বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF

কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে বিজয় কিবোর্ড সবচাইতে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি কিবোর্ড। বাংলাদেশে যত ধরনের সরকারী বেসরকারী অফিস ও আদালত রয়েছে প্রায় সব অফিসেই কম্পিউটারে বাংলা টাইপিং এর ক্ষেত্রে বিজয় কীবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। বিজয় কিবোর্ডের জনপ্রিয়তার কারণ হচ্ছে বিজয় কিবোর্ড দিয়ে যেকোন ধরনের যুক্তবর্ণ নিখুতভাবে টাইপ করা যায়।

অন্যান্য কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করা সম্ভব হলেও যুক্তবর্ণ টাইপ করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তাছাড়া বিজয় কিবোর্ড সফটওয়ার ব্যবহার করে একসাথে Unicode এ অনলাইনে টাইপ করার সুবিধা থাকায় কম্পিউটার টাইপিস্টরা বিজয় কিবোর্ডকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।
বর্তমানে বেশীরভাগ সরকারী বেসরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে কম্পিউটারে জানার বিষয়টি উল্লেখ থাকে। এ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ লোকজন কম্পিউটার মোটামুটি জানে কিন্তু টাইপ না জানার কারনে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করতে পারে না। তাছাড়া কিছু অধঃস্তন চাকরি রয়েছে (যেমন-অফিস সহকারী ও কাম-কম্পিউটার অপারেটর) যেগুলোতে টাইপ ভালোভাবে জানা না থাকলে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করা সম্ভব হয় না।

আজকের পোস্টের শুরু দিকে আমরা বিজয় কিবোর্ডে টাইপ শেখার কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তারপর বাংলা লেখার অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার পদ্ধতিগুলো দেখব। সবশেষে বিজয় কিবোর্ডের Layout এর মাধ্যমে অক্ষর, কারচিহ্ন ও যুক্তবর্ণ লেখার একটি PDF ফাইল শেয়ার করব।

আরো পড়ুন

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?

অধিকাংশ লোক অনলাইনে বিজয় কিবোর্ড এর সহজ টাইপিং পদ্ধতি খুঁজে থাকে। প্রকৃতপক্ষে সহজভাবে টাইপিং শেখার কোন নিয়ম বা পদ্ধতি নেই। বিশেষকরে বিজয় সফটওয়ার দিয়ে টাইপিং শিখতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য্য ধরে দীর্ঘদিন অনুশীলন করতে হবে। এ ক্ষেত্রে কেউ আপনাকে কোন ধরনের শর্টকার্ট নিয়ম শিখিয়ে দিলেও আপনি সেই নিয়ম অনুসরণ করে পরিপূর্ণভাবে টাইপ শিখতে পারবেন না।

কোন কম্পিউটার এক্সপার্ট আপনাকে কম্পিউটারের প্রোগ্রাম ভালো করে শিখিয়ে দিতে পারলেও আপনার অনুশীলন ছাড়া অন্য কেই টিপস দিয়ে টাইপিং শিখিয়ে দিতে পারবে না। আমি নিজেও আপনাকে এই পোস্টের সাহায্যে টাইপ শিখাতে পারব না। আমি আপনাকে শুধুমাত্র টাইপ প্রেকটিস করার সহজ কৌশলগুলো বলে দেব। কিন্তু আপনার ধের্য্য আর অনুশীলন ছাড়া আমি আপনাকে টাইপ শিখাতে পারব না। তবে আশাকরি এই কৌশলগুলো আপনাকে দ্রুত টাইপ শিখাতে অনেক হেল্প করবে।

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ শেখা শুরু করবেন?

আপনি ইংরেজী টাইপ করা না জেনে প্রথমেই বাংলা টাইপ শিখতে যাবেন না। তাহলে কোনভাবে আপনি বাংলা টাইপ শিখতে পারবেন না। বাংলা টাইপ শিখার পূর্বের অবশ্যই আপনি ভালোভাবে ইংরেজী টাইপ আয়ত্ম করে নিবেন। যখন ইংরেজী টাইপ পুরোপুরি আয়ত্ম করে নিবেন তখন বাংলা টাইপ করা আপনার জন্য সহজ হবে। 

ইংরেজী টাইপ শেখা শুরু করার পূর্বে কিছু বিষয় জেনে নিতে হবে। কারণ টাইপের বেসিক থিয়রি না বুঝে টাইপ করতে শুরু করলে কোন লাভ হবে। নিয়ম না মেনে টাইপ করলে সারা জীবন টাইপ করেই যাবেন কিন্তু টাইপের গতি বৃদ্ধি পাবে না। 
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?
উপরের চিত্র হতে আপনার হাতের সবগুলো আঙ্গুল এর নাম ভালোভাবে শিখে নিন। এ বিষয় টাইপের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও টাইপ করার সময় প্রয়োজন পড়বে।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?
উপরের চিত্রটি ভালোভাবে দেখুন। এখানে আপনার হতে কোন আঙ্গুল কম্পিউটার কিবোর্ডের কোথায় বসাতে হবে সেটি নির্দেশ করছে। নিচের চিত্রটি দেখলে আপনারা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে টাইপ করা শিখবেন?
উপরের চিত্রে যেভাবে কিবোর্ডে হাতের আঙ্গুল বসানো হয়েছে ঠিক সেইভাবে আপনার হাতে প্রতিটি আঙ্গুল কিবোর্ডে বসাতে হবে। প্রথমে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল Space Bar, তর্জনী আঙ্গুল J অক্ষরে, মধ্যমা K অক্ষরে, অনামিকা L অক্ষরে এবং কনিষ্টা P অক্ষরে বসাতে হবে। আপনার ডান হাত দ্বারা কিবোর্ডের ডানপাশের অন্যান্য বাটনগুলো স্পর্শ করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)। তারপর বাম হাতের বৃদ্ধা আঙ্গুল Space Bar, তর্জনী আঙ্গুল F অক্ষরে, মধ্যমা D অক্ষরে, অনামিকা S অক্ষরে এবং কনিষ্টা A অক্ষরে বসাতে হবে। ডান হতের মত বাম হাত দিয়েও কিবোর্ডের বামপাশে থাকা অন্যান্য বাটনগুলো স্পর্শ করে টাইপ করতে হবে (উপরের ২ নং ছবি অনুসরণ করুন)।

