গুগল AdSense সংক্রান্ত সকল সমস্যার সংক্ষিপ্ত সমাধান!

গুগল এ্যাডসেন্স হচ্ছে ইন্টারনেট ভিত্তিক একটি বিজ্ঞাপনী সংস্থা যেটি গুগল নিজে পরিচালনা করছে। ব্লগ এবং ওয়েবসাইটে বিজ্ঞাপ ব্যবহার করে অনলাইন থেকে টাকা উপার্জনের যত উপায় আছে তার মধ্যে AdSense হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। তারপরও সবার মনে কিছু প্রশ্ন জাগে যে, এটা কি আসলে সত্য বা সম্ভব? আমি কি সব সময় Google AdSense থেকে টাকা উপর্জন করতে পারবো? আমি কি ওখান থেকে ‍উপার্জিত টাকা দিয়ে সব কিছু চালিয়ে যেতে পারবো?
প্রশ্নের আলোকে গুগল AdSense সংক্রান্ত সকল সমস্যার সংক্ষিপ্ত সমাধান!




আমাদের ব্লগে ইতোপূর্বে গুগল এ্যাডসেন্স বিষয়ে অনেক পোষ্ট রয়েছে। তারপরও ফেইসবুক কমিউনিটি পেজে অনেকে বিভিন্ন সময়ে ছোট ছোট প্রশ্ন করে থাকেন। অনেক সময় কাজের ব্যস্ততায় ঐ সহজ প্রশ্নগুলির উত্তর না দিয়ে এড়িয়ে যেতে হয়। সে জন্য আজ আমি সকল ছোট প্রশ্নগুলির উত্তর প্রশ্নভিত্তিক আলোচনার মাধ্যমে সবার সমনে সহজ ও বোধগম্য ভাষায় উপস্থাপন করব।




পোষ্টটি শুরু করার পূর্বে আপনাদের একটি বিষয় জানিয়ে দিচ্ছি যে, গুগল এ্যাডসেন্স গত ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখ হতে বাংলা ভাষা সাপোর্ট করছে। বিষয়টি যারা এখনো জানেন না তারা অবগত হয়ে তাদের বাংলা ব্লগের মাধ্যমে গুগল এ্যাডসেন্সর জন্য আবেদন করতে পারেন। উল্লেখ্য যে, আমাদের প্রযুক্ত ডট কম ব্লগটিও বাংলা কনটেন্ট দিয়ে গুগল এ্যাডসেন্স অনুমোদন করে গুগল এর বিজ্ঞাপন ব্যবহার করছে।

গুগল এ্যাডসেন্স সংক্রান্ত বেসিক প্রশ্নঃ

  • প্রশ্নঃ গুগল এ্যাডসেন্স কি?
  • উত্তরঃ গুগল এ্যাডসেন্স হচ্ছে অনলাইন ভিত্তিক বিজ্ঞাপন। যার মাধ্যমে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় পন্যের বিজ্ঞাপন প্রকাশ করতে পারেন। অন্যদিকে এ্যাডসেন্স পাবলিশাররা তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন ব্যবহার করে ইনকাম করতে পারেন।
  • প্রশ্নঃ গুগল এ্যাডসেন্স থেকে কি আয় করা সম্ভব?
  • উত্তরঃ হ্যাঁ, অবশ্যই সম্ভব।
  • প্রশ্নঃ বাংলা ওয়েবসাইট থেকে কি এ্যাডসেন্স অনুমোদন পাওয়া যায়?
  • উত্তরঃ হ্যাঁ, অবশ্যই বাংলা ওয়েবসাইটে এ্যাডসেন্স অনুমোদন হয়। উদাহরণ হিসেবে আমাদের ব্লগকে অনুসরণ করতে পারেন। তবে ২০১৮ সালের পূর্বে এ্যাডসেন্স বাংলা ভাষা সাপোর্ট করত না।
  • প্রশ্নঃ এ্যাডসেন্স অনুমোদনের জন্য বাংলা ওয়েবসাইট ভাল নাকি ইংরেজী ওয়েবসাইট ভাল?
  • উত্তরঃ অনুমোদনের ক্ষেত্রে দুটি ভাষা সমান। তবে বাংলা ওয়েবসাইটের চাইতে ইংরেজী ওয়েবসাইটের মাধ্যমে বেশী আয় করা যায়।
  • প্রশ্নঃ শুনলাম এশিয়া মহাদেশ থেকে এ্যাডসেন্স পাওয়া খুব কঠিন বিষয়?
  • উত্তরঃ এই তথ্যটি সঠিক নয়। একটি পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন ব্লগের মাধ্যমে যে কোন দেশ থেকে সহজে এ্যাডসেন্স অনুমোদন করা সম্ভব।
  • প্রশ্নঃ বাংলাদেশে নাকি ৬ মাসের পূর্বে এ্যাডসেন্স অনুমোদন করে না?
  • উত্তরঃ এটিও সঠিক নয়। তবে একটি ব্লগকে এ্যাডসেন্সের জন্য পরিপূর্ণ উপযোগী করে গড়ে তুলতে প্রায় ৬ মাসের অধিক সময় লেগে যায়। সে জন্য ব্লগের বয়স নূন্যতম ছয় মাস হওয়ার আগে এ্যাডসেন্সের আবেদন করতে অভিজ্ঞরা নিষেধ করেন। তবে এর আগে যোগ্যতা অর্জন করতে পারলে ৬ মাসের পূর্বেই এ্যাডসেন্স পাওয়া সম্ভব।
  • প্রশ্নঃ আবেদন করার পূর্বে কমপক্ষে কতগুলো পোষ্ট থাকতে হবে?
  • উত্তরঃ ভালমানের আর্টিকেলের সমন্বয়ে কমপক্ষে ২৫/৩০ টি পোষ্ট রাখা প্রয়োজন।
  • প্রশ্নঃ প্রত্যেকটি পোষ্টের জন্য কি পরিমান আর্টিকেল হলে এ্যাডসেন্স অনুমোদন হয়?
  • উত্তরঃ প্রত্যেকটি পোষ্টে ৪০০/৫০০ ওয়ার্ড রাখাটা ভাল।
  • প্রশ্নঃ কপি করা আর্টিকেল দিয়ে কি এ্যাডসেন্স অনুমোদন পাওয়া যায়?
  • উত্তরঃ আদৌ কেউ অনুমোদন পায়নি এবং ভবিষ্যতেও সম্ভব নয়!
  • প্রশ্নঃ ব্লগস্পট ডোমেন দিয়ে কি এ্যাডসেন্স অনুমোদন হয়?
  • উত্তরঃ আগে পাওয়া যেত কিন্তু সম্প্রতি পাওয়া সম্ভব হচ্ছে না। একটি টপ লেভেলের ডোমেন নিয়ে তার পর এ্যাডসেন্সের জন্য আবেদন করার স্বপক্ষে গুগল নিজেও পরামর্শ দিচ্ছে।

এ্যাডসেন্স আবেদন করার পূর্বে করণীয় কি?

