বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF
কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে বিজয় কিবোর্ড সবচাইতে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি কিবোর্ড। বাংলাদেশে যত ধরনের সরকারী বেসরকারী অফিস ও আদালত রয়েছে প্রায় সব অফিসেই কম্পিউটারে বাংলা টাইপিং এর ক্ষেত্রে বিজয় কীবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। বিজয় কিবোর্ডের জনপ্রিয়তার কারণ হচ্ছে বিজয় কিবোর্ড দিয়ে যেকোন ধরনের যুক্তবর্ণ নিখুতভাবে টাইপ করা যায়।
অন্যান্য কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করা সম্ভব হলেও যুক্তবর্ণ টাইপ করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তাছাড়া বিজয় কিবোর্ড সফটওয়ার ব্যবহার করে একসাথে Unicode এ অনলাইনে টাইপ করার সুবিধা থাকায় কম্পিউটার টাইপিস্টরা বিজয় কিবোর্ডকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।
বর্তমানে বেশীরভাগ সরকারী বেসরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে কম্পিউটারে জানার বিষয়টি উল্লেখ থাকে। এ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ লোকজন কম্পিউটার মোটামুটি জানে কিন্তু টাইপ না জানার কারনে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করতে পারে না। তাছাড়া কিছু অধঃস্তন চাকরি রয়েছে (যেমন-অফিস সহকারী ও কাম-কম্পিউটার অপারেটর) যেগুলোতে টাইপ ভালোভাবে জানা না থাকলে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করা সম্ভব হয় না।
আজকের পোস্টের শুরু দিকে আমরা বিজয় কিবোর্ডে টাইপ শেখার কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তারপর বাংলা লেখার অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার পদ্ধতিগুলো দেখব। সবশেষে বিজয় কিবোর্ডের Layout এর মাধ্যমে অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার একটি PDF ফাইল শেয়ার করব।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?
অধিকাংশ লোক অনলাইনে বিজয় কিবোর্ড এর সহজ টাইপিং পদ্ধতি খুঁজে থাকে। প্রকৃতপক্ষে সহজভাবে টাইপিং শেখার কোন নিয়ম বা পদ্ধতি নেই। বিশেষকরে বিজয় সফটওয়ার দিয়ে টাইপিং শিখতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য্য ধরে দীর্ঘদিন অনুশীলন করতে হবে। এ ক্ষেত্রে কেউ আপনাকে কোন ধরনের শর্টকার্ট নিয়ম শিখিয়ে দিলেও আপনি সেই নিয়ম অনুসরণ করে পরিপূর্ণভাবে টাইপ শিখতে পারবেন না।
কোন কম্পিউটার এক্সপার্ট আপনাকে কম্পিউটারের প্রোগ্রাম ভালো করে শিখিয়ে দিতে পারলেও আপনার অনুশীলন ছাড়া অন্য কেই টিপস দিয়ে টাইপিং শিখিয়ে দিতে পারবে না। আমি নিজেও আপনাকে এই পোস্টের সাহায্যে টাইপ শিখাতে পারব না। আমি আপনাকে শুধুমাত্র টাইপ প্রেকটিস করার সহজ কৌশলগুলো বলে দেব। কিন্তু আপনার ধের্য্য আর অনুশীলন ছাড়া আমি আপনাকে টাইপ শিখাতে পারব না। তবে আশাকরি এই কৌশলগুলো আপনাকে দ্রুত টাইপ শিখাতে অনেক হেল্প করবে।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ শেখা শুরু করবেন?
আপনি ইংরেজী টাইপ করা না জেনে প্রথমেই বাংলা টাইপ শিখতে যাবেন না। তাহলে কোনভাবে আপনি বাংলা টাইপ শিখতে পারবেন না। বাংলা টাইপ শিখার পূর্বের অবশ্যই আপনি ভালোভাবে ইংরেজী টাইপ আয়ত্ম করে নিবেন। যখন ইংরেজী টাইপ পুরোপুরি আয়ত্ম করে নিবেন তখন বাংলা টাইপ করা আপনার জন্য সহজ হবে।