এভাবে কমপক্ষে ৭-১০ দিন প্রেকটিস করতে থাকুন। একটি জিনিস মনেরাখবেন টাইপ করার ক্ষেত্রে হাত কিবোর্ড হতে না উঠিয়ে টাইপ করার চেষ্টা করবেন। শুরুর দিকে এ কাজটি অনেক কঠিন মনেহলেও ধিরে ধিরে একদম পানিরমত সহজ হয়ে যাবে।

যখন আপনি ইংরেজি টাইপে দক্ষ হয়ে উঠবেন এবং কম্পিউটার কিবোর্ডের কোন বাটন কোথায় আছে ভালোভাবে জেনে যাবেন তখন বাংলা টাইপ শুরু করবেন। বাংলা টাইপ শেখার ক্ষেত্রে কিবোর্ডে বাংলা লেখা আছে এমন কিবোর্ড ব্যবহার করবেন। কিভাবে বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করতে হয় সে বিষয়ে বিস্তারিত নিচের টেবিলে এবং PDF ফাইলে পেয়ে যাবেন।

বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা টাইপিং শুরু করবেন?

সাধারণত বাজারে বিভিন্ন ধরনের বাংলা কিবোর্ড পাওয়া যায়। আপনি বাজার থেকে কেনার সময় অবশ্যই বিজয় Layout এর একটি কিবোর্ড কিনে নিবেন। নিচের চিত্রে বিজয় কিবোর্ড এর Layout দেখুন। 
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা লেখা শুরু করবেন?
আপনার যদি কম্পিউটার না থাকে তারপরও আপনি চাইলে শুধুমাত্র একটি কিবোর্ড দিয়ে কম্পিউটার টাইপিং শুরু করতে পারেন। তারপর মোটামুটি শিখা হয়েগেলে যেকোন কম্পিউটারে বসে প্রেকটিস করে নিজের অভীজ্ঞতা নিজেই যাচাই করে নিতে পারবেন।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা লেখা শুরু করবেন?
কম্পিউটারের সামনে বসে টাইপ করার ক্ষেত্রে বাকা হয়ে না বসে সোজা হয়ে বসে কম্পিউটারের স্ক্রিনের দিকে থাকিয়ে টাইপ করার চেষ্টা করবেন। শুরুর দিকে কম্পিউটার স্ক্রিনে থাকিয়ে টাইপ করা কঠিন মনে হতে পারে। তবে দীর্ঘদিন ধরে প্রেকটিস করতে থাকলে আপনি নিজেও একজন অভীজ্ঞ টাইপিস্ট হয়ে উঠবেন।

বিজয় কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ টাইপ করার নিয়ম

অ = Shift+F আ = G+F ই = G+D ঈ = G+(Shift+D) উ = G+S
ঊ = G+(Shift+S) ঋ = G+A এ = G+C ঐ = G+(Shift+C) ও = X
ঔ = G+(Shift+X)

বিজয় কীবোর্ড দিয়ে বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপ করার নিয়ম

ক = J খ = Shift+J গ = O ঘ = Shift+O ঙ = Q
চ = Y ছ = Shift+Y জ = U ঝ = Shift+U ঞ = Shift+I
ট = T ঠ = Shift+T ড = E ঢ = Shift+E ণ = Shift+B
ত = K থ = Shift+K দ = L ধ = Shift+L ন = B
প = R ফ = Shift+R ব = H ভ = Shift+H ম = M
য = W র = V ল = Shift+V শ = Shift+M ষ = Shift+N
স = N হ = I ড় = P ঢ় = Shift+P য় = Shift+W
ৎ = Shift+/ ং = Shift+Q ঃ = / ঁ = Shift+7

বিজয় কিবোর্ড দিয়ে বাংলা কার চিহ্ন টাইপ করার নিয়ম

া = F ি = D ী = Shift+D ুূ = Shift+S ৃ = A
ে = C ৈ = Shift+C ৗ= Shift+X রেফ = Shift+A ্ = G (হসন্ত)
্য = Shift+Z ্র = Z (র-ফলা) । = Shift+G (দাড়ি)