  • প্রশ্নঃ ব্লগার দিয়ে ব্লগিং করলে ভাল নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে করলে ভাল হয়?
  • উত্তরঃ আপনি যেটি দিয়ে ব্লগিং করেন না কেন এ্যাডসেন্স অনুমোদনের ক্ষেত্রে সমান গুরুত্ব পাবে।
  • প্রশ্নঃ কাষ্টম থিমস নিয়ে কাজ করব নাকি ডিফল্ট থিমস নিয়ে?
  • উত্তরঃ একটি ভালমানের কাষ্টম থিমস নিয়ে কাজ করাটাই উত্তম।
  • প্রশ্নঃ শুনেছি ব্লগস্পট দিয়ে ব্লগিং করলে নাকি ভালো ফলাফল পাওয়া যায় না?
  • উত্তরঃ এটা ঠিক নয়। আপনার ওয়েব ডিজাইন সম্পর্কে ভাল জ্ঞান থাকলে ব্লগস্পট নিয়ে কাজ করে ভাল র‌্যাংক করা কোন ব্যাপারই না।
  • প্রশ্নঃ ডট কম ডোমেন ভাল নাকি ডট নেট হলে ভাল হয়?
  • উত্তরঃ আমি সবসময় ডট কম ডোমেন নেওয়ার পরামর্শ দেব।
  • প্রশ্নঃ কত অক্ষরের ডোমেন নেম হলে ভালো হয়?
  • উত্তরঃ পাঁচ অক্ষর থেকে শুরু করে পনের অক্ষরের মধ্যে রাখাটা ভাল।
  • প্রশ্নঃ কোন ধরনের টপিক নিয়ে কাজ করলে এ্যাডসেন্স দ্রুত অনুমোদন হবে?
  • উত্তরঃ গুগল সবসময় প্রযুক্তি বিষয় সংক্রান্ত ব্লগকে প্রধান্য দিয়ে থাকে?
  • প্রশ্নঃ নিস হিসেবে Blogspot টিউটোরিয়াল কেমন?
  • উত্তরঃ অবশ্যই ভাল। পাশাপাশি ওয়েব ডিজাইন এবং এসইও নিয়ে লিখতে পারলে দ্রুত এ্যাডসেন্স পাওয়ার আশা করতে পারেন।
  • প্রশ্নঃ এসইও করলে নাকি দ্রুত এ্যাডসেন্স অনুমোদন হয়?
  • উত্তরঃ সঠিকভাবে এসইও করা ব্লগকে এ্যাডসেন্স অবশ্যই গুরুত্ব সহকারে মূল্যায়ন করে। কারণ প্রোপার এসইও করা ব্লগে সার্চ ইঞ্জিন হতে ট্রাফিক বৃদ্ধি পায়।
  • প্রশ্নঃ ব্লগে About Us, Contact, Privacy Policy রাখা কি বাধ্যতামূলক?
  • উত্তরঃ এগুলো আপনার ব্লগ সম্পর্কে পাঠকদের স্বচ্ছ ধারনা দেয়। কাজেই এই পেজগুলি রাখলে ভাল ফলাফল পাবেন। বিশেষ করে জনপ্রিয় ব্লগের এ পেজগুলি অনেক গুরুত্ব বহন করে।
  • প্রশ্নঃ নিউজ, ভিডিও এবং ফ্রি নেট বিষয়ে গুগল এ্যাডসেন্স  অনুমোদন হয় নাকি?
  • উত্তরঃ সার্চ ইঞ্জিনের কাছে এগুলোর গুরুত্ব খুবই কম। সে জন্য এই টপিক গুলিতে এ্যাডসেন্স অনুমোদন হয় না বল্লেই চলে। তবে জনপ্রিয় করতে পারলে পাওয়ার সম্ভাবনা থাকে।
  • প্রশ্নঃ ইউনিক কনটেন্টের সাথে গুগল থেকে Image নিয়ে পাবলিশ করলে কোন সমস্যা হবে কি না?
  • উত্তরঃ অন্য ওয়েবসাইটের লগোযুক্ত ছবি ব্যবহার না করলে সমস্যা হবে না। তবে কেউ তার ব্লগের ছবি সম্পর্কে রিপোর্ট করলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।
  • প্রশ্নঃ সাইটে পর্যাপ্ত ইউনিক আর্টিকেল রয়েছে কিন্তু ভিজিটর কম, এ ক্ষেত্রে কি অ্যাডসেন্স পাওয়া যাবে?
  • উত্তরঃ পাওয়া যাবে, কারণ গুগল এ্যাডসেন্স সাইটের ট্রাফিককে খুব বেশী গুরুত্ব দেয় না। ভালমানের পর্যাপ্ত কনটেন্ট থাকলে এ্যাডসেন্স অনুমোদন হবে। আমার মতে প্রতিদিন ৫০-১০০ পেজ ভিউ থাকলে এ্যাডসেন্স অনুমোদন হয়।
  • প্রশ্নঃ ডট TK ডোমেন দিয়ে কি এ্যাডসেন্স পাওয়া যাবে?
  • উত্তরঃ হ্যাঁ, এডসেন্স পাওয়া যাবে।
  • প্রশ্নঃ এ্যাডসেন্সে আবেদন করার পূর্বে কি কি Check List তৈরি করা দরকার?
  • উত্তরঃ গুগল এ্যাডসেন্সের জন্য আবেদন করার পূর্বে অবশ্যই কিছু Check List তৈরি করা ভাল। যেমন-ব্লগের সকল পোস্ট ৮০-৯০ ভাগ ইউনিক কি না এবং গুগল পলিসির ভিতরে আছে কি না। ব্লগের সকল গুরুত্বপূর্ণ পেজ ঠিক আছে কি না। ওয়েবসাইটে ২৫-৩০ টি পাষ্ট ঠিকমতো ইনডেক্স হচ্ছে কি না। ব্লগের ডিজাইন এবং এসইও ফ্রেন্ডলি কি না সেটা চেক করতে হবে। সাদা সিদে ন্যাভিগেশন এবং লেয়াউট এ সব দরকারি জিনিস রাখতে হবে। সার্চ ইঞ্জিনে কিছু Organic Keywords এ ভাল Rank করালে এক্সট্রা পায়রিটি পাওয়া যাবে। সবকিছু ঠিকমতো থাকলে অল্প দিনে এ্যাডসেন্স অনুমোদন পাওয়া সম্ভব।

হোস্টেড ও নন-হোস্টেড এ্যাডসেন্স কি?