ইংরেজী টাইপ শেখা শুরু করার পূর্বে কিছু বিষয় জেনে নিতে হবে। কারণ টাইপের বেসিক থিয়রি না বুঝে টাইপ করতে শুরু করলে কোন লাভ হবে। নিয়ম না মেনে টাইপ করলে সারা জীবন টাইপ করেই যাবেন কিন্তু টাইপের গতি বৃদ্ধি পাবে না।

উপরের চিত্র হতে আপনার হাতের সবগুলো আঙ্গুল এর নাম ভালোভাবে শিখে নিন। এ বিষয় টাইপের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও টাইপ করার সময় প্রয়োজন পড়বে।

উপরের চিত্রটি ভালোভাবে দেখুন। এখানে আপনার হতে কোন আঙ্গুল কম্পিউটার কিবোর্ডের কোথায় বসাতে হবে সেটি নির্দেশ করছে। নিচের চিত্রটি দেখলে আপনারা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন।

উপরের চিত্রে যেভাবে কিবোর্ডে হাতের আঙ্গুল বসানো হয়েছে ঠিক সেইভাবে আপনার হাতে প্রতিটি আঙ্গুল কিবোর্ডে বসাতে হবে। প্রথমে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল Space Bar, তর্জনী আঙ্গুল J অক্ষরে, মধ্যমা K অক্ষরে, অনামিকা L অক্ষরে এবং কনিষ্টা P অক্ষরে বসাতে হবে। আপনার ডান হাত দ্বারা কিবোর্ডের ডানপাশের অন্যান্য বাটনগুলো স্পর্শ করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)। তারপর বাম হাতের বৃদ্ধা আঙ্গুল Space Bar, তর্জনী আঙ্গুল F অক্ষরে, মধ্যমা D অক্ষরে, অনামিকা S অক্ষরে এবং কনিষ্টা A অক্ষরে বসাতে হবে। ডান হতের মত বাম হাত দিয়েও কিবোর্ডের বামপাশে থাকা অন্যান্য বাটনগুলো স্পর্শ করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)।
এভাবে কমপক্ষে ৭-১০ দিন প্রেকটিস করতে থাকুন। একটি জিনিস মনেরাখবেন টাইপ করার ক্ষেত্রে হাত কিবোর্ড হতে না উঠিয়ে টাইপ করার চেষ্টা করবেন। শুরুর দিকে এ কাজটি অনেক কঠিন মনেহলেও ধিরে ধিরে একদম পানিরমত সহজ হয়ে যাবে।
যখন আপনি ইংরেজি টাইপে দক্ষ হয়ে উঠবেন এবং কম্পিউটার কিবোর্ডের কোন বাটন কোথায় আছে ভালোভাবে জেনে যাবেন তখন বাংলা টাইপ শুরু করবেন। বাংলা টাইপ শেখার ক্ষেত্রে কিবোর্ডে বাংলা লেখা আছে এমন কিবোর্ড ব্যবহার করবেন। কিভাবে বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করতে হয় সে বিষয়ে বিস্তারিত নিচের টেবিলে এবং PDF ফাইলে পেয়ে যাবেন।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা টাইপিং শুরু করবেন?
সাধারণত বাজারে বিভিন্ন ধরনের বাংলা কিবোর্ড পাওয়া যায়। আপনি বাজার থেকে কেনার সময় অবশ্যই বিজয় Layout এর একটি কিবোর্ড কিনে নিবেন। নিচের চিত্রে বিজয় কিবোর্ড এর Layout দেখুন।

আপনার যদি কম্পিউটার না থাকে তারপরও আপনি চাইলে শুধুমাত্র একটি কিবোর্ড দিয়ে কম্পিউটার টাইপিং শুরু করতে পারেন। তারপর মোটামুটি শিখা হয়েগেলে যেকোন কম্পিউটারে বসে প্রেকটিস করে নিজের অভীজ্ঞতা নিজেই যাচাই করে নিতে পারবেন।

কম্পিউটারের সামনে বসে টাইপ করার ক্ষেত্রে বাকা হয়ে না বসে সোজা হয়ে বসে কম্পিউটারের স্ক্রিনের দিকে থাকিয়ে টাইপ করার চেষ্টা করবেন। শুরুর দিকে কম্পিউটার স্ক্রিনে থাকিয়ে টাইপ করা কঠিন মনে হতে পারে। তবে দীর্ঘদিন ধরে প্রেকটিস করতে থাকলে আপনি নিজেও একজন অভীজ্ঞ টাইপিস্ট হয়ে উঠবেন।
অ = Shift+F | আ = G+F | ই = G+D | ঈ = G+(Shift+D) | উ = G+S |
ঊ = G+(Shift+S) | ঋ = G+A | এ = G+C | ঐ = G+(Shift+C) | ও = X |
ঔ = G+(Shift+X) |
ক = J | খ = Shift+J | গ = O | ঘ = Shift+O | ঙ = Q |
চ = Y | ছ = Shift+Y | জ = U | ঝ = Shift+U | ঞ = Shift+I |
ট = T | ঠ = Shift+T | ড = E | ঢ = Shift+E | ণ = Shift+B |
ত = K | থ = Shift+K | দ = L | ধ = Shift+L | ন = B |
প = R | ফ = Shift+R | ব = H | ভ = Shift+H | ম = M |