বিজয় কিবোর্ড দিয়ে বাংলা যুক্তবর্ণ টাইপ করার নিয়ম

দ্ম (দ+ম)= L+G+M ট্ট (ট+ট) = T+T
ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) ক্ষ্ম (ক্ষ+ম) = J+G+(Shift+N)+G+M
হ্ম (হ+ম) = I+G+M জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I)
ত্র (ত+র-ফলা)= k+Z হৃ (হ+ ঋ) = I+
ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y ব্ব (ব+ব) = H+G+H
ক্র (ক+র-ফলা) = J+Z দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)
ক্ম (ক+ম) = J+G+M দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L)
গ্ম (গ+ম) = O+G+M ঙ্ক (ঙ+ক) = Q+G+J
ত্থ (ত+থ) = K+G+(Shift+K) ত্ম (ত+ম) = K+G+M
ত্র (ত+র-ফলা)= k+Z হৃ (হ+ ঋ) = I+
ক্র (ক+র-ফলা) = J+Z দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L)
ক্স (ক+স) = J+G+N ক্ম (ক+ম) = J+G+M
গ্ধ (গ+ধ) = O+G+(Shift+L) গ্ম (গ+ম) = O+G+M
ঙ্খ (ঙ+খ) = Q +G+(Shift+J) ন্থ (ন+থ) = B+G+(Shift+K)
ন্ধ (ন+ধ) = B+(Shift+L) ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L)
শ্ম (শ+ম) = (Shift+M)+G+M ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J
ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B) ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M
স্ক্র = N+G+J+Z হ্ন (হ+ন) = I+G+B
ন্ঠ = (Shift+B)+G+(Shift+T) শু (শ+ু) = (Shift+M)+S
ক্ত (ক+ত) = J+G+k দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)
ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U ঙ্গ (ঙ+গ) = Q+G+O
শু (শ+ু) = (Shift+M)+S ঙ্ক (ঙ+ক) = Q+G+J
ত্ত (ত+ত) = K+G+K ন্ম (ন+ম) = B+G+M
ক্স (ক+স) = J+G+N ম্ন (ম+ন) = M+G+B
ঙ্গ (ঙ+গ) = Q+G+O ষ্প (ষ+প) = (Shift+N)+G+R
ঙ্খ (ঙ+খ) = Q+G+(Shift+J) স্থ (স+থ) = N+G+(Shift+K)
ত্ত্ব (ত+ত+ব) = K+G+K+G+H স্ফ (স+ফ) = N+G+(Shift+R)

বিজয় কিবোর্ড এর সম্ভাব্য সকল যুক্তবর্ণ টাইপ করার নিয়ম

ক + ট (J+G+T) = ক্ট -> ডক্টর ক + ষ (J+G+Shift+N) = ক্ষ -> পরীক্ষা
ক + ষ + ণ (J+G+Shift+N+G+Shift B) = ক্ষ্ণ -> তীক্ষ্ণ ক +ষ +ম (J+G+Shift+N+G+M) = ক্ষ্ম -> সূক্ষ্ম
ক + ষ + ব (J+G+Shift+N+G+B) = ক্ষ্ব -> সাক্ষ্বর ক + ট + র (J+G+T+G+V ) = ক্ট্র -> অক্ট্রয়
ক + ত (J+G+K) = ক্ত -> ডাক্তার ক + র (J+G+V) = ক্র -> চক্র
ক + ল (J+G+Shift+V) =ক্ল -> ক্লান্ত ক + স (J+G+N) = ক্স -> বাক্স
খ + র (Shift+J+G+V)= খ্র খ + য (Shift+J+G+W) = খ্য
খ + র (Shift+J+G+V)= খ্র গ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য
গ + র (O+G+V) = গ্র -> গ্রহণ গ + ধ (O+G+Shift+L) =গ্ধ -> মুগ্ধ
গ + ন + য (O+G+B+G+W) =গ্ন্য -> যুগ্ন্য গ + ধ + য (O+G+Shift+L+G+W) = গ্ধ্য
ঘ + ন (Shift+O+G+B) = ঘ্ন ঘ + য (Shift+O+G+W)= ঘ্য
ঘ + র (Shift+O+G+V)= ঘ্র ঙ + খ (Q+G+Shift+J) = ঙ্খ -> শঙ্খ
ঙ + ক = (Q+G+J) = ঙ্ক ঙ + ক + ত (Q+G+J+G+K) = ঙ্ক্ত
ঙ + ক + য (Q+G+J+G+W ) = ঙ্ক্য ঙ + গ (Q+G+O) = ঙ্গ
ঙ + গ + ঙ (Q+G+O+G+W) = ঙ্গ্য ঙ + ম ( Q+G+M) = ঙ্ম
চ + ছ + য (Y+G+Shift+Y+G+W) = চ্ছ্য চ + ছ + র (Y+G+Shift+Y+G+V ) = চ্ছ্র
চ + ব (Y+G+H)= চ্ব চ + চ (Y+G+Y) = চ্চ
চ + ছ (Y+G+Shift+Y) = চ্ছ চ + ছ + ব (Y+G+Shift+Y+G+H)= চ্ছ্ব
জ + ঞ (U+G+I) = জ্ঞ -> জ্ঞান জ + ব (U+G+H) = জ্ব ->জ্বর
জ + জ + ব (U+G+U+G+H) = জ্জ্ব -> উজ্জ্বল জ + ঝ (U+G+Shift+U)= জ্ঝ
জ + ঘ + য (U+G+Shift+O+G+W)= জ্ঘ্য ঞ + চ (I+G+Y) = ঞ্চ -> কাঞ্চন
ঞ + ছ (Shift+I+G+Y)= ঞ্ছ ঞ + জ (Shift+I+G+U) =ঞ্জ -> ইঞ্জিল
ঞ + চ ( Shift+I+G+Y) =ঞ্চ ট + ট (T+G+T) = ট্ট -> চট্টগ্রাম
ট + ম (T+G+M) = ট্ম -> কুট্মল ট + ব (T+G+H) = ট্ব -> খট্বা
ড + ব (E+G+H)= ড্ব ড + য (E+G+W)= ড্য
ড + র (E+G+V)= ড্র ঢ + য (E+G+W) = ঢ্য
ঢ + য (Shift+E+G+W)= ঢ্য ঢ + র (Shift+E+G+W) = ঢ্র
ণ + ঠ (Shift+B+G+Shift+T) = ণ্ঠ -> কণ্ঠ ণ + য় (B+G+W) = ণ্য
ণ + ণ (B+G+B) = ণ্ণ ণ + ড + র (Shift+B+G+E+G+V)= ন্ড্র
ত + ন (K+G+B) = ত্ন ত + ত + য (K+G+K+G+W) = ত্ত্য
ত + র + য (K+G+V+G+W)= ত্র্য ->ত্র্যন ত + ব (K+G+H)= ত্ব
ত + থ (K+G+Shift+K) = ত্থ থ + ব (Shift+K+G+H) = থ্ব
থ + য (Shift+K+G+W) = থ্য -> কথ্য থ + র (Shift+K+G+V) = থ্র -> থ্রি
দ + ব (L+G+H) = দ্ব দ (Shift+S) = দূ -> দূত
দ + দ + ব (L+G+L+G+H) = দ্দ্ব দ + ধ (L+G+Shift+L) =দ্ধ -> বিদ্ধা
দ + ভ ( L+G+Shift+H) = দ্ভ -> অদ্ভুত দ + ম (L+G+M) = দ্ম
ধ + ন (Shift+L+G+B) = ধ্ন ধ + য (Shift+L+G+W) = ধ্য
ধ + র (Shift+L+G+V) = ধ্র ন + ট (B+G+T) = ন্ট
ন + ট + য (B+G+T+G+W) = ন্ট্য ন + ড + র (B+G+E+G+V) = ন্ড্র
ন + ড (B+G+E)= ন্ড ন + ত + ব (N+G+K+G+H) = ন্ত্ব
ন + ত + র + য (B+G+K+G+V+G+W) = ন্ত্র ন + থ (B+G+I) = ন্থ
ন + দ ( B+G+L) = ন্দ ন + দ + র (B+G+L+G+V) = ন্দ্র
ন + ধ + য (B+G+Shift+L+G+W) = ন্ধ্য প + ট (R+G+T) = প্ট
প + র (R+G+V) = প্র প + য (R+G+W ) = প্য
ফ + ল (Shift+R+G+Shift+V) = ফ্ল ফ + ব (Shift+R+G+H) = ফ্ব
ফ + র (Shift+R+G+V) = ফ্র ব + ধ (H+G+Shift+L) = ব্ধ
ব + দ (H+G+L)= ব্দ ব + ধ (H+G+Shift+L)= ব্ধ
ব + ব (H+G+H) = ব্ব ব + ল (H+G+Shift+V) = ব্ল
ভ + র (Shift+H+G+V) = ভ্র -> ভ্রমন ভ + ব (Shift+H+G+H) = ভ্ব
ম + প + র (M+G+R+G+V) = ম্প্র ম + ভ (M+G+Shift+H) = ম্ভ
ম + ল (M+G+Shift+V) = ম্ল য + র (W+G+V) = য্র
র + ক (V+G+J) = র্ক র + ত + র (V+G+K+G+R) = র্ত্র
র + ম (V+G+M) = র্ম র + জ + য (V+G+U+G+W) = র্জ্য
র + ত + র (V+G+K+G+V) = র্ত্র র + ধ + ব (V+G+Shift+L+G+H) = র্ধ্ব
র + শ + ব (V+G+Shift+M+G+H) = র্শ্ব ল + ল (Shift+V+G+Shift+V) = ল্ল
ল + ব (Shift+V+G+H) = ল্ব ল + য (Shift+V+G+W) = ল্য
শ + ন (Shift+M+G+B) = শ্ন শ + র (Shift+M+G+V) = শ্র
শ + ম (Shift+M+G+M) = শ্ম ষ + ট(Shift+N+G+T) = ষ্ট
ষ + ঠ (Shift+N+G+Shift+T) = ষ্ঠ -> শ্রেষ্ঠ ষ + ণ (Shift+N+G+Shift+B) = ষ্ণ -> কৃষ্ণ
স + ট + র (N+G+T+G+V) = স্ট্র স + ত + র (N+G+K+G+V) = স্ত্র
স + ত + ব (N+G+K+G+H) = স্ত্ব স + থ (N+G+Shift+K) = স্থ -> স্থান
স + থ + য (N+G+Shift+K+G+W) = স্থ্য ->স্বাস্থ্য স + ব (N+G+H) = স্ব
হ + ম (I+G+M) = হ্ম হ + ন (I+G+B) = হ্ন
হ+ র (I+Z) = হ্র