  • প্রশ্নঃ Hosted AdSense বলতে কি বুঝানো হয়?
  • উত্তরঃ গুগল ব্লগার, YouTube এবং AdMob দ্বারা ব্যবহৃত এ্যাডসেন্স হচ্ছে Hosted AdSense.
  • প্রশ্নঃ Non Hosted AdSense বলতে কি বুঝায়?
  • উত্তরঃ নিজস্ব সাইট দিয়ে অনুমোদন পাওয়া গুগল অ্যাডসেন্স একাউন্ট হচ্ছে Non Hosted AdSense.
  • প্রশ্নঃ Non Hosted AdSense এর জন্য Alexa rank কোন প্রভাব বিস্তার করে?
  • উত্তরঃ না।
  • প্রশ্নঃ বাংলাদেশ থেকে Non Hosted AdSense এর জন্য কোন Niche বেশী অনুমোদন হয়?
  • উত্তরঃ বেশির ভাগ ক্ষেত্রে Smartphone Review, Education Result এবং Technology সাইট দিয়ে অনুমোদন পাওয়া সম্ভব হয়।
  • প্রশ্নঃ Hosted ও Non Hosted AdSense এর মধ্যে পার্থক্য কি?
  • উত্তরঃ এই দুটির মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে Hosted শুধুমাত্র গুগলের BlogSpot, YouTube এবং AdMob দ্বারা অনুমোদন করা। অন্যদিকে Non Hosted হচ্ছে নিজেস্ব ব্লগ/ওয়েবসাইট দিয়ে অনুমোদন করা।
  • প্রশ্নঃ Hosted Account কি Non Hosted Account এ Upgrade করা যায়?
  • উত্তরঃ হ্যাঁ করা যায়, গুগল পলিসি অনুসারে ব্লগ তৈরি করে আবেদন করে Hosted Account থেকে Non Hosted Account এ Upgrade করা যায়।
  • প্রশ্নঃ Non Hosted Account এর এ্যাডসেন্স কোড কতটি ব্লগ/ওয়েবসাইটে ব্যবহার করা যায়?
  • উত্তরঃ শুধুমাত্র অনুমোদনকৃত একটি ব্লগেই ব্যবহার করা যায়। তবে ২০১৯ সালের পূর্বে ৫০০ টির বেশী ব্লগ/ওয়েবসাইটে ব্যবহার করা যেত। এখন হোস্টেট ও নন-হোস্টেট একাউন্ট প্রায় সমান গুরুত্ব বহন করে।

এ্যাডসেন্স সংক্রান্ত বিবিধ প্রশ্নঃ

  • প্রশ্নঃ আমি কি গুগল AdSense এর জন্য Sub Domain ব্যবহার করতে পারি?
  • উত্তরঃ হ্যাঁ পারেন, তবে আগে টপ লেভেল ডোমেইন দিয়ে অনুমোদন করাতে হবে, তারপর সাব ডোমেইন এ অ্যাডসেন্স ব্যাবহার করতে পারবেন।
  • প্রশ্নঃ Troll সাইটে কি এ্যাডসেন্স অনুমোদন হবে এবং এ ক্ষেত্রে কি ধরনের আর্টিকেল প্রয়োজন?
  • উত্তরঃ যদি গুগলের নীতিমালা ভঙ্গ না করেন তবে ভালো মানের ২৫/৩০ টি পোস্ট দিয়ে অনুমোদন করতে পারবেন। এ ক্ষেত্রে আপনি যে কোন প্রোডাক্ট বেইজ ও ইনফরমেটিভ ব্লগ তৈরি করতে পারেন।
  • প্রশ্নঃ ব্লগের বেশীরভাগ ভিজিটর Facebook থেকে আসলে কি AdSense অনুমোদন সম্ভব?
  • উত্তরঃ এ্যাডসেন্স অনুমোদন দেবে। তবে ফেসবুকের ভিজিটরের চাইতে গুগল সার্চ ইঞ্জিন থেকে আসা ভিজিটরের মূল্য বেশি। সে ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব দিতে হবে।
  • প্রশ্নঃ কিভাবে এ্যাডসেন্স ব্লক হওয়া থেকে রক্ষা করব এবং আয় বৃদ্ধি করব?
  • উত্তরঃ অ্যাডসেন্স ব্লক হওয়া থেকে বাঁচার জন্য এ্যাডসেন্সের পলিসি অনুসরণ করে ব্লগিং করতে হবে। আয় বৃদ্ধি করার জন্য ব্লগে ভিজিটর বৃদ্ধি করার পাশাপাশি এ্যাডসেন্স CTR, CPC ও RPM রেট বৃদ্ধি করতে হবে।
  • প্রশ্নঃ ভালমানের আর্টিকেল মানে কি? ভালো কোয়ালিটি সম্পন্ন আর্টিকেলের কি কি গুন থাকা দরকার? আর্টিকেলের মান ভালো না খারাপ সেটা চেক করার কি কোন উপায় আছে?
  • উত্তরঃ আপাত দৃষ্টিতে ভালমানের আর্টিকেল বলতে ইউনিক ও গুরুত্বপূর্ণ আর্টিকেলকে ‍বুঝায়? যে আর্টিকেল গুলির ডিমান্ড সর্বস্তরে রয়েছে, সেগুলিই হচ্ছে ভালমানের আর্টিকেল। Google Keyword Planner দিয়ে খুব সহজে আর্টিকেলের মান যাচাই-বাছাই করতে পারেন।
  • প্রশ্নঃ আমার ব্লগে যদি ৫০ ভাগ ইউনিক পোষ্ট থাকে, তবে কি অ্যাডসেন্স পাওয়া যাবে? অ্যাডসেন্স অনুমোদন পাওয়ার ক্ষেত্রে কোনটা বেশি জরুরী, ইউনিক পোস্ট  নাকি ভিজিটর?
  • উত্তরঃ এ ক্ষেত্রে এ্যাডসেন্স অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুব কম। অ্যাডসেন্স অনুমোদনের ক্ষেত্রে ভিজিটরের চাইতে ইউনিক পোষ্টকে বেশী গুরুত্ব দেওয়া হয়ে থাকে।
  • প্রশ্নঃ ব্লগের Privacy পেজ কিভাবে তৈরি করব? অনলাইনের বিভিন্ন টুল দিয়ে জেনারেট করে নিলে কোন সমস্যা হবে কি না?
  • উত্তরঃ অনলাইনের বিভিন্ন টুল দিয়ে জেনারেট করে Privacy পেজ তৈরি করতে পারেন। তবে আপনার ব্লগের বিষয়ে সাথে সামঞ্জস্য রেখে কিছুটা পরিবর্তন করবেন। এ পদ্ধতীতে কোন প্রকার সমস্যা হবে না।