য = W | র = V | ল = Shift+V | শ = Shift+M | ষ = Shift+N |
স = N | হ = I | ড় = P | ঢ় = Shift+P | য় = Shift+W |
ৎ = Shift+/ | ং = Shift+Q | ঃ = / | ঁ = Shift+7 |
া = F | ি = D | ী = Shift+D | ুূ = Shift+S | ৃ = A |
ে = C | ৈ = Shift+C | ৗ= Shift+X | রেফ = Shift+A | ্ = G (হসন্ত) |
্য = Shift+Z | ্র = Z (র-ফলা) | । = Shift+G (দাড়ি) |
দ্ম (দ+ম)= L+G+M | ট্ট (ট+ট) = T+T |
ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) | ক্ষ্ম (ক্ষ+ম) = J+G+(Shift+N)+G+M |
হ্ম (হ+ম) = I+G+M | জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I) |
ত্র (ত+র-ফলা)= k+Z | হৃ (হ+ ঋ) = I+ |
ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y | ব্ব (ব+ব) = H+G+H |
ক্র (ক+র-ফলা) = J+Z | দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H) |
ক্ম (ক+ম) = J+G+M | দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) |
গ্ম (গ+ম) = O+G+M | ঙ্ক (ঙ+ক) = Q+G+J |
ত্থ (ত+থ) = K+G+(Shift+K) | ত্ম (ত+ম) = K+G+M |
ত্র (ত+র-ফলা)= k+Z | হৃ (হ+ ঋ) = I+ |
ক্র (ক+র-ফলা) = J+Z | দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) |
ক্স (ক+স) = J+G+N | ক্ম (ক+ম) = J+G+M |
গ্ধ (গ+ধ) = O+G+(Shift+L) | গ্ম (গ+ম) = O+G+M |
ঙ্খ (ঙ+খ) = Q +G+(Shift+J) | ন্থ (ন+থ) = B+G+(Shift+K) |
ন্ধ (ন+ধ) = B+(Shift+L) | ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L) |
শ্ম (শ+ম) = (Shift+M)+G+M | ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J |
ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B) | ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M |
স্ক্র = N+G+J+Z | হ্ন (হ+ন) = I+G+B |
ন্ঠ = (Shift+B)+G+(Shift+T) | শু (শ+ু) = (Shift+M)+S |
ক্ত (ক+ত) = J+G+k | দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H) |
ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U | ঙ্গ (ঙ+গ) = Q+G+O |
শু (শ+ু) = (Shift+M)+S | ঙ্ক (ঙ+ক) = Q+G+J |
ত্ত (ত+ত) = K+G+K | ন্ম (ন+ম) = B+G+M |
ক্স (ক+স) = J+G+N | ম্ন (ম+ন) = M+G+B |
ঙ্গ (ঙ+গ) = Q+G+O | ষ্প (ষ+প) = (Shift+N)+G+R |
ঙ্খ (ঙ+খ) = Q+G+(Shift+J) | স্থ (স+থ) = N+G+(Shift+K) |
ত্ত্ব (ত+ত+ব) = K+G+K+G+H | স্ফ (স+ফ) = N+G+(Shift+R) |
ক + ট (J+G+T) = ক্ট -> ডক্টর | ক + ষ (J+G+Shift+N) = ক্ষ -> পরীক্ষা |
ক + ষ + ণ (J+G+Shift+N+G+Shift B) = ক্ষ্ণ -> তীক্ষ্ণ | ক +ষ +ম (J+G+Shift+N+G+M) = ক্ষ্ম -> সূক্ষ্ম |
ক + ষ + ব (J+G+Shift+N+G+B) = ক্ষ্ব -> সাক্ষ্বর | ক + ট + র (J+G+T+G+V ) = ক্ট্র -> অক্ট্রয় |
ক + ত (J+G+K) = ক্ত -> ডাক্তার | ক + র (J+G+V) = ক্র -> চক্র |
ক + ল (J+G+Shift+V) =ক্ল -> ক্লান্ত | ক + স (J+G+N) = ক্স -> বাক্স |
খ + র (Shift+J+G+V)= খ্র | খ + য (Shift+J+G+W) = খ্য |
খ + র (Shift+J+G+V)= খ্র | গ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য |
গ + র (O+G+V) = গ্র -> গ্রহণ | গ + ধ (O+G+Shift+L) =গ্ধ -> মুগ্ধ |
গ + ন + য (O+G+B+G+W) =গ্ন্য -> যুগ্ন্য | গ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য |
ঘ + ন (Shift+O+G+B) = ঘ্ন | ঘ + য (Shift+O+G+W)= ঘ্য |
ঘ + র (Shift+O+G+V)= ঘ্র | ঙ + খ (Q+G+Shift+J) = ঙ্খ -> শঙ্খ |
ঙ + ক = (Q+G+J) = ঙ্ক | ঙ + ক + ত (Q+G+J+G+K) = ঙ্ক্ত |
