল মিয়া September 3, 2022 at 3:04 PM

    ভাই পিডিএফ টা লাগবে। শেয়ার দিয়েও পায়নি। ইমেইল : dulalmiahz9988@gmail.com

  • Kazi Shagor
    Kazi Shagor September 6, 2022 at 8:27 PM

    Please send me pdf/word format, kazishagor251@gmail.com

  • Anonymous
    Anonymous September 8, 2022 at 2:55 PM

    jbalmahmud@gmail.com পিডিএফ ফাইলটা দিবেন 😍

  • Anonymous
    Anonymous September 24, 2022 at 10:58 AM

    ভাই শেয়ার করলাম কিন্তু লিংক তো পেলাম না।

  • Anonymous
    Anonymous September 24, 2022 at 11:00 AM

    আমার মেইল
    mdfaisal002.mf@gmail.com

  • Anonymous
    Anonymous October 22, 2022 at 3:40 AM

    Vai I Need it
    E-mail : sjiadkhan6@gmail.com

  • Anonymous
    Anonymous November 1, 2022 at 2:21 PM

    "ক্তৃ" কিভাবে লিখবো?

  • Anonymous
    Anonymous November 1, 2022 at 2:23 PM

    ক্তৃ কিভাবে লিখবো?

  • Anonymous
    Anonymous November 1, 2022 at 2:25 PM

    ashibul.dae.bd@gmail.com

  • Anonymous
    Anonymous November 2, 2022 at 7:29 PM

    তোমাকে কেউ সাহায্য করুন ।
    শেয়ার করেছি কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছি না
    আমার ইমেইলে কেউ পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবেন
    abudaud376@gmail.com

  • Anonymous
    Anonymous November 3, 2022 at 10:58 AM

    Please Help Me Bijoy Bangla SutonnyMJ PDF

    mohammadabudaud2022@gmail.com

  • Anonymous
    Anonymous November 3, 2022 at 11:08 AM

    আমি আপনার সব কিছু শেয়ার করেছি বাংলা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছি না । SutonnyMJ দয়া করে পিডিএফ ফাইল email পাঠিয়ে দিন
    mohammadabudaud2022@gmail.com

  • Anonymous
    Anonymous November 3, 2022 at 11:20 AM

    ভাই প্লিজ পিডিএফ ফাইল দেন । বাংলা
    mohammadabudaud2022@gmail.com

  • Anonymous
    Anonymous November 3, 2022 at 11:48 AM

    হ্যালো স্যার আপনার ওয়েবসাইটে শেয়ার করার পর বিজয় কোন পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছি না। যদি একটু সাহায্য করেন আমার ইমেইলে পাঠিয়ে দিলে উপকার হয়। abudaud376@gmail.com

  • Anonymous
    Anonymous November 12, 2022 at 3:04 PM

    Please send me Download link my mail :- nazmulhossain.mmk@gmail.com

  • Anonymous
    Anonymous November 13, 2022 at 1:27 PM

    দাদা, আমি ফেসবুকে share করার পরেও unlock করতে পারেনি .... আমাকে আপনি manushdhar@gmail.com এই Gmail - এ পাঠান।
    আমি অনেকটা উপকৃত হব এবং অপরকে কাছে share করব।
    সাহায্য করুন ।

  • Anonymous
    Anonymous November 13, 2022 at 1:32 PM

    দাদা, আমি ফেসবুকে share করার পরেও unlock করতে পারেনি .... আমাকে আপনি manushdhar@gmail.com এই Gmail - এ pdf টি পাঠান ।
    আমি অনেকটা উপকৃত হব এবং অপরকে কাছে share করব।
    সাহায্য করুন ।