বাংলা স্বরবর্ণ টাইপ করার নিয়ম

বাংলা ভাষায় মোট ১১টি স্বরবর্ণ আছে। বাংলা টাইপ শেখার ক্ষেত্রে প্রথমে স্বরবর্ণ দিয়ে বাংলা টাইপ শেখা শুরু করবেন। বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে স্বরবর্ণ টাইপ করতে হয় তা নিচে দেওয়া হল। অ ছাড়া বাকি সব স্বরবর্ণ নেয়ার জন্য শুরুতে G চাপতে হয়।
বাংলা স্বরবর্ণ টাইপ করার নিয়ম
Shift+F
G+F
G+D
G+(Shift+D)
G+S
G+(Shift+S)
G+A
G+C
G+(Shift+C)
X
G+(Shift+X)

বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপ করার নিয়ম

বাংলা স্বরবর্ণ শেখা ভালোভাবে শেষ হয়ে গেলে তখন আপনি কীবোর্ড দিয়ে বাংলা ব্যঞ্জন বর্ণ শেখা শুরু করবেন। যখন আপনি বাংলা স্বরবর্ণ ভালোভাবে আয়ত্ম করে নিতে পারবেন তখন ব্যঞ্জনবর্ণ শেখা আপনার জন্য সহজ হবে। নিচে দেখুন-
বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপ করার নিয়ম
J
Shift+J
O
Shift+O
Q
Y
Shift+Y
U
Shift+U
Shift+I
T
Shift+T
E
Shift+E
Shift+B
K
Shift+K
L
Shift+L
B
R
Shift+R
H
Shift+H
M
W
V
Shift+V
Shift+M
Shift+N
N
I
P
Shift+P
Shift+W
Shift+/
Shift+Q
/
Shift+7