ঙ + ক + য (Q+G+J+G+W ) = ঙ্ক্য | ঙ + গ (Q+G+O) = ঙ্গ |
ঙ + গ + ঙ (Q+G+O+G+W) = ঙ্গ্য | ঙ + ম ( Q+G+M) = ঙ্ম |
চ + ছ + য (Y+G+Shift+Y+G+W) = চ্ছ্য | চ + ছ + র (Y+G+Shift+Y+G+V ) = চ্ছ্র |
চ + ব (Y+G+H)= চ্ব | চ + চ (Y+G+Y) = চ্চ |
চ + ছ (Y+G+Shift+Y) = চ্ছ | চ + ছ + ব (Y+G+Shift+Y+G+H)= চ্ছ্ব |
জ + ঞ (U+G+I) = জ্ঞ -> জ্ঞান | জ + ব (U+G+H) = জ্ব ->জ্বর |
জ + জ + ব (U+G+U+G+H) = জ্জ্ব -> উজ্জ্বল | জ + ঝ (U+G+Shift+U)= জ্ঝ |
জ + ঘ + য (U+G+Shift+O+G+W)= জ্ঘ্য | ঞ + চ (I+G+Y) = ঞ্চ -> কাঞ্চন |
ঞ + ছ (Shift+I+G+Y)= ঞ্ছ | ঞ + জ (Shift+I+G+U) =ঞ্জ -> ইঞ্জিল |
ঞ + চ ( Shift+I+G+Y) =ঞ্চ | ট + ট (T+G+T) = ট্ট -> চট্টগ্রাম |
ট + ম (T+G+M) = ট্ম -> কুট্মল | ট + ব (T+G+H) = ট্ব -> খট্বা |
ড + ব (E+G+H)= ড্ব | ড + য (E+G+W)= ড্য |
ড + র (E+G+V)= ড্র | ঢ + য (E+G+W) = ঢ্য |
ঢ + য (Shift+E+G+W)= ঢ্য | ঢ + র (Shift+E+G+W) = ঢ্র |
ণ + ঠ (Shift+B+G+Shift+T) = ণ্ঠ -> কণ্ঠ | ণ + য় (B+G+W) = ণ্য |
ণ + ণ (B+G+B) = ণ্ণ | ণ + ড + র (Shift+B+G+E+G+V)= ন্ড্র |
ত + ন (K+G+B) = ত্ন | ত + ত + য (K+G+K+G+W) = ত্ত্য |
ত + র + য (K+G+V+G+W)= ত্র্য ->ত্র্যন | ত + ব (K+G+H)= ত্ব |
ত + থ (K+G+Shift+K) = ত্থ | থ + ব (Shift+K+G+H) = থ্ব |
থ + য (Shift+K+G+W) = থ্য -> কথ্য | থ + র (Shift+K+G+V) = থ্র -> থ্রি |
দ + ব (L+G+H) = দ্ব | দ (Shift+S) = দূ -> দূত |
দ + দ + ব (L+G+L+G+H) = দ্দ্ব | দ + ধ (L+G+Shift+L) =দ্ধ -> বিদ্ধা |
দ + ভ ( L+G+Shift+H) = দ্ভ -> অদ্ভুত | দ + ম (L+G+M) = দ্ম |
ধ + ন (Shift+L+G+B) = ধ্ন | ধ + য (Shift+L+G+W) = ধ্য |
ধ + র (Shift+L+G+V) = ধ্র | ন + ট (B+G+T) = ন্ট |
ন + ট + য (B+G+T+G+W) = ন্ট্য | ন + ড + র (B+G+E+G+V) = ন্ড্র |
ন + ড (B+G+E)= ন্ড | ন + ত + ব (N+G+K+G+H) = ন্ত্ব |
ন + ত + র + য (B+G+K+G+V+G+W) = ন্ত্র | ন + থ (B+G+I) = ন্থ |
ন + দ ( B+G+L) = ন্দ | ন + দ + র (B+G+L+G+V) = ন্দ্র |
ন + ধ + য (B+G+Shift+L+G+W) = ন্ধ্য | প + ট (R+G+T) = প্ট |
প + র (R+G+V) = প্র | প + য (R+G+W ) = প্য |
ফ + ল (Shift+R+G+Shift+V) = ফ্ল | ফ + ব (Shift+R+G+H) = ফ্ব |
ফ + র (Shift+R+G+V) = ফ্র | ব + ধ (H+G+Shift+L) = ব্ধ |
ব + দ (H+G+L)= ব্দ | ব + ধ (H+G+Shift+L)= ব্ধ |
ব + ব (H+G+H) = ব্ব | ব + ল (H+G+Shift+V) = ব্ল |
ভ + র (Shift+H+G+V) = ভ্র -> ভ্রমন | ভ + ব (Shift+H+G+H) = ভ্ব |
ম + প + র (M+G+R+G+V) = ম্প্র | ম + ভ (M+G+Shift+H) = ম্ভ |
ম + ল (M+G+Shift+V) = ম্ল | য + র (W+G+V) = য্র |
র + ক (V+G+J) = র্ক | র + ত + র (V+G+K+G+R) = র্ত্র |
র + ম (V+G+M) = র্ম | র + জ + য (V+G+U+G+W) = র্জ্য |
র + ত + র (V+G+K+G+V) = র্ত্র | র + ধ + ব (V+G+Shift+L+G+H) = র্ধ্ব |
র + শ + ব (V+G+Shift+M+G+H) = র্শ্ব | ল + ল (Shift+V+G+Shift+V) = ল্ল |
ল + ব (Shift+V+G+H) = ল্ব | ল + য (Shift+V+G+W) = ল্য |
শ + ন (Shift+M+G+B) = শ্ন | শ + র (Shift+M+G+V) = শ্র |
শ + ম (Shift+M+G+M) = শ্ম | ষ + ট(Shift+N+G+T) = ষ্ট |
ষ + ঠ (Shift+N+G+Shift+T) = ষ্ঠ -> শ্রেষ্ঠ | ষ + ণ (Shift+N+G+Shift+B) = ষ্ণ -> কৃষ্ণ |
স + ট + র (N+G+T+G+V) = স্ট্র | স + ত + র (N+G+K+G+V) = স্ত্র |
স + ত + ব (N+G+K+G+H) = স্ত্ব | স + থ (N+G+Shift+K) = স্থ -> স্থান |
