কালার কোড জেনারেটর
Hex (HTML) Color Code Generator :
কিভাবে ব্যবহার করতে হয়ঃ
- আপনার কম্পিউটারের মাউস এর সাহায্যে ড্রাগ করে পছন্দের কালার নির্বাচন করুন।
- Brightness/Saturation এর ঘরে সংখ্যা দিয়ে পছন্দের কালারেও ড্রাগ করতে পারেন।.
- Hue বারটি ব্যবহার করে বিভিন্ন রকম কালার পরিবর্তন করতে পারবেন।
- Swatch Bar-এ আপনার নির্বাচিত কালারটি শো করবে।
- Hex Box-এ আপনার কাঙ্খিত কালার কোডটি পাবেন। ছয় ডিজিট এর এই কোডটি কপি করে যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন।
Color Code Generator Wheel :
কিভাবে ব্যবহার করতে হয়ঃ
- এই Tool টি দিয়ে কোড গুলির কালার সম্পর্কে জানতে পারবেন।
- নিচের খালি বক্সটিতে # চিহ্ন বাদ দিয়ে কোডটি পেষ্ট করে Update এ ক্লি করুন।
- আপনার কাঙ্খিত কোডটির সাথে Matching হওয়া কালার ডানের বক্স গুলিতে শো করবে।