এ্যাডসেন্স সংক্রান্ত বিষদ প্রশ্নঃ

  • প্রশ্নঃ আমার একটা ব্লগস্পট ব্লগ আছে কিন্তু এখনো টপ Domain Set করা হয়নি, কিছুদিন এর মধ্যে Domain Set করব। এখন পর্যন্ত ৫০ টা পোস্ট করা হয়েছে। সব পোস্ট ৮০% Unique. ব্লগে প্রতিদিন ১০০+ ভিজিটর আসে। ডোমেন Set করার কতদিন পর AdSense Apply করলে Approve পেতে পারি। আমার Content এর যদি কোনো Problem থাকে এবং আমি যদি সেটা একবার Apply করার পর বুজতে পারি এবং সেই Content গুলো Delete করে দিয়ে আবার Fresh কনটেন্ট পোস্ট করে পুনরায় Apply করি তাহলে কি Problem হবে কিংবা Approve হবে?
  • উত্তরঃ ব্লগ সেটিং করার পর অবশ্যই একটি টপ ডোমেইন সেট করে নিবেন। ডোমেইন সেট করলে এক মাস পরে এপ্লাই করে দেখুন। কনটেন্ট ভালো মানের হলে এপ্রুভ পেয়ে যাবেন। কপি পেস্ট মুক্ত ফ্রেশ কনটেন্ট। অবশ্যই গ্রামার, সেন্টেন্স এবং কত ভাগ ইউনিক সেটা মাথায় রাখতে হবে, আশাকরি বুঝতে পেরেছেন। ডিলেট করলে বিপদে পড়বেন। 404 not Found আসবে আর সাইটের Rank হারাবেন। কনটেন্ট আপডেট কিংবা রি–রাইট করলে ভালো হবে।
  • প্রশ্নঃ ভাই Adsense পেতে সাইটের বয়স কত লাগবে? কতগুলো পোষ্ট আর কি রকম এসইও করা লাগবে?
  • উত্তরঃ গুগল এর মেইন শর্ত হচ্ছে হাই কুয়ালিটি কনটেন্ট এবং একটি টপ লেভেল ডোমেইন দিয়ে সাইট বানাতে হবে। তারপর সাইটে ৪০-৫০ দিন সময় নিয়ে ৪০-৫০ টা ইউনিক আর্টিকেল পাবলিশ করতে হবে। সাইটে About, Privacy, Contact us & DMCA পেজ গুলো ঠিক মতো পাবলিশ করতে হবে। সাইটের সকল পোস্ট Google Search Console এ সাবমিট করতে হবে। তারপর হালকা পাতলা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন। তারপর সাইটের বসয় ৫০-৬০ দিন হলে গুগল অ্যাডসেন্স এপ্লাই করুন। অ্যাডসেন্স এপ্রুভ হতে সময় লাগবে না।
  • প্রশ্নঃ Google Adsense এর টাকা কিভাবে উঠানো যায়?
  • উত্তরঃ ২০১৩ সালের ডিসেম্বরের আগ পর্যন্ত আমরা বাংলাদেশের সবাই চেক দিয়ে টাকা ক্যাশ করাতাম। মাস খানিক সময় লাগতো টাকা ক্যাশ করতে। এখন EFT আছে, সরাসরি ৪-৫ দিনেই টাকা ব্যাংক এ চলে আসে। ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক দিয়ে টাকা উত্তোলন করা যায়।
  • প্রশ্নঃ হোস্টেড অ্যাডসেন্সে অ্যাকাউন্টে পেমেন্ট মেথড হিসেবে DBBL Mobile Banking কিভাবে অ্যাড করা যায়? সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ধারাবাহিকভাবে কি করতে হয়?
  • উত্তরঃ হোস্টেড অ্যাডসেন্সে অ্যাকাউন্টে পেমেন্ট মেথড হিসেবে DBBL Mobile Banking হিসাবে অ্যাড করা যায়। Adsense & Domain Parking গ্রুপের কয়েক জন DBBL Mobile Banking দিয়ে টাকা তুলে। আমি কখনো ইউজ করি নাই। সম্ভবত Account No. এর জায়গায় Mobile Banking নাম্বার দিতে হয়। যারা ইউজ করে, তারা আরও বিস্তারিত বলতে পারবে।
  • প্রশ্নঃ অ্যাডসেন্স Approve পাওয়ার পর যদি আমি আমার সাইট এর Banner বা অন্য কোথাও সাইট এর Related Niche এর CPA বা অন্য কোন Product এর Promotion করি, তাহলে কি AdSense এর কোন Problem হবে?
  • উত্তরঃ Promotion/CPA তে যদি গুগল পলিসি ভঙ্গ করে এমন কিছু থাকে, তাহলে ব্যাবহার না করাই ভালো। তবে Amazon & Adsense একই সাইটে ব্যাবহার করা যায়। কোন সমস্যা হয় না।
  • প্রশ্নঃ আমার YouTube AdSense Account আছে। Non Hosted Site এর জন্য কি আমি AdSense apply করতে পারব? এক্ষেত্রে কি কোন Problem এ পরতে হবে? YouTube and Website এর জন্য ২ টার Earning কি একসাথে দেখাবে, নাকি আলাদা আলাদা দেখাবে?
  • উত্তরঃ হ্যাঁ পারবেন। আলাদা এ্যাডসেন্স একাউন্ট করার কোন প্রয়োজন নেই। আপনার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে একাউন্ট আপগ্রেট করতে পারেন। দুইটার আয় এক সাথে এবং আলাদা ‍দুই ভাবে দেখতে পারবেন।
  • প্রশ্নঃ বর্তমান ইউটিউব অ্যাডসেন্স কি ব্লগার এ ব্যবহার করা সম্ভব? যদি যায় তাহলে বর্তমানে কিভাবে করব?
  • উত্তরঃ সম্ভব না। প্রত্যেকটি ব্লগ/ওয়েবসাইটের জন্য অনুমোদন করে নিতে হয়।
  • প্রশ্নঃ আমার যদি ইতোমধ্যেই একটি AdSense একাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আমার ছোট ভাই আরেকটি একাউন্ট এপ্লাই করতে পারবে যদি বাড়ির এড্রেস একি হয়?
  • উত্তরঃ আলাদা সাইট, আলাদা কম্পিউটার আইপি, আলাদা ঠিকানা এবং আলাদা Payee Name দিয়ে সহজেই এপ্রুভ পাবেন। আশা করি কোন ঝামেলা হবে না।
নোটঃ এই পোষ্টের সকল আর্টিকেল আমার নিজের লেখা নয়। পোষ্টের ৪০% আর্টিকেল জনাব রুবেল এর বাংলা ব্লগ “রুবেল এসবিএস” থেকে নেওয়া। তবে আমার পোষ্টটি শুরুর দিকে উনার ব্লগ থেকে কনটেন্ট নেওয়ার টার্গেট ছিল না।

পোষ্টের কিছু আর্টিকেল লিখার পর অনলাইনে সার্চ করতে গিয়ে উনার পোষ্টটি পেয়ে যাই। যদিও আর্টিকেল আমি নিজেই লিখতে পারতাম কিন্তু পোষ্টের কিছুটা লেখা উনার লেখার সহিত মিলে যেত। সে জন্য পোষ্টের শেষের আর্টিকেল নিজে না লিখে উনার ব্লগ থেকে নিয়েছি।

মিঃ রুবেল এর ব্লগ পোষ্টের আর্টিকেল কপি করার তিন দিন আগে উনার অনুমতি চেয়ে একটি মেইল পাঠিয়েছিলাম কিন্তু উনি আমাকে হ্যাঁ কিংবা না কোন উত্তর দেননি। আমার মনেহয় উনি দীর্ঘদিন যাবৎ ব্লগ থেকে দূরে আছেন বিধায় আমার মেইল পড়তে পারেননি। ভবিষ্যতে উনি আমার পোষ্টটির আর্টিকেলের Fair Usage Policy মানতে না চাইলে আমরা তার কনটেন্ট যে কোন সময় মুছে দেব।