স + থ + য (N+G+Shift+K+G+W) = স্থ্য ->স্বাস্থ্য | স + ব (N+G+H) = স্ব |
হ + ম (I+G+M) = হ্ম | হ + ন (I+G+B) = হ্ন |
হ+ র (I+Z) = হ্র |
বাংলা স্বরবর্ণ টাইপ করার নিয়ম
বাংলা ভাষায় মোট ১১টি স্বরবর্ণ আছে। বাংলা টাইপ শেখার ক্ষেত্রে প্রথমে স্বরবর্ণ দিয়ে বাংলা টাইপ শেখা শুরু করবেন। বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে স্বরবর্ণ টাইপ করতে হয় তা নিচে দেওয়া হল। অ ছাড়া বাকি সব স্বরবর্ণ নেয়ার জন্য শুরুতে G চাপতে হয়।
বাংলা স্বরবর্ণ | টাইপ করার নিয়ম |
---|---|
অ | Shift+F |
আ | G+F |
ই | G+D |
ঈ | G+(Shift+D) |
উ | G+S |
ঊ | G+(Shift+S) |
ঋ | G+A |
এ | G+C |
ঐ | G+(Shift+C) |
ও | X |
ঔ | G+(Shift+X) |
বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপ করার নিয়ম
বাংলা স্বরবর্ণ শেখা ভালোভাবে শেষ হয়ে গেলে তখন আপনি কীবোর্ড দিয়ে বাংলা ব্যঞ্জন বর্ণ শেখা শুরু করবেন। যখন আপনি বাংলা স্বরবর্ণ ভালোভাবে আয়ত্ম করে নিতে পারবেন তখন ব্যঞ্জনবর্ণ শেখা আপনার জন্য সহজ হবে। নিচে দেখুন-
বাংলা ব্যঞ্জনবর্ণ | টাইপ করার নিয়ম |
---|---|
ক | J |
খ | Shift+J |
গ | O |
ঘ | Shift+O |
ঙ | Q |
চ | Y |
ছ | Shift+Y |
জ | U |
ঝ | Shift+U |
ঞ | Shift+I |
ট | T |
ঠ | Shift+T |
ড | E |
ঢ | Shift+E |
ণ | Shift+B |
ত | K |
থ | Shift+K |
দ | L |
ধ | Shift+L |
ন | B |
প | R |
ফ | Shift+R |
ব | H |
ভ | Shift+H |
ম | M |
য | W |
র | V |
ল | Shift+V |
শ | Shift+M |
ষ | Shift+N |
স | N |
হ | I |
ড় | P |
ঢ় | Shift+P |
য় | Shift+W |
ৎ | Shift+/ |
ং | Shift+Q |
ঃ | / |
ঁ | Shift+7 |
বিরাম চিহ্ন টাইপ করার নিয়ম
কার চিহ্ন বা বিরাম চিহ্ন ছাড়া বাংলা টাইপ করা যায় না। যে কোন বাংলা বাক্য লিখতে হলে আপনাকে অবশ্যই কার চিহ্ন বা বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। আপনি যখন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শেখা শেষ হবে তখন কার চিহ্ন টাইপ করা শুরু করবেন। নিচে দেখুন-
বাংলা কার চিহ্ন | টাইপ করার নিয়ম |
---|---|
া | F |
ে | C |
ি | D |
ী | Shift+D |
ু | S |
ূ | Shift+S |
ৃ | A |
ৈ | Shift+C |
ৗ | Shift+X |
রেফ | Shift+A |
্ | G (হসন্ত) |
্য | Shift+Z |
্র | Z (র-ফলা) |
। | Shift+G (দাড়ি) |
যুক্তবর্ণ টাইপ করার নিয়ম
বাংলা ভাষায় অসংখ্য যুক্তবর্ণ রয়েছে। সাধারণত বাংলা টাইপ করার সময় সচরাচর যে সকল যুক্তাক্ষর প্রয়োজন হয় তার প্রায় সবগুলো যুক্ত অক্ষর এখানে শেয়ার করে দেওয়া হল। আশাকরি এই য়ুক্তাক্ষরগুলো শিখলে আর কোন যুক্তবর্ণের প্রয়োজন হবে না।
বাংলা যুক্তবর্ণ | টাইপ করার নিয়ম |
---|---|
দ্ম (দ+ম) | L+G+M |
ক্ষ (ক+ষ) | J+G+(Shift+N) |
হ্ম (হ+ম) | I+G+M |
ত্র (ত+র-ফলা) | k+Z |
ঞ্চ (ঞ + চ) | (Shift+I)+G+Y |
ক্র (ক+র-ফলা) | J+Z |
ক্ম (ক+ম) | J+G+M |
গ্ম (গ+ম) | O+G+M |
ত্থ (ত+থ) | K+G+(Shift+K) |
ত্র (ত+র-ফলা) | k+Z |
ক্র (ক+র-ফলা) | J+Z |
ক্স (ক+স) | J+G+N |
গ্ধ (গ+ধ) | O+G+(Shift+L) |
ঙ্খ (ঙ+খ) | Q +G+(Shift+J) |
ন্ধ (ন+ধ) | B+(Shift+L) |
শ্ম (শ+ম) | (Shift+M)+G+M |
ষ্ণ (ষ+ণ) | (Shift+N)+G+(Shift+B) |
স্ক্র | N+G+J+Z |
ট্ট (ট+ট) | T+T |
ক্ষ্ম (ক্ষ+ম) | J+G+(Shift+N)+G+M |
জ্ঞ (জ+ঞ) | U+G+(Shift+I) |
হৃ (হ+ ঋ) | I+ |
ব্ব (ব+ব) | H+G+H |
দ্ভ (দ+ভ) | L+G+(Shift+H) |
দ্ধ (দ+ধ) | L+G+(Shift+L) |