বিরাম চিহ্ন টাইপ করার নিয়ম

কার চিহ্ন বা বিরাম চিহ্ন ছাড়া বাংলা টাইপ করা যায় না। যে কোন বাংলা বাক্য লিখতে হলে আপনাকে অবশ্যই কার চিহ্ন বা বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। আপনি যখন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শেখা শেষ হবে তখন কার চিহ্ন টাইপ করা শুরু করবেন। নিচে দেখুন-
বাংলা কার চিহ্ন টাইপ করার নিয়ম
F
C
ি D
Shift+D
S
Shift+S
A
Shift+C
Shift+X
রেফ Shift+A
G (হসন্ত)
্য Shift+Z
্র Z (র-ফলা)
Shift+G (দাড়ি)

যুক্তবর্ণ টাইপ করার নিয়ম

বাংলা ভাষায় অসংখ্য যুক্তবর্ণ রয়েছে। সাধারণত বাংলা টাইপ করার সময় সচরাচর যে সকল যুক্তাক্ষর প্রয়োজন হয় তার প্রায় সবগুলো যুক্ত অক্ষর এখানে শেয়ার করে দেওয়া হল। আশাকরি এই য়ুক্তাক্ষরগুলো শিখলে আর কোন যুক্তবর্ণের প্রয়োজন হবে না।
বাংলা যুক্তবর্ণ টাইপ করার নিয়ম
দ্ম (দ+ম) L+G+M
ক্ষ (ক+ষ) J+G+(Shift+N)
হ্ম (হ+ম) I+G+M
ত্র (ত+র-ফলা) k+Z
ঞ্চ (ঞ + চ) (Shift+I)+G+Y
ক্র (ক+র-ফলা) J+Z
ক্ম (ক+ম) J+G+M
গ্ম (গ+ম) O+G+M
ত্থ (ত+থ) K+G+(Shift+K)
ত্র (ত+র-ফলা) k+Z
ক্র (ক+র-ফলা) J+Z
ক্স (ক+স) J+G+N
গ্ধ (গ+ধ) O+G+(Shift+L)
ঙ্খ (ঙ+খ) Q +G+(Shift+J)
ন্ধ (ন+ধ) B+(Shift+L)
শ্ম (শ+ম) (Shift+M)+G+M
ষ্ণ (ষ+ণ) (Shift+N)+G+(Shift+B)
স্ক্র N+G+J+Z
ট্ট (ট+ট) T+T
ক্ষ্ম (ক্ষ+ম) J+G+(Shift+N)+G+M
জ্ঞ (জ+ঞ) U+G+(Shift+I)
হৃ (হ+ ঋ) I+
ব্ব (ব+ব) H+G+H
দ্ভ (দ+ভ) L+G+(Shift+H)
দ্ধ (দ+ধ) L+G+(Shift+L)
ঙ্ক (ঙ+ক) Q+G+J
ত্ম (ত+ম) K+G+M
হৃ (হ+ ঋ) I+
দ্ধ (দ+ধ) L+G+(Shift+L)
ক্ম (ক+ম) J+G+M
গ্ম (গ+ম) O+G+M
ন্থ (ন+থ) B+G+(Shift+K)
ব্ধ (ব+ধ) H+G+(Shift+L)
ষ্ক (ষ+ক) (Shift+N)+G+J
ষ্ম (ষ+ম) (Shift+N)+G+M
হ্ন (হ+ন) I+G+B
ন্ঠ (Shift+B)+G+(Shift+T)
ক্ত (ক+ত) J+G+k
ঞ্জ (ঞ + জ) (Shift+I)+G+U
শু (শ+ু) (Shift+M)+S
ত্ত (ত+ত) K+G+K
ক্স (ক+স) J+G+N
ঙ্গ (ঙ+গ) Q+G+O
ঙ্খ (ঙ+খ) Q+G+(Shift+J)
ত্ত্ব (ত+ত+ব) K+G+K+G+H
শু (শ+ু) (Shift+M)+S
দ্ভ (দ+ভ) L+G+(Shift+H)
ঙ্গ (ঙ+গ) Q+G+O
ঙ্ক (ঙ+ক) Q+G+J
ন্ম (ন+ম) B+G+M
ম্ন (ম+ন) M+G+B
ষ্প (ষ+প) (Shift+N)+G+R
স্থ (স+থ) N+G+(Shift+K)
স্ফ (স+ফ) N+G+(Shift+R)

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF Download

পোস্টের শুরুর দিকে বলেছিলাম যে, পোস্টের শেষের অংশে আমরা বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম এর PDF ফাইল শেয়ার করব। আমাদের PDF ফাইলটি SuttonyMJ ফন্টে তৈরি করা হয়েছে। আপনি চাইলে এটি PDF ফাইল এর পাশাপাশি MS Word ফরমেটের ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন।

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম এর PDF Download করতে হলে আমাদের পোস্ট ফেইসবুক এ শেয়ার করতে হবে। ফেইসবুক শেয়ার করলেই লক করা অপশনটি অটোমেটিক সরে যাবে এবং ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। আসলে আমরা চাই আপনার একটি শেয়ার এর মাধ্যমে অন্যরা যাতে আমাদের পোস্টটি পড়ে উপকৃত হতে পারে।