COMMENTS

BLOGGER: 70
  1. আপনার পুস্টের ২টা বিষয় নিয়ে এক মত না।
    ১- টেক বা প্রযুক্তি ব্লগ গুগল প্রধান্য দেয় না... সকল টপিকই গুগলের কাছে সমান গুরুত্বপূর্ণ।
    ২- TK ডোমাইন আসলে কান্ট্রি টপলেভেল ডোমাইন যেমন- com.bd,. Pk, in, ইত্যাদির মতই। ভাল মানের কন্টেন্ট হলে এগুলাতে এপ্রুভ করে।

    ReplyDelete
    Replies
    1. প্রথমে আপনার মূল্যামান মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলছেন আমরা বলেছি প্রযুক্তি বিষয়কে গুগল প্রধান্য দেয় না। অথচ আমরা বলেছি গুগল প্রযুক্তি সংক্রান্ত ব্লগগুলিকে বেশী প্রধান্য দিয়ে থাকে।

      com.bd, Pk, in এগুলি কান্ট্রি ডোমেন কিন্তু .TK কান্ট্রি ডোমেন সেটা আপনাকে কে বলেছে। .TK হচ্ছে ফ্রি ডোমেন, সে জন্য গুগল এটিকে মূল্যায়ন করে না।

      Delete
    2. আপনার ধারণা ভুল, .tk ডোমেন আসলেই একটা Country TLD,ভালো করে খোজ নিলে বুঝতে পারবেন।

      Delete
    3. আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। আপনি নিজেই বিষয়টা ভালোভাবে জেনে নিবেন, তাহলে ধারনা পরিবর্তন হয়ে যাবে।

      Delete
    4. আপনার প্রথম কথাটি ঠিক যে গুগল শুধু টেকনলজি নয় সকল কন্টেন্টকেই সমান গুরুত্ব দেয়। কিন্তু .tk কোনো কান্ট্রি লেভেল ডোমেইন নয়, এটি একটি ফ্রি ডোমেইন।

      Delete
  2. ভাই আপনার অ্যাডসেন্স অ্যাড দেখা যাই না কেন ২ দিন থেকে ......?

    ReplyDelete
    Replies
    1. সাময়িক অসুবিধার জন্য বন্ধ রাখা হয়েছে। খুব শীঘ্রই আবার দেখতে পাবেন..

      Delete
  3. রশিদ ভাই আমি আমার ব্লগে নিচের Robot.txt ব্যাবহার করতেছি! কান্ডলি একটু সমস্যা থাকলে ঠিক করে দিবেন?? আর ব্লগটি দেখে একটু বলবেন কিভাবে আরো ভালো করা যায়??

    User-agent: *
    Disallow: /search
    Allow: /
    Sitemap: https://Amartechtunes.blogspot.com/Sitemap.xml

    ReplyDelete
    Replies
    1. সবকিছু ঠিক আছে। তবে আপনি যদি গুগল এ্যাডসেন্স ব্যবহার করে থাকেন তাহলে এটির সাথে এই লাইন দুটি যুক্ত করতে পারেন। এ্যাডসেন্স ব্যবহার না করলে কিছুই করতে হবে না।

      User-agent: Mediapartners-Google
      Disallow:

      Delete
  4. আমি গানের লিরিক্স নিয়ে ব্লগ খুলতে চায়।।।।
    সে ক্ষেত্রে লিরিক্স একরকম হলে কি copy/paste এর under এ পড়বে??
    এসম্পর্কিত বিস্তারিত বললে উপকৃত হব।।

    ReplyDelete
    Replies
    1. অবশ্যয় কপি পেষ্টে পড়বেন। এটা না করার পরামর্শ দেব..

      Delete
  5. আপনার Blog এ AD দেখায় না কেন ?

    ReplyDelete
    Replies
    1. সাময়িক অসুবিধার জন্য বন্ধ রাখা হয়েছে। খুব শীঘ্রই আবার দেখতে পাবেন..

      Delete
  6. Song lyric নিয়ে একটা ব্লগ খুলতে চাই
    এক্ষেত্রে কিভাবে copyright content থেকে
    বাচবো???
    বিস্তারিত বললে উপকৃত হতাম

    ReplyDelete
  7. purez v.2.0 Blogger template নিয়ে একটা পোস্ট করলে অনেক খুশি হতাম। এই বিষয়ে কি একটি পোস্ট করবেন?

    ReplyDelete
    Replies
    1. আমরা দুঃখিত যে, এই টেমপ্লেট নিয়ে কোন পোস্ট করতে পারছি না। কারণ এটা সম্পূর্ণ পেইড ভার্সন। পেইড ভার্সন নিয়ে পোস্ট করার জন্য এ্যাডমিন এর অনুমতি প্রয়োজন হয়।

      আপনি টেমপ্লেটি কিনে নেন, তাহলে এটার ভীতরে সম্পূর্ণ নির্দেশনা পেয়ে যাবেন।

      Delete
  8. এক কথাতে অসাধারন! শেয়ার করার জন্য অসংখ্যক ধন্যবাদ, রশিদ ভাইয়া। একটি বিষয় জানার আগ্রহ ছিল যথারুপঃ আমার একটি টপ লেবেল ডোমেইনের সাইট আছে। সেখানে সাব ডোমেইন ক্রিয়েট করে ব্লগ চালু করেছি যেমনঃ blog.poisaclick.com । তাহলে এখানে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন কিংবা সক্রিয় করা যাবে কি??

    ReplyDelete
    Replies
    1. ডোমেন এর দিক থেকে কোন সমস্যা নেই। ভালমানের আর্টিকেল থাকলে এ্যাডসেন্স অনুমোদন পেয়ে যাবেন।

      Delete
    2. ভাইয়া আরেকটু বিষয়টা ক্লিয়ার হতে চাচ্ছি। যথারুপঃ বর্তমানে মুল ডোমেইন নাম দ্বারা এডসেন্স এপ্রুভ করতে চাচ্ছি না। কারনটা হল, মুল ডোমেইন নামটি দ্বারা একটি মিউজিক সাইট বানাবো, যা অনেকটা কপি-পেষ্ট ধরনের হবে। সুতরাং মুল ডোমেইন অংশে সাব ডোমেইন ক্রিয়েট করতে ইচ্ছুক। অতপর সেটি ব্লগার সাইটে অ্যাডেড করব এবং এখানে সকল কনটেন্টগুলো কপি রাইট মুক্ত থাকেব। তাহলে এই ক্ষেত্রে অ্যাডসেন্স এর জন্য আবেদন করা যাবে কি? তথাপি এই পদ্ধতিতে যদি এডসেন্স পাই তাহলে এটা কোন ধরনের এডসেন্স হবে হোস্টেড নাকি নন হোস্টেড??

      Delete
    3. সাব ডোমেন দিয়ে এ্যাডসেন্স অনুমোদন পাওয়া যায়। তবে সে ক্ষেত্রে পর্যাপ্ত পরিমানে ভালমানের কনটেন্ট থাকতে হয়। সাধারণ দৃষ্টিতে আপনি নিজেই চিন্তা করুন যে, আপনি একটি সাব ডোমেন-কে বেশী গুরুত্ব দেবেন নাকি মূল ডোমেন-কে বেশী গুরুত্ব দেবেন?

