Have you been struggling to come up with a catchy Facebook status lately?
Well, worry no more, as we have curated a list of the top 50 Facebook
statuses in Bangla that are sure to grab your audience's attention! Whether
you want to share your thoughts and feelings or simply make your followers
smile, we've got you covered.
In this article, we'll provide a brief overview of Bangla's top 50 Facebook
statuses, including inspirational quotes, funny jokes, and heartwarming
messages. Our list has been compiled by one of the most renowned social
media experts in Bangladesh, ensuring that you get only the best and most
engaging content.

But that's not all! We'll also provide tips on how to make your Facebook
status stand out, increase your engagement, and make the most out of your
social media presence. So, if you want to take your Facebook game to the next
level, join us as we dive into the world of Bangla's top 50 Facebook statuses.
Let's get started!
ফেসবুক স্ট্যাটাস পড়ুন—
- বাছাই করা সেরা ফেসবুক স্ট্যাটাস
- শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস
- আবেগি ফেসবুক স্ট্যাটাস
- Facebook Caption Bangla
- স্মার্ট ফেসবুক স্ট্যাটাস
- Love Status Bangla
Facebook Status Bangla 2023
In Bangladesh, Facebook is the most popular social media platform, and people
use it to share their thoughts, ideas, and emotions. A Facebook status is a
way to express oneself and can be used to communicate with friends, family,
and followers. In this section, we will provide you with the top 50 Facebook
statuses in Bangla that you can use to express yourself.
[post_ads_2]

ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যে সব মানুষ এই ময়লা আবর্জনা পরিস্কার করে
সবাই তাদের ঘৃণা করে।
যার কাছে ঘুম আনন্দময় সে-ই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও
মানুষকে অভিভূত করে ফেলতে পারে।
সবাই ভালবেসে মানুষকে ধোকা দেয় এখানে ভালবাসার তো কোন দোষ নেই,তবুও মানুষ
ভালবাসাকে ঘৃণা করে।
যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু
আপনার চলার পথকে পিচ্ছল করে দিবে একদিন।
সুখের মুহুর্তগুলি কবুল করুন, প্রেম করুন এবং প্রেম করুন! এটাই পৃথিবীর একমাত্র
বাস্তবতা, অন্য সব বোকামি।
.png)
সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে
গেছে তারা অসুখী।
যে স্বপ্ন আপনি একা স্বপ্ন দেখেন তা কেবল একটি স্বপ্ন। আপনি একসাথে যে স্বপ্ন
দেখেন তা হ'ল বাস্তবতা।
খুব বেশি সুন্দর কোন কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভাল মানুষরাও বেশি দিন
বাঁচে না। স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে।
লক্ষে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে । আর অপেক্ষাটা তো সুধু সময়ের।
যদি মনের অনুভুতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন!
Facebook Love Status Bangla