FAQs

  • ক্ষ কিভাবে লেখে?
    ক্ষ লেখার জন্য প্রথমে বিজয় কী-বোর্ড বাংলা করে নিতে হবে। তারপর ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) টাইপ করলে ক্ষ অক্ষর লেখা হয়ে যাবে। আসলে এই অক্ষরটি (ক+ক) নয়। প্রকৃতপক্ষে এটা হচ্ছে ক+ষ।
  • হ্ম কিভাবে লিখতে হয়?
    এই হ্ম অক্ষরটি দেখতে অনেকটা জঠিল লাগে। সেই জন্য অনেকে মনেকরে এটির মধ্যে অনেকগুলো অক্ষর আছে। প্রকৃতপক্ষে এটা হচ্ছে (হ+ম)। এই অক্ষর হ্ম (হ+ম) = I+G+M লিখলে সহজে হয়ে যায়।
  • জ্ঞ কিভাবে লিখতে হয়?
    জ্ঞ লেখার জন্য আপনাকে (জ+ঞ) টাইপ করতে হবে। এ ক্ষেতে গতানুগতিকভাবে আমরা যেভাবে অক্ষর টাইপ করি সেই ভাবে জ লিখে সংযুক্ত ঞ লিখলে জ্ঞ অক্ষর টাইপ হয়ে যাবে।
  • ন্ত্র কিভাবে লেখে?
    প্রথমে জানতে হবে এটির মধ্যে কোন কোন অক্ষর আছে। তাহলে আপনি সহজে লেখতে পারবেন। এটি ভাঙ্গলে দাড়ায় ন+ত+্র। এখ নিশ্চয় আপনি খুব সহজে "ন্ত্র" যুক্ত বর্ণটি টাইপ করতে পারবেন।
  • ণ্ঠ যুক্তবর্ণ কিভাবে টাইপ করতে হয়?
    এই যুক্তবর্ণটির মধ্যে ণ+ঠ রয়েছে। কাজেই (Shift+N)+G+Shift+T টাই করলেই ণ্ঠ যুক্তবর্ণ টাইপ হবে। আসলে যেকোন যুক্তবর্ণের মধ্যে কোন কোন অক্ষর আছে তা জানলে যুক্তবর্ণ টাইপ করা সহজ হয়

শেষ কথা

বিজয় কিবোর্ড দিয়ে বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কার ও বিরাম চিহ্ন সহ প্রায় সকল ধরনের বাংলা যুক্তবর্ণ টাইপ করার নিয়ম সঠিক ও নির্ভূলভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশাকরি আপনি এই শীট থেকে বাংলা টাইপ শেখার ক্ষেত্রে উপকৃত হতে পেরেছেন। এই শীটের মধ্যে কোন ধরনের ভূলত্রুটি থাকলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা পুনরায় সংশোধন করে দিব।
Next Post Previous Post
961 Comments
  • Anonymous
    Anonymous June 28, 2023 at 5:30 AM

    plz send on email.

    im.afraaz01@gmail.com

  • Anonymous
    Anonymous July 11, 2023 at 12:31 PM

    আমি ফেইসবুক এ অনেক বার শেয়ার করছি। কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোড হচ্ছে না। alirafsan123ctg@gmail.com

  • Anonymous
    Anonymous July 14, 2023 at 1:09 AM

    Sar pdf file ta plz den
    tomalkumarr@gmail.com

  • Anonymous
    Anonymous July 19, 2023 at 8:12 AM

    Plz send me the PDF file.

    mashrafasad2she@gmail.com

  • Anonymous
    Anonymous July 21, 2023 at 10:24 PM

    Sir pdf file email e deya jabe

  • Anonymous
    Anonymous July 21, 2023 at 10:27 PM

    mdsohelrana443210@gmail.com

  • Anonymous
    Anonymous July 22, 2023 at 12:58 PM

    আমার ইমেইলে পিডিএফ ফাইলটি সেন্ড করে দিন soheltajbhola@gmail.com

  • Anonymous
    Anonymous July 22, 2023 at 6:48 PM

    i need this file
    Kindly send me Through googlplayer93@gmail.com

  • Anonymous
    Anonymous July 27, 2023 at 12:43 PM

    দয়া করে pdf link ূেন

  • Anonymous
    Anonymous August 5, 2023 at 5:59 PM

    Sir,please send me the pdf file.My email address:tusharkanti.ju@gmail.com

  • Anonymous
    Anonymous August 9, 2023 at 10:34 AM

    almaun305@gmail.com please send this PDF

  • Anonymous
    Anonymous August 9, 2023 at 6:30 PM

    Rajandey62@gmail.com

  • Anonymous
    Anonymous August 14, 2023 at 4:38 PM

    ঃ ata kibave likhe?

  • Anonymous
    Anonymous August 17, 2023 at 10:26 PM

    Share option e click korlam,link error dekhacche.abdullahalnomanhi@gmail.com ei address e pdf file ta den,please.❤️

  • Anonymous
    Anonymous August 24, 2023 at 9:54 PM

    mdemtiarhossain677@gmail.com
    please sent me pdf

  • Anonymous
    Anonymous August 25, 2023 at 11:23 AM

    bhai shere korechi kintu download link to pelam na..
    amar email: marufkhan183@gmail.com

  • Post E- Center Vangarhat
    Post E- Center Vangarhat August 26, 2023 at 1:01 PM

    please PDF file rabinroy360@gmail.com

  • Anonymous
    Anonymous August 29, 2023 at 11:25 AM

    pdf file plz...
    Mdsaiful3122@gmail.com

  • Anonymous
    Anonymous August 29, 2023 at 2:48 PM

    Sir,Pls send pdf file.

  • Anonymous
    Anonymous August 29, 2023 at 2:49 PM

    Sir,Pls send pdf file.
    nazmussakibsh1@gmail.com

  • Anonymous
    Anonymous August 31, 2023 at 6:13 PM

    Please give me pdf file. mgitraihan@gmail.com

  • Anonymous
    Anonymous September 2, 2023 at 11:34 AM

    mohammedctg2023@outlookcom. g vai PDF file ta dile valo hoi

  • Anonymous
    Anonymous September 7, 2023 at 5:01 PM

    plz sir pdf file
    hnaim4770@gmail.com

  • Anonymous
    Anonymous September 11, 2023 at 6:49 PM

    pronaysarker090@gmail.com PDF File Ta Mail koren Please

  • Anonymous
    Anonymous September 12, 2023 at 4:53 PM

    যুক্তাক্ষর পিডিএফ পাঠাবেন প্লীজ

  • Anonymous
    Anonymous September 12, 2023 at 4:53 PM

    zillowkhan@gmail.com

  • Anonymous
    Anonymous September 14, 2023 at 10:23 AM

    ইউনিকোডে ড্যাস — কিভাবে লিখবো?