      এ ধরনের ডোমেন দ্বারা প্রাপ্ত এ্যাডসেন্স হচ্ছে নন-হোস্টেড।

      Delete
  9. আমি এখানে কি ভাবে কাজ করবো

    ReplyDelete
    Replies
    1. এখানে বলতে কি বুঝাতে চাইছেন, পরিষ্কারভাবে বল্লে আমাদের উত্তর দিতে সুবিধা হবে।

      Delete
    2. Sir, ইনি বলতে চাইছেন যে, আপনার কোনো Writer চাই কিনা। তাই তো Raj Alamin

      Delete
    3. লিখতে চাইলে আমাদের ব্লগের যোগাযোগ ফরমের মাধ্যমে মেইল করে। তারপর আপনি কি কি বিষয় ভালো জানেন সেটা জানান। ফাইলি আমাদের কাছে উপযুক্ত মনেহলে আমরা যে কাউকে যুক্ত করে নেব।

      Delete
  10. মূল পোস্টের ভিতর ad debo kivabe

    ReplyDelete
    Replies
    1. খুব শীঘ্রই এ ব্যাপারে একটি পোস্ট শেয়ার করা হবে। আমাদের সাথে থাকুন...

      Delete
  11. Thanks for this valuable post. You are a copy cat of Rabbi VAi. Keep This Good Work.

    ReplyDelete
  12. example.blogspot.com এধরণের সাইটে এডসেন্স পাওয়ার সম্ভাবনা কতটুকু?

    ReplyDelete
    Replies
    1. পাওয়া যায়, তবে সম্ভাবনা খুবই কম। বলতে পারেন ৫% এর নিচে...

      Delete
  13. আপনার সাইট গুগলে সার্চ দিলে এই https://imgur.com/a/PsDbn লিংকের মত আসে। এটা কিভাবে করতে হয়? এই বিষয়ের উপরে একটা পোস্ট লিখলে আমাদের ফায়দা হত।
    ই-কমার্স বা ক্লাসিফায়েড সাইটে এডসেন্স পাওয়া যাবে কি ?

    ReplyDelete
    Replies
    1. এটার জন্য কিছুই করতে হবে না। যে কোন সাইট জনপ্রিয় হয়েগেলে তখন এ রকম দেখায়।

      ই-কমার্স সাইট দিয়েও গুগল এ্যাডসেন্স পাওয়া যায়।

      Delete
  14. ভাই সাইটের জন্য do follow backlink দরকার।
    কি করতে পারি এরজন্য?

    ReplyDelete
    Replies
    1. ব্যাক লিংকস বৃদ্ধি করার বিষয়ে আমাদের ব্লগে কয়েকটি পোষ্ট রয়েছে। পোস্টগুলি পড়লে বিস্তারিত জানতে পারবেন...

      Delete
  15. প্রথমে আপনাকে ধন্যবাদ এইরকম ভালো একটি টপিক পোস্ট করার জন্য।
    আপনি বলেছেন গুগল এডসেন্স বাংলা ব্লগে এপ্রুভ করে। তাহলে আমার সাইট ব্লগার টিউটরিয়াল নিয়ে আমি কি সরাসরি আপ্লাই করবো নাকি ব্লগার এর ভেতর earnings থেকে আপ্লাই করবো? ধন্যবাদ

    ReplyDelete
    Replies
    1. যেখান থেকে আবেদন করেন না কেন তাতে ভিন্ন কোন অর্থ বহন করে না। তবে প্রাইমারি ল্যাংগুয়েজ অবশ্যয় বাংলা রাখতে হবে।

      Delete
  16. আপনার পোষ্টটিতে ব্লগ সম্পর্কে প্রায় সব খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যা আমাদেরকে একজন অভিজ্ঞ ব্লগারে রুপান্তর করতে সাহায্য করবে। আমার বিশ্বাস যদি কেউ পুরোপুরি পড়ে এবং সঠিক ভাবে প্রয়োগ করে তাহলে একজন সফল ব্লগার হবেই।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ভাই। আমাদের সাথে থাকুন...

      Delete
  17. আপনার একটা কমেন্ট দেখলাম এডসেন্স ফোরামে। আপনি কি পাইছেন এপ্রোভাল

    ReplyDelete
    Replies
    1. আমাদের ব্লগের এ্যাডসেন্স অনুমোদন করা আছে, কিন্তু আমরা ব্যবহার করতে চাইছি না।

      Delete
  18. বাংলা ব্লগ এর জন্য কিভাবে এডসেন্স একাউন্ট করতে হবে । আমার একটি বাংলা ব্লগ রয়েছে যেটায় আমি এডসেন্স একাউন্ট করতে চাই ।
    আমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যদিও সেটা মনিটিজড না । এখনো মনিটাইজেশন এপ্রুভ হয় নি । তবে ভবিষ্যাত এ হবে এরমকম আশা আছে ।

    একই কম্পিউটর থেকে কিভাবে ব্লগ এবং ইউটিউব এর জন্য এডসেন্স ব্যাবহার করতে হয় এটাই আমার জানার বিষয় । কেউ জানালে উপকৃত হব ।

    ReplyDelete
    Replies
    1. যে কোন একটি মাধ্যম থেকে এ্যাডসেন্স অনুমোদন হওয়ার পর এ্যাডসেন্স এর ড্যাশবোর্ড থেকে আপনার ইউটিউব/ব্লগ অনুমোদনের জন্য আবেদন করতে হবে। অনুমোদন হলে ব্লগ ও ইউটিউব দুটির মাধ্যমে একই এ্যাডসেন্স একাউন্ট হতে ইনকাম করতে পারবেন।

      কর্মব্যস্ততার কারনে যথাসময়ে প্রতিউত্তর দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত।

      Delete
  19. ভাই... আমি যদি কয়েকটা সাইট থেকে কন্টেন্ট নিয়ে সেগুলো ইডিট করে একটা ইউনিক কন্টেন্ট তৈরি করি তবে কি সমস্যা হবে? এই ব্যাপারে আপনার সাজেশন আশা করছি। আর কন্টেন্ট ইউনিক হয়েছে কিনা সেটা চেক করার জন্য www.smallseotools.com/plagiarism-checker সাইট টা ইউজ করি। কন্টেন্ট ইডিট করার পর সেটা সবসময়ই ১০০% ইউনিক দেখায়। কিন্তু সঠিক তথ্য দেয় কিনা জানিনা। ফ্রিতে চেক করার ভালো সাইট কোনটা জানালে উপকৃত হব। www.copyscape.com/ দিয়ে চেষ্টা করেছি কিন্তু পারিনি।

    ReplyDelete
    Replies
    1. চেষ্টা করে দেখতে পারেন, তবে ভিজিটর খুব বেশী পাবেন না। কারণ প্রকৃত ভিজিটররা আসল নকল ধরতে পারে। এ ক্ষেত্রে ভিজিটর যদি বুঝতে পারে আপনি অন্য ব্লগ থেকে কনটেন্ট কপি করেছেন, সে ক্ষেত্রে সেই ভিজিটর দ্বিতীয়বার ভিজিট না করতে পারে। তাছাড়া অন্যের কনটেন্ট কপি করে নিজে মনে স্বাচ্ছন্নবোধ করা যায় না।

      copyscape দিয়ে কনটেন্ট চেক করতে পারেন। এটা ভালো মানের টুলস।

      Delete
  20. আমি ব্লগারের হোস্টিং ব্যবহার করি কিন্তু আমার ডোমেইনটি (ডট কম, ডট নেট,) কাস্টম ডোমেইন তখন সেই ক্ষেত্রে আমার গুগল এডসেন্স টি হোস্টেল হবে নাকি নন হোস্টেড হবে?