ঙ্ক (ঙ+ক) | Q+G+J |
ত্ম (ত+ম) | K+G+M |
হৃ (হ+ ঋ) | I+ |
দ্ধ (দ+ধ) | L+G+(Shift+L) |
ক্ম (ক+ম) | J+G+M |
গ্ম (গ+ম) | O+G+M |
ন্থ (ন+থ) | B+G+(Shift+K) |
ব্ধ (ব+ধ) | H+G+(Shift+L) |
ষ্ক (ষ+ক) | (Shift+N)+G+J |
ষ্ম (ষ+ম) | (Shift+N)+G+M |
হ্ন (হ+ন) | I+G+B |
ন্ঠ | (Shift+B)+G+(Shift+T) |
ক্ত (ক+ত) | J+G+k |
ঞ্জ (ঞ + জ) | (Shift+I)+G+U |
শু (শ+ু) | (Shift+M)+S |
ত্ত (ত+ত) | K+G+K |
ক্স (ক+স) | J+G+N |
ঙ্গ (ঙ+গ) | Q+G+O |
ঙ্খ (ঙ+খ) | Q+G+(Shift+J) |
ত্ত্ব (ত+ত+ব) | K+G+K+G+H |
শু (শ+ু) | (Shift+M)+S |
দ্ভ (দ+ভ) | L+G+(Shift+H) |
ঙ্গ (ঙ+গ) | Q+G+O |
ঙ্ক (ঙ+ক) | Q+G+J |
ন্ম (ন+ম) | B+G+M |
ম্ন (ম+ন) | M+G+B |
ষ্প (ষ+প) | (Shift+N)+G+R |
স্থ (স+থ) | N+G+(Shift+K) |
স্ফ (স+ফ) | N+G+(Shift+R) |
বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF Download
পোস্টের শুরুর দিকে বলেছিলাম যে, পোস্টের শেষের অংশে আমরা বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম এর PDF ফাইল শেয়ার করব। আমাদের PDF ফাইলটি SuttonyMJ ফন্টে তৈরি করা হয়েছে। আপনি চাইলে এটি PDF ফাইল এর পাশাপাশি MS Word ফরমেটের ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন।
বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম এর PDF Download করতে হলে এই পোস্টের কমেন্ট বক্সে আপনার ইমেইল এড্রেস দেন। তাহলে আমরা আপনাকে বিজয় কিবোর্ড এর PDF কপি পাঠিয়ে দিব।
শেষ কথা
বিজয় কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কার ও বিরাম চিহ্ন সহ প্রায় সকল ধরনের বাংলা যুক্তবর্ণ টাইপ করার নিয়ম সঠিক ও নির্ভূলভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশাকরি আপনি এই শীট থেকে বাংলা টাইপ শেখার ক্ষেত্রে উপকৃত হতে পেরেছেন। এই শীটের মধ্যে কোন ধরনের ভূলত্রুটি থাকলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা পুনরায় সংশোধন করে দিব।
শেয়ার করার পরও ডাউনলোড অপশন আসতেছে না।
obayedullah9430@gmail.com
আমি পি,ডি,এফ চাই আমার ইমেইলঃ saiful.hossain46@gmail.com
saiful.hossain46@gmail.com
Please pdf file : saiful.hossain46@gmail.com
শেয়ার করার পর ও লিংক পেলাম না আমি। আমার ওয়ার্ড ফাইলটা লাগবে
amanullah554963@gmail.com pdf file ta email koren please
share korar poreo vai pdf download link pai nai
mdhabibchowdhury330@gmail.com
bro email a pdf file ta den bangla tyepe ar (canoviasoftware@gmail.com)
send Pdf(canoviasostware@gmail.com) this email
vai sharer er por o link kaj korena.. kindly amake mail e send korte parben.
Thank you...
gloriusit2022@gmail.com
jahmedbd420@gmail.com
Pdf mail please
PDF & DOC file sand kore diben pls.
jubayer.Shovon417@gmail.com
tanjidhosen12@gmail.com PDF file ta kindly sent koran.
আসসালামু আলাইকুম সার
আমি পোস্ট টা সেয়ার করসি...।আমি কি ভাবে ডাউনলোড করবো বুঝতে পারছি না।
ভাই email file টা দিয়েন
nrperfect2@gmail.com
Pdf file deya kbe
nrperfect2@gmail.com
Send me pdf file
pdf file send me
nrperfect2@gmail.com
nrperfect2@gmai.com
send me pdf file
pdf link ta lagbe
pdf link ta lagbe
দয়া করে আমার মেইলে একটু পঠাবেন ভাই।
please sent me harunraj007@gmail
remonaftab@gmail.com
Please send this file at this email
Plz,
Send me Pdf file....