  • Anonymous
    Anonymous September 17, 2023 at 8:43 PM

    Why the lock button haven’t opened as you said? How to get it?

  • Anonymous
    Anonymous September 18, 2023 at 10:08 AM

    Plase send me pdf file.
    tll.raselislam76@gmail.com

  • Anonymous
    Anonymous September 25, 2023 at 9:36 AM

    vaiya amar file gulo lagbo kintu dawnload dite parchi nah share korar pore o vaiya file gulo dile onek upokrito hobo vai gamil : siteweb571@gmail.com

  • Anonymous
    Anonymous October 11, 2023 at 10:00 PM

    ibrahimahmed3263@gmail.com
    pdf ta den sir

  • Anonymous
    Anonymous October 17, 2023 at 4:48 PM

    Dear bro,
    I will be grateful to u if u send me PDF file.
    imdadiu@gmail.com

    Thanks.

  • Anonymous
    Anonymous October 20, 2023 at 7:33 PM

    please send me Pdf File

  • Jafor Ahmed
    Jafor Ahmed October 24, 2023 at 5:02 PM

    আসসাামু আলাইকুম, ভাই বিজয় কিবোর্ডের পিডিএফ টা দিয়েন প্লিজ।
    boyc3631@gmail.com

  • Anonymous
    Anonymous October 31, 2023 at 6:54 PM

    শেয়ার করেছি কিন্তু লিঙ্ক পাই নি কি করতে পারি আমাকে gmail এ দেন akashenterprise24@gmail.com

  • Anonymous
    Anonymous October 31, 2023 at 6:57 PM

    শেয়ার করেছি লিঙ্ক পাচ্ছি নাহ্ জিমেইল এ দিন ...akashenterprise24@gmail.com

  • Anonymous
    Anonymous November 10, 2023 at 8:03 PM

    ভাই শেয়ারকরেছি কিন্তু pdf download হচ্ছে লিনক টা তো পাচ্ছি না।। techprintersbd@gmail.com

  • Anonymous
    Anonymous November 27, 2023 at 12:33 PM

    Pdf file please

  • Anonymous
    Anonymous December 3, 2023 at 9:19 AM

    masum692.bd@gmail.com ভাই আমার পিডিফ লাগবে মেইল করে দেওয়া যাবে কি?

  • Anonymous
    Anonymous December 7, 2023 at 4:44 PM

    redoanahammed45@gmail.com
    ভাই আমাকে pdf টা দেন

  • Anonymous
    Anonymous December 11, 2023 at 12:22 AM

    pdf file mail. Please. shahimran1122@gmail.com

  • Anonymous
    Anonymous December 11, 2023 at 8:18 PM

    আমি শেয়ার করার পরেও লক টি খুলছে না।আর ডাউনলোড ও করতে পাচ্ছি না।আমাকে এক্টু সহায়তা করুন।অন্য কোন ভাবে pdf টা দেওয়া যায় নাকি?

  • Anonymous
    Anonymous December 19, 2023 at 3:25 PM

    প্লিজ পিডিএফ ফাইলটা আমার দরকার
    mail-farid746762@gmail.com

  • Anonymous
    Anonymous December 19, 2023 at 7:55 PM

    যুক্তবর্ন ষ+ঠ দেওয়া নেই

  • Anonymous
    Anonymous December 22, 2023 at 12:08 PM

    vai share korci asadlives005@gmail.com a pdf ta pathan vai plz

  • Anonymous
    Anonymous January 20, 2024 at 10:54 AM

    poritos100@gmail.com
    স্য়ার,দয়া করে আমাকেও পিডিএফ ফাইলটি সেন্ড করবেন।

  • Anonymous
    Anonymous January 27, 2024 at 5:56 PM

    somossa holo seta ja manus manus k duka dey,,,fb te share diyeo download option pawa gelo na

  • Anonymous
    Anonymous February 10, 2024 at 3:35 PM

    irfanaziz2535@gmail.com

  • Anonymous
    Anonymous February 12, 2024 at 3:42 PM

    mdhabibnstu@gmail.com ei email sent koror jonno request korci.

  • Anonymous
    Anonymous February 22, 2024 at 12:23 PM

    দয়াকরে সুত্রের সীটগুরলো দেন। উপকৃত হব। info.dorker24@gmail.com

  • Anonymous
    Anonymous March 4, 2024 at 7:43 PM

    mdmobarak8216@gmail.com
    Please sent pdf vaijan

  • Anonymous
    Anonymous March 7, 2024 at 12:02 PM

    plz send me pdf file below email id. mail: mdmostakglc@gmail.com

  • Anonymous
    Anonymous March 8, 2024 at 10:59 PM

    vai pdf file ta amake diben.dile khub khusi hotam.
    bijonghosh50@gmail.com
    print korbo mone rakte parsi na.plz

  • Anonymous
    Anonymous March 21, 2024 at 10:37 AM

    শেয়ার দিয়ছি কিন্তু ডাউনলোড হয় না😐
    mail korun na vai..
    Chanchalmalitha@gmail.com

  • Anonymous
    Anonymous March 28, 2024 at 11:07 AM

    joyontoroy321gmail.com vai pdf ta diben plzz

  • Anonymous
    Anonymous March 30, 2024 at 4:04 PM

    শেয়ার করেও লিংক আসেনি ভাইজান
    helalicreation24@gmail.com

  • Anonymous
    Anonymous April 3, 2024 at 5:34 AM

    mmmr09112004@gmail.com

  • Anonymous
    Anonymous April 22, 2024 at 5:22 PM

    islamshariful3232@gmail.com
    plz sent me pdf file......