তুমি তোমার ইচ্ছামত আমাকে কাঁদাও, তুমি তোমার ইচ্ছামত আমাকে কষ্ট দাও। তুমি
তোমার ইচ্ছামত আমাকে দূরে রাখো, তবে আমাকে আমার ইচ্ছা মতো শুধু তোমাকে
ভালোবাসতে দিও।
রাজার আছে অনেক ধন আমার আছে একটি মন, পাখির আছে ছোট বাসা। আমার মনে একটি আশা
শুধু তোমায় ভালোবাসা।
চোখে আছে কাজল কানে আছে দুল, ঠোঁট যেন রক্তে রাঙা ফুল। চোখ একটু ছোট মুখে
মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে আমি ভালোবাসি। আমি সত্যি বড্ড ভালোবাসি।
ভেবেছিলাম তুমি কতো আপন, ভেবেছিলাম পাশে থাকবো সারা জীবন। কেন তুমি ভাঙলে এ মন,
ভাবিনি কখনো করবে এমন, তারপরও তুমিই আমার জীবন।
দিন যায় দিন আসে সময়ের স্রোতে ভাসে, কেউ কাঁদে কেউ হাসে। তাতে কি যায় আসে,
খুঁজে দেখি আশেপাশে। কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে।
.png)
স্বপ্ন দিয়ে আঁকি সুখের সীমানা, হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা। ছায়ার
মতো থাকবো আমি শুধু তার পাশে, যদি বলে সে আমায় ভালোবাসে।
দুটি চোখে স্বপ্ন ছিল মনে ছিল আশা; সারা জীবন পাব আমি তোমার ভালোবাসা। ভাবনা
ছিল হবে দুজন একই গাছের ফুল; কিন্তু তুমি চলে গেলে আমায় বুঝে ভুল।
তুমি যদি চাঁদ নও তবে চাঁদের আলো , তুমি ফুল নও তবে ফুলের সৌরভ। তুমি নদী নও
তবে নদীর ঢেউ, তুমি অচেনা নও তুমি আমারেই চেনা কেউ।
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজনে সাজাবো জীবন। চোখ ভরা স্বপ্ন
বুক ভরা আশা তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।
কেউ দুঃখ পেয়ে সুখী কেউ দুঃখ দিয়ে সুখী, কেউ হাঁসতে পেরে সুখী, কেউ বেশি বেশি
কথা বলে সুখী, কেউ কথাগুলো নীরবে শুনে সুখী। তবে কেউই প্রকৃত সুখী না কিন্তু
অভিনয়ে সবাই সুখী।
FB Attitude Status Bangla

এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন। আমার হৃদয়
জুড়ে,হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি। লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায়
খুঁজি।
সবচেয়ে বাজে অনুভুতিটা তখনি হবে,যখন আপনি কাউকে খুব মিস করবেন,তার সাথে কথা
বলতে চাইবেন,কিন্তু সেই মানুষটি আপনার কোন কথায় সাড়া দেবে না।
গোলাপকে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে,মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে
বুকে, তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে। আই মিস ইউ।
মাঝে মাঝে তোমার স্মৃতি গুলো ভীষণ কাঁদায়। আনমনে ভাবতে থাকি কোথায় যেন
হারিয়ে যাই। তখন তোমাকে কাছে পাবার বাসনা খুব তীব্র হয়।
গোলাপকে ছিঁড়তে গেলে কাঁটা লাগে হাতে, মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে
বুকে, তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে।
.png)
ফুল তো বাগানের তবে হাতে কেনো? চাঁদ তো আকাশে তবে জ্বলে কেনো? জল তো সাগরে, তবে
চোখে কেনো? মন তো আমার তবে বার বার তোমাকে মনে পরে কেনো?
তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙ্গার বেদনা? তুমি কি শুনতে পাও আমার
সপ্ন ভাঙ্গার কান্না? যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না।
শ্রাবনে ওই বৃষ্টি ধারায়, আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই. যদিও তুমি অনেক দুরে,
তবুও রেখেছি তোমায় মন পাঁজরে। নীরবে তোমায় মিস করি সারাক্ষণ, অথচতা তোমার
কাছে আজও গোপন!
বাতাসের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ। আমি আছি অনেক দূরে সঙ্গে অনেক কাজ।
বাতাস তুই একটি কথা বলে দিস তাকে, আমি তাকে মিস করছি হাজার কাজের ফাঁকে।
মনে রাখব তোমাকে চিরদিন তুমি যেখানেই থাক যতদিন। তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির
ঘরে, যদিও তুমি হয়ে গেছ আমার পর, তবুও Miss করব তোমায় জীবনভর।
FB Status Bangla