    ReplyDelete
  21. আমি ব্লগারের হোস্টিং ব্যবহার করি কিন্তু আমার ডোমেইনটি (ডট কম, ডট নেট,) কাস্টম ডোমেইন তখন সেই ক্ষেত্রে আমার গুগল এডসেন্স টি হোস্টেট হবে নাকি নন হোস্টেড হবে?

    ReplyDelete
    Replies
    1. ডট কম, ডট নেট ও সকল কাস্টম ডোমেই এর অনুমোদিত এ্যাডসেন্স হচ্ছে নন-হোস্টেড। বর্তমানে হোস্টেম ও নন হোস্টেড দুটির সুবিধা সমান।

      Delete
  22. আমি ব্লগারের হোস্টিং ব্যবহার করি কিন্তু আমার ডোমেইনটি (ডট কম, ডট নেট,) কাস্টম ডোমেইন তখন সেই ক্ষেত্রে আমার গুগল এডসেন্স টি হোস্টেট হবে নাকি নন হোস্টেড হবে?

    ReplyDelete
  23. ব্লগারের ক্ষেত্রে কি প্রিমিয়াম টেমপ্লেট ছাড়া adsense পাব?

    ReplyDelete
  24. ব্লগারের ক্ষেত্রে কি প্রিমিয়াম টেমপ্লেট ছাড়া adsense পাওয়া যায়?

    ReplyDelete
  25. ভাই আমার ব্লগ সাইট একটা অনলান সংবাদের জন্য ব্যবহার করতেছি। এটাতে কি এ্যাডসেন্স আবেদন করা যাবে? দ্বিতীয়ত গুগলে সার্চ সংবাদের টাইটেল সার্চ দিলে আসে না তবে সাইটের নামে সার্চ দিলে আসে।কি করতে হবে একটু বলবেন?

    ReplyDelete
    Replies
    1. আমার মনেহয় আপনার ব্লগ/ওয়েবসাইট নতুন। নতুন অবস্থায় পোস্ট গুগল সার্চ ইঞ্জিনে ইনডেক্স হতে অনেক সময় লাগবে। কিভাবে দ্রুত পোস্ট সার্চ ইঞ্জিনে শো করা যায় সে বিষয়ে আমার ব্লগে কয়েকটি পোস্ট আছে। পোস্টগুলো মনোযোগসহ পড়লে কাজটি আপনার জন্য সহজ হবে। ধন্যবাদ...

      Delete
  26. প্রশ্নঃ১। শুরু করার জন্য .com.bd ডোমেইন এবং যে কোন ফ্রী হোস্ট যেমনঃ 000webhost থেকে হোস্টিং নিয়ে সাইট করলে কি ননহোস্টেড এডসেন্স পাওয়া যাবে?

    প্রশ্নঃ ২। শুধু প্রশ্ন ও উত্তর বিষয়ে সাইট করলে কি এডসেন্স পাওয়া যাবে? এইক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এর কোন পেইড থিম টি ভালো হবে?

    প্রশ্নঃ ৩। অন্যদের (কয়েকজনের) একই টপিক এর কন্টেন্ট পড়ে নিজের মত করে (বিকল্প শব্দ ব্যবহার করে) পোস্ট করলে সেটা সেটা ইউনিক কি'না সেটা কীভাবে বোঝা সম্ভব?

    ReplyDelete
  27. প্রশ্নঃ১। শুরু করার জন্য .com.bd ডোমেইন এবং যে কোন ফ্রী হোস্ট যেমনঃ 000webhost থেকে হোস্টিং নিয়ে সাইট করলে কি ননহোস্টেড এডসেন্স পাওয়া যাবে?

    প্রশ্নঃ ২। শুধু প্রশ্ন ও উত্তর বিষয়ে সাইট করলে কি এডসেন্স পাওয়া যাবে? এইক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এর কোন পেইড থিম টি ভালো হবে?

    প্রশ্নঃ ৩। অন্যদের (কয়েকজনের) একই টপিক এর কন্টেন্ট পড়ে নিজের মত করে (বিকল্প শব্দ ব্যবহার করে) পোস্ট করলে সেটা সেটা ইউনিক কি'না সেটা কীভাবে বোঝা সম্ভব?

    ReplyDelete
    Replies
    1. ১। .com.bd অবশ্যই ভালো কিন্তু ফ্রি হোস্টিং এর চাইতে গুগল ব্লগার ভালো।
      ২। প্রশ্ন ও উত্তর বিষয়ে সাইটে ভিজিটর থাকলে সহজে এ্যাডসেন্স পাওয়া যায়। ওয়ার্ডপ্রেস থিমের বিষয়টি আমি সাজেস্ট করতে পারছি না। আপনি নিজে গুগলে সার্চ করে দেখতে পারেন।
      ৩। নিজেরমত করে সাজিয়ে লিখলে সমস্যা হবে না। তবে অধিকাংশ শব্দ মিলেগেলে সমস্যা হতে পারেন।

      ধন্যবাদ...

      Delete
  28. Domain na kine article likhe adsense apply korle approv kore ki?

    ReplyDelete
    Replies
    1. ব্লগে ভালোমানের আর্টিকেল সহ পর্যাপ্ত ট্রাফিক থাকলে সাব-ডোমেন (ব্লগস্পট ডোমেন) এ গুগল এ্যাডসেন্স অনুমোদন হয়। If you you are new on blogging then you should focus quality content, not google adsense.

      Thank you...

      Delete
  29. চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটা সাইট তৈরি করতে চাই ।60% ইউনিক পোস্ট লিখে এ্যাডসেন্স এপ্লাই করতে চাই ।এ্যাডসেন্স পাব কি

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই এডসেন্স পাবেন। তবে ব্লগস্পটে না করে ওয়ার্ডপ্রেসে করার চেষ্টা করবেন।

      Delete
  30. প্রিয় ভাই,
    এডসেন্স থাকা ব্লগে যদি থিম ডিজাইন করা হয় তাহলে কি এডসেন্স চলে যাবে? চলে গেলে করনীয় কি?