  • Anonymous
    Anonymous November 14, 2022 at 12:29 PM

    ভাই জিমেইলে ফাইলটি দিলে উপকৃত হতাম।
    saahsanfokir2018@gmail.com

  • Anonymous
    Anonymous November 18, 2022 at 3:18 PM

    শেয়ার করার পর ডাউনলোড করতে পারছিনা। এটা আমার ই মেইল mohsinazad@yahoo. com

  • Anonymous
    Anonymous November 23, 2022 at 11:40 PM

    ‍sadekpu3377@gmail.com

  • Anonymous
    Anonymous November 27, 2022 at 11:38 AM

    fasihab37@gmail.com

    Plz send this file

  • Anonymous
    Anonymous December 5, 2022 at 6:34 PM

    পিডিএফ টা পাই নি। কাইন্ডলি আমাকে মেইল করবেন?
    sadatspt@gmail.com

  • Anonymous
    Anonymous December 9, 2022 at 12:15 PM

    ,mbprince94@gmail.com

    Pdf plz

  • Anonymous
    Anonymous December 20, 2022 at 6:15 PM

    Please send me PDF file
    aminulislamramim2@gmail.com

  • Anonymous
    Anonymous December 20, 2022 at 6:16 PM

    Please send me PDF file
    aminulislamramim2@gmail.com

  • Anonymous
    Anonymous January 11, 2023 at 11:02 PM

    jahidislambd980@gmail.com ভাই এই Gmail এ পাঠায় দেন please

  • Anonymous
    Anonymous January 14, 2023 at 9:01 PM

    Sir, pleased sent me pdf file
    mijanchowdhurymunna@gmail.com

  • Anonymous
    Anonymous January 19, 2023 at 7:53 AM

    Sir, please send me pdf file muhammadatikur1998@gmail.com

  • Anonymous
    Anonymous January 21, 2023 at 11:48 AM

    raju01707890792@gmail.com

  • Anonymous
    Anonymous January 29, 2023 at 8:19 PM

    Please send me pdf file at bellow email id : asmhelal86@gmail.com

  • Anonymous
    Anonymous January 31, 2023 at 12:08 PM

    mshorifmia@gmail.com

  • Anonymous
    Anonymous February 9, 2023 at 11:17 PM

    jahangiralam175700@gmail.com, vai pdf ta dorkar

  • Anonymous
    Anonymous February 27, 2023 at 4:30 PM

    ami pdf dwonload korte parcina,plz ektu pdf ta email dila upokirito hobo.

    aminulislam01586@gmail.com

  • Anonymous
    Anonymous March 11, 2023 at 11:22 AM

    mahadicomputers01@gmail.com

  • Anonymous
    Anonymous March 14, 2023 at 1:07 AM

    আমার মেইল এ পিডিএফ টা পাঠিয়ে দেন।
    mahmudulbijoy2@gmail.com

  • Anonymous
    Anonymous March 17, 2023 at 9:43 AM

    Dear sir, Ami post ti shere kortesi but pdf download korar kono option paitesi na .doya Kore Jodi pdf ta Amar email a den khuboi upokrito hotam. Email I'd is : skshamimhossain1995@gmail.com

  • khokon
    khokon March 29, 2023 at 10:59 PM

    ২টা শেয়ার করেছি প্লিজজ
    Pragyananda64@gmail.com

  • Anonymous
    Anonymous April 14, 2023 at 4:43 AM

    Vaii share korchii but download korte parchii nah
    This is my email
    farhan.mithu17@gmail.com
    Please send me

  • Anonymous
    Anonymous April 27, 2023 at 9:06 AM

    ো কিভাবে লিখব? ো লিখা নিয়া সমস্যা হচ্ছে। প্লিজ হেল্প...

  • Anonymous
    Anonymous April 30, 2023 at 2:28 PM

    abdulaziz.aziz125@gmail.com পিডিএফটা লাগবে।

  • Anonymous
    Anonymous May 1, 2023 at 12:06 PM

    mdm512320@gmail.com

  • Anonymous
    Anonymous May 8, 2023 at 4:17 PM

    শেয়ার করছি pdf দেন ভাই
    mdemonrahman92@gmail.com

  • Anonymous
    Anonymous May 9, 2023 at 2:24 PM

    mdratul88555@gmail.com.sir PDF please

  • Anonymous
    Anonymous May 14, 2023 at 6:52 PM

    Please sir
    tohacomilla@gmail.com

  • Anonymous
    Anonymous May 15, 2023 at 12:05 PM

    manikislamihe9@gmail.com
    Send file please

  • Anonymous
    Anonymous May 23, 2023 at 11:03 AM

    please send me pdf bappyfauqui230@gmail.com

  • Anonymous
    Anonymous May 27, 2023 at 11:15 PM

    বেশ কয়েকবার শেয়ার করেছি কিন্তু শেয়ার হচ্ছে না । আমি পিডিএফ ডাউনলোড করতে চাই। প্লিজ হেল্প।

  • Anonymous
    Anonymous May 27, 2023 at 11:18 PM

    শেয়ার করার জন্য অনেক চেস্টা করলাম কিন্তু শেয়ার হচ্ছে না। আমি পিডিএফ পেতে চাই। প্লিজ হেল্প। আমার ইমেইল shafiqulsae@gmail.com

  • Anonymous
    Anonymous June 17, 2023 at 11:35 AM

    Amake ki Pdf ta Mail diban Donnobad,
    mranaullah@gmail.com

Add Comment
comment url