জীবনে অনেক মানুষই আসে আবার চলেও যায় কিন্তু প্রকৃত বন্ধু জীবনে যে ছাপ ফেলে
যায় তা একটি সুখস্মৃতি র মতনই মনোরম।
ভালো সময় আমাদের হৃদয়কে সুখস্মৃতি দিয়ে ভরিয়ে তোলে ,আর খারাপ সময়ে আমাদের
জীবনে এক শিক্ষা হিসেবে আসে।
জীবন ছোটো, ভালো করে ভোগ করো। ভালোবাসা বিরল, ধরো। রাগ খারাপ, ফেলে দাও। ভয়
ভয়ঙ্কর, এটির মুখোমুখি হও। স্মৃতিগুলি মধুর, এটির লালন করো।
তুমি যাকে ভালোবাসো সে যদি স্মৃতির গোচরে চলে যায় তবে সেই স্মৃতিটি হয়ে যায়
একটি সম্পদ স্বরূপ।
আমাদের সবার কাছে আমাদের সময় মেশিন রয়েছে। কিছু আমাদের ফিরিয়ে নিয়ে যায়,
তাদের স্মৃতি বলা হয়। কিছু আমাদের এগিয়ে নিয়ে যায়, তাদের বলা হয় স্বপ্ন।
.png)
জীবনের সর্বাধিক স্মরণীয় ব্যক্তি, সেই বন্ধুরা হয় যারা আপনাকে ভালোবাসতেন যখন
আপনি তার যোগ্য ছিলেন না।
লোকে বলে যে খারাপ স্মৃতিগুলি সবচেয়ে বেশি ব্যথার কারণ হয়, তবে আসলে এটিই সেই
ভাল স্মৃতি যা আপনাকে পাগল করে তোলে।
আসল মুহূর্তটি অদৃশ্য হয়ে যায় তবে আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সবসময়
তার স্মৃতি আপনার কাছে থাকে।
আমাদের জীবনের সেরা স্মৃতিগুলি কখনই ছবিতে ধারণ করা যায় না, এগুলি সর্বদা
হৃদয় দিয়ে ধরা পড়ে।
স্মৃতি হল আপনার পছন্দসই মুহূর্তগুলিকে ধরে রাখার একটি উপায়, যে মুহূর্তগুলিকে
আপনি কখনই হারাতে চান না।
Sad Facebook Status Bangla

পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হল লোভে চকচক করা চোখ, আর সবচেয়ে সুন্দর দৃশ্য হল
গভীর মমতায় আর্দ্র প্রেমিকার চোখ।
যে কলমের ঢাকনা হারিয়েছে, শক্ত করে আঁকড়ে ধরো তাকে, সে কখনো তোমার ছিলোনা, আজও
আপন ভাবো যাকে।
ও আমার বাড়িতে আসে না, আমি কেন ওর বাড়িতে যাবো? এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার
সম্পর্ক গুলো।
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা, ভালোবাসা তোমায়
দেবো আরো, তুমি হাতটা শুধু ধরো, আমি হবো না আর কারো।
কাউকে অপেক্ষায় রাখাটা অনেক সহজ, কিন্তু কারো জন্য অপেক্ষা করাটাই হলো অনেক
কঠিন।
.png)
ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বল, খুব পরিশ্রম করে যাও। সময় তোমারও আসবে সেদিন
জবাবটা দিয়ে দিও।
সেই সময়টা কষ্টের, যখন চোখের জল লুকিয়ে রাখতে হয়! সেই সময় আরো কষ্টের যখন চোখের
জল লুকিয়ে রেখে হাসতে হয়।
বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও
অসহায় হয়ে পড়ে।
শহর তোকে আশকারা দেয় খুব, তাইতো ওমন মিথ্যে করিস জেদ, একটাই তো দাম্পত্য কথা,
তার ভিতরেও প্রচুর বিচ্ছেদ।
যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না, সংসারে তার মতো হতভাগা কেউ
নেই।
.png)
Final Words
We hope this blog has provided valuable insights into Bangla's top 50
Facebook status ideas. Whether you're looking to share your thoughts,
express your feelings, or simply entertain your friends and family, these
status ideas are sure to help you create engaging content on your Facebook
profile.
As you have seen, there are a variety of status ideas to choose from,
including inspirational quotes, funny one-liners, thought-provoking
questions, and more. Incorporating these ideas into your Facebook posts
allows you to engage your followers and build a strong online presence.
Remember to experiment with different types of status updates and see what
works best for you. You never know when a simple status update can go viral
and bring in a lot of engagement.
COMMENTS