    ReplyDelete
    Replies
    1. থিম ডিজাইন করার সময় বার বার ব্লগ ভিউ করতে হয়। সে জন্য ডিজাইন করার সময় এডসেন্স কোড ব্লগ থেকে সরিয়ে নিতে হয়। তা না হলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

      Delete
  31. স্যার প্লিজ আমাকে একটু হেল্প করেন। আমি গতকাল আমার এক সাইটে এডসেন্স পেয়েছি। তো আমি যে মোবাইল দিয়ে আবেদন করেছিলাম সেটাই শুধু এডসেন্স অ্যাকাউন্ট আছে। আমি পাশাপাশি এডমোব একাউন্ট ক্রিয়েট করতে চাই। তাতে কি আমার এডসেন্স এর কোন সমস্যা হবে স্যার প্লিজ সমাধান দেন

    ReplyDelete
    Replies
    1. কোন সমস্যা হবে না। আপনার একই একাউন্ট দিয়ে এডমোব এর জন্য আবেদন করতে পারবেন।

      Delete
  32. সরি ভাই রাগ কইরেন না। অনেক কিছু মিস টেক আসে। কিছু ধরে দিলাম।

    প্রশ্নঃ আবেদন করার পূর্বে কমপক্ষে কতগুলো পোষ্ট থাকতে হবে?
    ভালো মানের ১০ পোস্ট থাকলেই চলে(১০০০ ওয়ার্ড)। তবে পোস্ট গুলো ইনডেক্স হতে হবে।

    প্রশ্নঃ বাংলাদেশে নাকি ৬ মাসের পূর্বে এ্যাডসেন্স অনুমোদন করে না?
    না ২০ দিনে এ্যাডসেন্স পাওয়া যায়।

    প্রশ্নঃ ব্লগে About Us, Contact, Privacy Policy রাখা কি বাধ্যতামূলক?
    এই পেজ গুলা না থাকলে এ্যাডসেন্স অনুমোদন পাবেন না।

    প্রশ্নঃ ডট TK ডোমেন দিয়ে কি এ্যাডসেন্স পাওয়া যাবে?
    হা যায়।

    ReplyDelete
    Replies
    1. ১। আপনার কথা ঠিক আছে। ব্লগে ভালোমানের ১০ টি পোস্ট থাকলে এডসেন্স অনুমোদন হয়। কিন্তু একটি নতুন ব্লগের ১০ টি পোস্ট দিয়ে আপনি এডসেন্স অনুমোদন করে কিছুই করতে পারবেন না। সে জন্য আমরা বলেছি কমপক্ষে ২৫/৩০ টি পোস্ট প্রয়োজন। তাছাড়া এডসেন্স অনুমোদন পাওয়ার জন্য পোস্ট ইনডেক্স হতে হবে, এ রকম কোন নিয়ম নেই।

      ২। আপনার ব্লগ যদি ২০ দিনে কোয়ালিফাই করতে পারে তাহলে অবশ্যই ৬ মাস প্রয়োজন নেই। তবে কোয়ালিফাই করতে না পারলে ৬ বছরের এডসেন্স পাওয়া সম্ভব হবে না।

      ৩। ডট TK ডোমেন দিয়ে কি এ্যাডসেন্স পাওয়া যায়। এটা আপনার সাথে আমরাও একমত।

      পরিশেষ আপনার মূলবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন...

      Delete
  33. bhai, emon kinchu tips den jate apnar moto blogger rank korte pari. apni kivabe post likhen?? ar bhai amar website speed aste aste kume jacche ken???

    ReplyDelete
    Replies
    1. আপনি যে সব বিষয় জানতে চাইছেন, তার সবটাই আমার ব্লগে লেখা আছে। শুধুমাত্র একটু ধৈর্য্যধারণ করে পড়তে থাকুন। তাহলে নিজেই জানতে পারবেন। ধন্যবাদ...

      Delete
  34. আমি গুগল এডসেন্স এ পোস্ট কোড ভুল দিয়েছি,লেটার টা কী পেতে কোনো সমস্যা হতে পারে? বা এক্ষেত্রে আমার কী করনীয়। জানতে পারলে খুব উপকার হবে আমার।

    ReplyDelete
    Replies
    1. এ ধরনের ভূল করাটা আপনার চরম বোকামি হয়েছে। কারণ ঠিকানা ভিরিফাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ। সঠিক পোস্ট কোড ছাড়া চিঠি পৌছতে সমস্যা হবে। তবে ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারেন। এ ক্ষেত্রে নিয়মিত পোস্ট অফিসে যোগাযোগ রাখুন।

      আর 30 দিনের মধ্যে না পেলে ঠিকানা পোস্ট কোড ঠিক করে পুনরায় আবেদন করবেন।

      Delete
কমেন্ট করার নিয়মঃ
ব্যাকলিংক পাওয়ার উদ্দেশ্য নিয়ে কোন কারণ ছাড়া লিংকিং কমেন্ট করা হলে সেই সকল কমেন্ট অনুমোদন করা হবে না। তবে যুক্তিসঙ্গত কারনে লিংলিংক কমেন্ট করলে সেগুলো যাচাই বাছাই করার পর অনুমোদন করা হবে। তাছাড়া আমরা সবসময় জিরো স্প্যামিং নীতি অনুসরণ করি। সো বি কেয়ারফুল...

Name

Adsense,5,Affiliate,4,Android,10,Android Tricks,10,Banglalink,3,Banking,6,Biography,1,Blog Design,11,Blogger Theme,1,Blogger Widgets,4,Blogspot SEO,7,Computer,8,Create Blog,5,Digital Marketing,1,Earnings,33,Education,10,Facebook,11,Freelance,2,GP SIM,5,How To,20,Islamic,15,Job Circular,3,Mim,1,Movie,5,Pined,2,Prayer,1,Pro News,7,Quran,3,Robi SIM,8,SEO,24,SEO Tips,17,Social Media,60,Tech,5,Telecom,28,Windows Tricks,5,WordPress,2,YouTube,9,
ltr
item
ব্লগার বাংলাদেশ: গুগল AdSense সংক্রান্ত সকল সমস্যার সংক্ষিপ্ত সমাধান!
গুগল AdSense সংক্রান্ত সকল সমস্যার সংক্ষিপ্ত সমাধান!
গুগল এ্যাডসেন্স কি, কিভাবে ইনকাম করবেন, কিভাবে এ্যাডসেন্স অনুমোদন করবেন ইত্যাদি প্রশ্নের বিস্তারিত উত্তর
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEoCUjd5FJ7qHLspY-41KCvXw7OtdQ-mN37AK-LMhpSzpr-RuMUeMH8dfIVJFBsjgcUSgFkmw5Jt0K5tLk_XHhQDjAifcpznF0bp1yWltq3ol9DXRs0162MFw6769XKqv1MQRWxvDTc4qB/s400/google-adsense-answer.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEoCUjd5FJ7qHLspY-41KCvXw7OtdQ-mN37AK-LMhpSzpr-RuMUeMH8dfIVJFBsjgcUSgFkmw5Jt0K5tLk_XHhQDjAifcpznF0bp1yWltq3ol9DXRs0162MFw6769XKqv1MQRWxvDTc4qB/s72-c/google-adsense-answer.png
ব্লগার বাংলাদেশ
https://www.bloggerbangladesh.com/2017/10/all-everything-about-google-adsense.html
https://www.bloggerbangladesh.com/
https://www.bloggerbangladesh.com/
https://www.bloggerbangladesh.com/2017/10/all-everything-about-google-adsense.html
true
1297988252866731047
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL বিস্তারিত পড়ুন Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All জনপ্রিয় পোস্ট পড়ুন LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content