কিভাবে পাব
sapnilboss@gmail.com
এই মেইলে পিডিএফ দিবেন
Please sir my gmail*** sahidahmad928@gmail.com
স্যার আমাকে দেন,
স্যার আমাকে দেন,
আমিও শিখি
noymur06021991@gmail.com
mukta.tex@gmail.com এ লিং দেন ভাই pDf file ta
shadinfarazi9661@gmail.com
nurulislam9661@yahoo.com
আমাকে Word ও PDF দুই রকমেরই দিয়েন ভাই
দয়াকরে আর ফেইসবুকে আপনার লিংক সেয়ার করেছি..!
Sakibullijon@gmail.com
Facebook ye share korar poro Download Option ashche nay to... Plz Send me: farhankamal798@gmail.com
VAI EI EMAIL E PATHIYE DEN md62sa@gmail.com
Please sent me PDF file.
Vai /Sir, আমি ৩৯ তম সাব ইন্সপেক্টর ক্যাডেট ব্যাচের লিখিত পাসপূর্বক একজন কম্পিউটার ও ভাইভা পরীক্ষার্থী। আমি কম্পিউটারে আপনাদের পিডিএফ গুলো পেতে খুবই আগ্রহী। পরামর্শ ও পিডিএফ দিয়ে সহায়তা করার অনুরোধ রইলো
আপনার ইমেইল এড্রেস শেয়ার করেন। আমরা পিডিএফ ফাইল পাঠিয়ে দিচ্ছি।
Congratulation and wellcome Bangladesh Police...
Bhai, i want pdf copy, can i have one copy pls.
my email sudin4tx@gamil.com
যুক্তবর্ণ pdf ফাইলটা দিন প্লিজ
mdakashbhuiyan1287@gmail.com plz sir
আমি শেয়ার দিয়েছি, আমাকে মেইলে লিংক টা দিন
maflibrary111@gmail.com
vai share korlam but unlock to holo na
pdf ta dile onek upokrito hotam , mon theke ogrim doa roilo vai ,
rafiqulislamniloy0@gmail.com
riad.hassan52@gmail.com
Vai pdf ta lagbe.. Please sent me
riad.hassan52@gmail.com
Vai pdf ta lagbe.. Please sent me
riad.hassan52@gmail.com
Vai pdf ta lagbe.. Please sent me
Bangla typing sheet ta amre jsakib029@gmail.com patay den please
শেয়ার কলাম কিন্তু ডাউনলোড অফশান তো পাইলাম না
ভাইয়া আমি ফেসবুকে শেয়ার করছি পোস।টটা। স্ক্রিনশট কিভাবে পাঠাবো? আমাকে পিডিএফ টা দিলে খুব ভালো হয়। eamil: anamulhoq5050@gmail.com
shamimhossain39039820@gmail.com এটাতে pdf টা পাঠান প্লিজ
pdf ফাইল পাইলাম না,,, শেয়ার করেওও,,
PDF তো পালাম না ভাই।
tofazzol6699@gmail.com
vai amake pdf file ta den
mdshayhan5@gmail.com
অনুগ্রহ পূর্বক send করুন।
rumonakhi86@gmail.com
mdremo9734@gmail.com
ভাই সেয়ার করসি কিন্তু আনলগ হই না
sir ami download korte parci na .....
mdabuhanif7676@gmail.com
plz give me pdf file
baborsnd@gmail.com
Please send me PDF file
hafezabdulmotin853@gmail.com
Dear sir, please need pdf file Bijoy Bangla typing.
hr19@hip.rflgroupbd.com
ভাই আপানাদের বিজয় বাংলা লেখার পিডিএফ টা অনেক সুন্দর ।যদি একটু মেইল করে দিতেন অনেক উপকারি হতো আমার জন্য। monowarhossinpappu@gmail.com
শেয়ার করছি কিন্তু লিংক ওপেন হচ্ছে না
স্যার প্রিজ পি ডি এফ ফাইল টা দিবেন।
Dear Sir,
Very nice your Bangla PDF, is it possible to send my email.
dfmatindulal@gmail.com
স্যার প্লিজ মেইল করুন, শেয়ার ডান। devpartho4390@gmail.com
vai,, please give me devpartho4390@gmail.com
hasanamit316@gmail.com
Please amakee pdf ta den
Bhi shear dilam holona..... nayemislam5858@gmail.com
mehrab10uf@gmail.com
send me here pdf
কিবোর্ড এর সকল চিহ্নের নাম দিতে পারবেন?
শীট টা নিতে পারি।কিভাবে
Please share PDF file.
md.sishir3@gmail.com
I can't download pdf file. Please send me in email.
souravdutta053@gmail.com
md.sizan1270@gmail.com
sir i need this file .....