  • Anonymous
    Anonymous April 27, 2024 at 7:34 PM

    plz send me pdf file below email id mdimamhossainsohel1971@gmail.com

  • Anonymous
    Anonymous April 27, 2024 at 10:14 PM

    Sir,Pls send me pdf
    ashikurrah180@gmail.com

  • Anonymous
    Anonymous May 6, 2024 at 5:54 PM

    snnirob58@gmail.com plz send me the file

  • Anonymous
    Anonymous May 11, 2024 at 11:45 AM

    আমি ফেসবুকে শেয়ার করেছি কিন্তু ডাউনলোড লিঙ্ক পাচ্ছিনা।
    shariful5370islam@gmail.com
    দয়া করে আমার ইমেইল করে দিবেন।

  • Anonymous
    Anonymous May 15, 2024 at 8:29 AM

    ভাই আমি অনেক বার শেয়ার করে ও ডাউনলোড করতে পারছিনা আমার ই-মেইল অ্যাড্রেস bd01784@gmail.com

  • Anonymous
    Anonymous May 15, 2024 at 2:04 PM

    ashikuralamdidar1990@gmail.com

  • Anonymous
    Anonymous May 16, 2024 at 10:16 PM

    স্যার, PDF ফাইলটা পাঠিয়ে দিবেন প্লিজ…
    faysal.ahamedbd420@gmail.com

  • Anonymous
    Anonymous May 23, 2024 at 6:24 PM

    ফাইল টা ডাওনলোড করতে পারছিনা। sharomim.2016@gmail.com

  • Anonymous
    Anonymous June 2, 2024 at 3:47 PM

    asaduzzamanbabu64@gmail.com

  • Anonymous
    Anonymous June 9, 2024 at 12:04 AM

    sayemofficial2003@gmail.com

    please send me also sir

  • Anonymous
    Anonymous June 19, 2024 at 7:23 PM

    বাংলায় যুক্ত বর্ণ ২টা ফ কিভাবে লিখব ?
    EMAIL : dmdmahin80470@gmail.com

  • Anonymous
    Anonymous August 7, 2024 at 6:47 PM

    give me this pdf file please, email: abirtasnim79@gmail.com

  • Anonymous
    Anonymous August 12, 2024 at 9:53 AM

    mic.jatpur@gmail.com

  • Anonymous
    Anonymous August 14, 2024 at 9:44 PM

    riadhossain5450@gmail.com

  • Admin
    Admin August 27, 2024 at 9:31 PM

    please send pdf file
    sujoybairagi5001@gmail.com

  • Anonymous
    Anonymous September 20, 2024 at 3:53 PM

    Please send me also.
    allenkalmail@gmail.com

  • Anonymous
    Anonymous September 22, 2024 at 5:42 PM

    shakibhossin1234@gmail.com

  • Anonymous
    Anonymous September 22, 2024 at 6:00 PM

    Facebook a share korchilam link unlock hoyni. aratrai2018@gmail.com mail kore diben please.

  • Anonymous
    Anonymous October 10, 2024 at 6:34 AM

    mic.jatpur@gmail.com

  • Anonymous
    Anonymous October 28, 2024 at 11:35 AM

    piyaltelecom2@gamil.com স্যার দয়া করে ই-মেইল টা দিবেন

  • Tahshan Aritro
    Tahshan Aritro November 1, 2024 at 3:38 PM

    tashmimtahshan10@gmail.com
    please send me the PDF.

  • Anonymous
    Anonymous November 3, 2024 at 8:21 PM

    Assalamu Walaikum Vai
    amar bangla typing sheet ta lagbe vai PDF file kore dite parben

  • Anonymous
    Anonymous November 3, 2024 at 8:23 PM

    pias.ict.help@gmail.com vai PDF file ta den vai

  • Anonymous
    Anonymous November 25, 2024 at 1:33 AM

    mrmotiur86@gmail.com
    please sent me pdf file

  • Anonymous
    Anonymous November 25, 2024 at 11:25 AM

    please send my email syedjonayed87@gmail.com

  • Anonymous
    Anonymous November 25, 2024 at 11:26 AM

    please send my email syedjonayed87@gmail.com

  • Anonymous
    Anonymous December 4, 2024 at 11:13 AM

    munnaitzone@gmail.com, please ms file

  • Anonymous
    Anonymous December 6, 2024 at 8:32 PM

    PDF File Ta Mail koren Please
    sroy49428@gmail.com

  • Anonymous
    Anonymous December 10, 2024 at 12:45 PM

    ভাই আমাকে ফাইটা দেন
    আমি শেয়ার দিয়ে দিয়েছি

  • Anonymous
    Anonymous December 18, 2024 at 6:53 PM

    raju.ahmed1997ru@gmail.com

  • Anonymous
    Anonymous December 28, 2024 at 6:27 PM

    alamhawlader71@gmail.com

  • Anonymous
    Anonymous January 5, 2025 at 11:48 AM

    01987040889 পি.ডিিএফ হটস এ্যাপ বা টেলিগ্রামে দিলে ভাল হত?

  • Anonymous
    Anonymous January 7, 2025 at 7:27 PM

    ahmedajmir576@gmail.com
    plz send me pdf

  • Anonymous
    Anonymous January 19, 2025 at 11:52 AM

    rayanbdbarisal@gmail.com
    PDF টা সেন্ড করেন

  • Anonymous
    Anonymous January 19, 2025 at 4:58 PM

    Please send my gmail id scapp009@gmail.com
    বাংলা টাইপিং কিওয়াড

  • Anonymous
    Anonymous February 12, 2025 at 12:10 PM

    Share korechi vaiya...Please send me PDF file to mohammedsajib333@gmail.com

Add Comment
comment url