অনেক সুন্দর হয়েছে আপনার পোস্টটি। এখান থেকে আমি অনেক বাংলা টাইপিং লেখার বিষয়গুলো জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এই রকম একটি পোস্ট পাবলিশ করার জন্য।
ভাই পিডিএফ টা লাগবে। শেয়ার দিয়েও পায়নি। ইমেইল : dulalmiahz9988@gmail.com
Please send me pdf/word format, kazishagor251@gmail.com
jbalmahmud@gmail.com পিডিএফ ফাইলটা দিবেন 😍
ভাই শেয়ার করলাম কিন্তু লিংক তো পেলাম না।
আমার মেইল
mdfaisal002.mf@gmail.com
Vai I Need it
E-mail : sjiadkhan6@gmail.com
"ক্তৃ" কিভাবে লিখবো?
ক্তৃ কিভাবে লিখবো?
ashibul.dae.bd@gmail.com
তোমাকে কেউ সাহায্য করুন ।
শেয়ার করেছি কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছি না
আমার ইমেইলে কেউ পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবেন
abudaud376@gmail.com
Please Help Me Bijoy Bangla SutonnyMJ PDF
mohammadabudaud2022@gmail.com
আমি আপনার সব কিছু শেয়ার করেছি বাংলা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছি না । SutonnyMJ দয়া করে পিডিএফ ফাইল email পাঠিয়ে দিন
mohammadabudaud2022@gmail.com
ভাই প্লিজ পিডিএফ ফাইল দেন । বাংলা
mohammadabudaud2022@gmail.com
হ্যালো স্যার আপনার ওয়েবসাইটে শেয়ার করার পর বিজয় কোন পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছি না। যদি একটু সাহায্য করেন আমার ইমেইলে পাঠিয়ে দিলে উপকার হয়। abudaud376@gmail.com
Please send me Download link my mail :- nazmulhossain.mmk@gmail.com
দাদা, আমি ফেসবুকে share করার পরেও unlock করতে পারেনি .... আমাকে আপনি manushdhar@gmail.com এই Gmail - এ পাঠান।
আমি অনেকটা উপকৃত হব এবং অপরকে কাছে share করব।
সাহায্য করুন ।
দাদা, আমি ফেসবুকে share করার পরেও unlock করতে পারেনি .... আমাকে আপনি manushdhar@gmail.com এই Gmail - এ pdf টি পাঠান ।
আমি অনেকটা উপকৃত হব এবং অপরকে কাছে share করব।
সাহায্য করুন ।
ভাই জিমেইলে ফাইলটি দিলে উপকৃত হতাম।
saahsanfokir2018@gmail.com
শেয়ার করার পর ডাউনলোড করতে পারছিনা। এটা আমার ই মেইল mohsinazad@yahoo. com
sadekpu3377@gmail.com
fasihab37@gmail.com
Plz send this file
পিডিএফ টা পাই নি। কাইন্ডলি আমাকে মেইল করবেন?
sadatspt@gmail.com
,mbprince94@gmail.com
Pdf plz
Please send me PDF file
aminulislamramim2@gmail.com
Please send me PDF file
aminulislamramim2@gmail.com
jahidislambd980@gmail.com ভাই এই Gmail এ পাঠায় দেন please
Sir, pleased sent me pdf file
mijanchowdhurymunna@gmail.com
Sir, please send me pdf file muhammadatikur1998@gmail.com
raju01707890792@gmail.com
Please send me pdf file at bellow email id : asmhelal86@gmail.com
mshorifmia@gmail.com
jahangiralam175700@gmail.com, vai pdf ta dorkar
ami pdf dwonload korte parcina,plz ektu pdf ta email dila upokirito hobo.
aminulislam01586@gmail.com
mahadicomputers01@gmail.com
আমার মেইল এ পিডিএফ টা পাঠিয়ে দেন।
mahmudulbijoy2@gmail.com
Dear sir, Ami post ti shere kortesi but pdf download korar kono option paitesi na .doya Kore Jodi pdf ta Amar email a den khuboi upokrito hotam. Email I'd is : skshamimhossain1995@gmail.com
২টা শেয়ার করেছি প্লিজজ
Pragyananda64@gmail.com
Vaii share korchii but download korte parchii nah
This is my email
farhan.mithu17@gmail.com
Please send me
ো কিভাবে লিখব? ো লিখা নিয়া সমস্যা হচ্ছে। প্লিজ হেল্প...
abdulaziz.aziz125@gmail.com পিডিএফটা লাগবে।
mdm512320@gmail.com
শেয়ার করছি pdf দেন ভাই
mdemonrahman92@gmail.com
mdratul88555@gmail.com.sir PDF please
Please sir
tohacomilla@gmail.com
manikislamihe9@gmail.com
Send file please
please send me pdf bappyfauqui230@gmail.com
বেশ কয়েকবার শেয়ার করেছি কিন্তু শেয়ার হচ্ছে না । আমি পিডিএফ ডাউনলোড করতে চাই। প্লিজ হেল্প।
শেয়ার করার জন্য অনেক চেস্টা করলাম কিন্তু শেয়ার হচ্ছে না। আমি পিডিএফ পেতে চাই। প্লিজ হেল্প। আমার ইমেইল shafiqulsae@gmail.com
Amake ki Pdf ta Mail diban Donnobad,
mranaullah@gmail.com